বঙ্গ এবং এনটিভিতে আসছে বিশ্ব কাঁপানো ফ্যামিলি গেম শো 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
২২ জানুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৩ পিএম

দীর্ঘ অপেক্ষার পর ঝমকালো আয়োজনে ডাবরের পরিবেশনা, আয়গ্যাজের পৃষ্ঠপোষকতা ও বঙ্গ’র প্রযোজনায় শুরু হলো বহুল-প্রতীক্ষিত ফ্যামিলি গেম শো “ফ্যামিলি ফিউড বাংলাদেশ” এর সম্প্রচার কার্যক্রম। যা আজ (২২ জানুয়ারি) সকাল ১১ টায় হোটেল ইন্টার কন্টিনেন্টাল-এ গ্রান্ড লঞ্চ করা হয়।
বিশ্বব্যাপী জনপ্রিয় এই শোটি চলতি মাসের ২৭ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত ৯.৩০ টায় সম্প্রচারিত হবে এনটিভির পর্দায় এবং বঙ্গ’র ওয়েবসাইট ও অ্যাপে। এছাড়াও প্রতি মঙ্গলবার দুপুর ১ টায় এনটিভিতে পুন:প্রচারিত হবে জনপ্রিয় এই শো। এর মাধ্যমেই বিশ্বের অনেকগুলো দেশে সারা জাগানো এই শো-এর প্রথমবারের মতো বাংলা সংস্করণ শুরু সম্প্রচারিত হবে। যেখানে সব বয়সী দর্শকদের স্মরণীয় ও আনন্দময় কিছু মুহুর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ক্যারিয়ারে প্রথমবারের মতো তাহসানকে দেখা যাবে সঞ্চালক হিসেবে। পুরো পর্বজুড়েই তাকে দেখা যাবে দারুণ উচ্ছ্বসিত। এই অনুষ্ঠানের মঞ্চে নিজস্বতা ধরে রেখে দর্শকদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতার গাঁথুনি গেঁথেছেন তিনি। এছাড়া অনুষ্ঠানটিতে থাকছে ২৪ টি পর্ব যেখানে প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলি অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সাথে থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। পাশাপাশি বিজয়ী টিম পাবে “ফাস্ট মানি” নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।
জানা যায়, দৈনন্দিন জীবনের নানা বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডিং টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে যার মধ্যে থাকছে দেশি টুইস্ট, আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। এছাড়াও এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা, যা অনুষ্ঠানটিতে যোগ করবে বিনোদনের নতুন মাত্রা।
যেখানে এর ব্রডকাস্ট পার্টনার হিসেবে এনটিভি, টাইটেল স্পন্সর হিসেবে ডাবর, পাওয়ারড বাই স্পন্সর হিসেবে আয়গ্যাজ, বেভারেজ পার্টনার হিসেবে সানকুইক, প্রাইজ মানি পার্টনার হিসেবে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, স্ন্যাক পার্টনার হিসেবে অলিম্পিক ফুডি, ই-কমার্স পার্টনার হিসেবে পিকাবু, সিকিউরিটি পার্টনার হিসেবে ইউরো ভিজিল, ওয়ারড্রোব পার্টনার হিসেবে ক্লথ স্টুডিও, মেকওভার পার্টনার হিসেবে সাজগোজ, হসপিটালিটি পার্টনার হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ব্যাক স্টোরি পার্টনার হিসেবে অলস মস্তিষ্ক, লাইফস্টাইল পার্টনার হিসেবে সুন্দরা এবং গিফট পার্টনার হিসাবে থাকছে জয় সিনেমাস।
অনুষ্ঠান প্রসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বলেন, “বিশ্বব্যাপী ৭৫ টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে "Family Feud". প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।”
এসময় তিনি আরও বলেন “আমাদের সংস্কৃতির সাথে মানানসই এই শো'টি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর শুটিং চলাকালীন পুরোটা সময়, আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। আমারতো এই শো’টি খুবই ভালো লেগেছে এবং অপেক্ষায় আছি পর্দায় দেখার জন্য। আমার বিশ্বাস আমার মতো সবার মন জয় করে নেবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ উইথ তাহসান’।”
এছাড়াও বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ ভাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মন জয় করেছে ‘ফ্যামিলি ফিউড’, এত জনপ্রিয় এই অনুষ্ঠানটি বাংলাদেশে আনতে পেরে আমরা ভীষণ আনন্দিত। পারিবারিক বন্ধন ও সম্পর্ক উদযাপন করা এই অনুষ্ঠানটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধেরই প্রতিফলন।
বঙ্গ-তে আমরা সবসময় দর্শকদের কাছে নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এর অসাধারণ সাফল্যের পর, ‘ফ্যামিলি ফিউড’-এর মত আরেকটি বিশ্বব্যাপী জনপ্রিয় শো আনতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি, এই অনুষ্ঠানটি বিনোদনের পাশাপাশি ইতিবাচকতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ উইথ তাহসান’ দর্শকদের মন জয় করে নিবে বলে আমার বিশ্বাস। আমরা তাদের প্রতিক্রিয়া জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

"তাব তাবি তাব" ইসলামি গানে মেতেছে নেটিজেনরা

ফ্যাসিস্ট সেলিমের হাজার কোটি টাকার ঠিকাদারি বাণিজ্য

রমজান ও অন্যান্য উৎসব উদযাপনে ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

মানুষ কষ্ট পায় এমন কোন কাজ বিএনপি করবে না- মাহমুদুল হক রুবেল

দৌলতদিয়া যৌনপল্লীর আলোচিত মাদক কারবারি ঝুমুর বেগম গ্রেফতার

রাঙামাটিতে হলুদের বাম্পার ফলন: প্রায় ২শত ৫০ কোটি টাকার হলুদ উৎপাদন

আশুলিয়ায় ডাকাতি হওয়ার আটদিন পর রডভর্তি ট্রাক উদ্ধার, আটক ২

ফরিদপুরে নারী, শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদ

লালপুরে মাদকের আসর বন্ধ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ

কুষ্টিয়ায় শিশু নিপীড়নের চেষ্টাকালে যুবক আটক

হাইকোর্টে রায় বহাল থাকায় আবরার ফাহাদের মায়ের সন্তোষ প্রকাশ

দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর, বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে চুরি ও ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার

হাকিমপুরে তিন ইউনিয়নে ভিজিএফের চাল পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষ

তারাকান্দায় গুড়িয়ে দেওয়া হলো “হাসান ব্রিকস” নামের অবৈধ ইটভাটা

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ট্রাক ও রড উদ্ধার, গ্রেপ্তার ২

অল টাইম’ এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কাউবেল

পাকিস্তানে যাত্রীবাহী বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ৩৫

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ক্যাম্পে বিএনপি নেতা