ঢাকার রাস্তায় ছেলেকে নিয়ে শাকিব—অপুর ভিডিও ভাইরাল
১১ জুন ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১১ জুন ২০২৫, ১২:২২ এএম

দেশের ১৩২ প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। ঈদের দিন থেকেই সিনেমাটি দেখতে বাঁধ ভাঙা ঢেউয়ের মতো দর্শকদের উপচে পড়া ভীড়। টিকিটের জন্য হাহাকারের খবরও শোনা যাচ্ছে। কোনো কোনো প্রেক্ষাগৃহে রাত ১২টার পরও সিনেমাটির বিশেষ শো হচ্ছে। শাকিবের সিনেমা নিয়ে যখন মাতোয়ারা সবাই, তখন শাকিবকে দেখা গেল, কোনো প্রেক্ষাগৃহে নয়—, পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত তিনি। শাকিব খান তাঁর সিনেমা মুক্তির পর সব সময়ই নির্বিকার থাকেন। খুব একটা প্রেক্ষাগৃহে পাওয়া যায় না এই তারকাকে। ঈদের সময়টায় তিনি বরাবরই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন।
এই চিত্রনায়ক এবারের ঈদের ছুটিতে বড় ছেলে আব্রাহাম খান জয় ও তাঁর মা চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বের হয়েছিলেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, শাকিব খান, তাঁর সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন। গাড়ির পেছনে ওঠেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ। পাশ থেকে ভক্তরা ভিডিও করলেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায়। তাঁদের একসঙ্গে দেখাটা ভক্তদের কাছে অবিশ্বাস্যই বটে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তাঁরা এক হচ্ছেন। আবার সেই প্রশ্নই করছেন ভক্তরা। এমন গুঞ্জনের মধ্যেই ভিডিওটিতে তাঁদের একসঙ্গে দেখার ঘটনা চলমান গুঞ্জনকে নতুন করে উসকে দিল।
ভক্তদের কৌতূহল তৈরি হওয়া ভিডিওটি নিয়ে জানা যায়, ঢাকার একটি বিপণিবিতানে ছেলের জন্য কেনাকাটা করতে যান শাকিব খান। সেখানে অপু বিশ্বাসও ছিলেন। মা–বাবা দুজনে সন্তানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় চলে যান। শাকিব খান যে গাড়িতে চড়েছেন, সেটি অপু বিশ্বাসের, এমনটাও জানিয়েছে দুজনের ঘনিষ্ঠজনেরা।
ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের পরিবারের সম্পর্কটা তুলনামূলক ভালো। শাকিবের মা–বাবা এবং বোনের পরিবারের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক আছে। অপু বিশ্বাসের বাসায় শাকিবের যাওয়া–আসা না হলেও শাকিবের বাসায় ঠিকই যাওয়া-আসা অব্যাহত রেখেছেন আপু বিশ্বাস। সম্প্রতি সময়ে পত্রপত্রিকা ও বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কথা শুনে বোঝা যায়, শাকিব খানের পরিবারের সঙ্গে কয়েক বছর ধরে ভালো সময় কাটছে।
উল্লেখ্য, ২০২২ সালে দেশের জনপ্রিয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, ‘আমি যেমন আব্রাহাম ও শেহজাদের বাবা, তেমনি অপু-বুবলীও তাদের মা। বাবা হিসেবে সন্তানদের সঙ্গে আমার দেখা হবে। ওদের দাদা-দাদির সঙ্গেও হয়। মা–বাবাকে স্কুলেও যেতে হয়। তাই সন্তানদের কারণে তাদের মায়েদের সঙ্গে আমার দেখা হবে, এটা খুবই স্বাভাবিক। তবে একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই। তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

ইরানে মার্কিন বর্বরোচিত হামলা বিশ্বমানবতাকে ভাবিয়ে তুলছে

কমিটি গঠনের ২দিন পরই স্থগিত হলো শেরপুরের নালিতাবাড়ী এনসিপির কমিটি !

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির নতুন প্রস্তাব

রাতের ভোটের নুরুল হুদাকে ধরে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা

ট্রাম্পের বিশ্বাসঘাতকতা

সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হলেন ব্যারিস্টার আব্দুল আল মামুন

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সল বিপ্লব গ্রেপ্তার

শেরপুরে জনপ্রিয় ষাড়ের মই দৌড় প্রতিযোগীতায় আনন্দে মেতে উঠে হাজারো মানুষ

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে শিশু নিখোঁজের ৫ ঘন্টা পর মৃত উদ্ধার করলো ডুবুরিরা

জকিগঞ্জে ‘মৃত ব্যক্তি’ জীবিত ফিরে এলেন: দাফনের আগ মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আজ ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

অবশ্যই ইসি পুনঃগঠন হবে : এনসিপি

চার্জ গঠন বিষয়ে শুনানি ২৯ জুন

উন্নতমানের গবেষণার পরিবেশ পেলে মেধাবীরা আবার দেশে ফিরবে : সালাহ উদ্দিন আহমেদ

সচিবালয়ের ভেতর সব সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

দুদকের মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

দক্ষিণ সিটিতে সকল নাগরিক সেবা প্রদানের আহ্বান, গাফিলতিতে ব্যবস্থা