বাচসাস-এর সঙ্গে পরিচালক সমিতির মতবিনিময় সভা
১২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ও বংলাদেশ চলচ্চিত্র সমিতির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালক সমিতির আমন্ত্রণে এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, প্রসার ও এই শিল্পকে কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়। এসময় বক্তব্য রাখেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ স¤পাদক রাহাত সাইফুল, সহসভাপতি সালাম মাহমুদ, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, সহ-সভাপতি ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা প্রমুখ। সভায় বাচসাস নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানায় পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদ। মতবিনিময় সভায় বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, চলচ্চিত্র এবং চলচ্চিত্র সাংবাদিকতা একে অন্যের পরিপূরক। একটি ছাড়া অন্যটি চলতে পারে না। চলচ্চিত্র যেমন এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, তেমনি চলচ্চিত্র সাংবাদিকতার পরিসরও কমে গেছে। চলচ্চিত্রের প্রসার ঘটলে সাংবাদিকতার ব্যপ্তিও বৃদ্ধি পাবে। উভয় ক্ষেত্রেই উন্নয়ন জরুরি। তিনি বলেন, চলচ্চিত্রের সোনালী অতীত একটি নির্দিষ্ট কালের। সেটা যেমন আমাদের মনে রাখতে হবে, তেমনি বর্তমান সময়কে ধারন করে কীভাবে কালোত্তীর্ণ করা যায়, সে পদক্ষেপ চলচ্চিত্রের মানুষকে নিতে হবে। এ পদক্ষেপে আমরা সাংবাদিকরা শামিল হব, এগিয়ে নিতে সহায়তা করব। সহ-সভাপতি সালাম মাহমুদ, দেশের সিনেমা হলের সংখ্যা বাড়াতে হবে। সিনেমা হল টিকিয়ে রাখতে দর্শক গ্রহণযোগ্য ভালো সিনেমার নির্মাণ সংখ্যা বাড়াতে হবে। সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, আমরা চলচ্চিত্র সাংবাদিকরা আমাদের লেখনির মাধ্যমে চলচ্চিত্রের উন্নয়নে বরাবরই ভূমিকা রেখে আসছি। আমাদের অগ্রজরা যেমন এত অসাধারণ ভূমিকা রেখেছেন, তেমনি এ প্রজন্মের আমরাও সেই ধারাবাহিকতা ধরে রেখেছি। আমি আশাবাদী, চলচ্চিত্র শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। এজন্য, নির্মাতাদের উদ্যোগী হতে হবে। পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বলেন, সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীদের পদচারণায় যেই সিনেমা শিল্পে এক সময় প্রাণের উচ্ছ্বাস বইতো, তা আজ কেবল বেদনার স্মৃতি। গণমাধ্যমকর্মীরা পাশে থাকলে আমরা নতুন করে এগিয়ে যেতে পারব বলে আশা করছি। এক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণমাধ্যমকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, বাচসাস ও চলচ্চিত্র একে অপরের পরিপূরক। সিনেমা ভালো থাকলে বাচসাস ভালো থাকবে, বাচসাস ভালো থাকলে সিনেমা ভালো থাকবে। একটা বাদ দিয়ে আরেকটা চলা খুবই মুশকিল। এই শিল্পের উন্নয়নে বাচসাস ও চলচ্চিত্র শিল্পের মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা জরুরি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাচসাস সাংগঠনিক স¤পাদক মোস্তফা মতিহার, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক স¤পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া স¤পাদক আনিসুল হক রাশেদ, দপ্তর স¤পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রুহুল সাখাওয়াত, পান্থ আফজাল, শাকিল হোসেন, হাফিজ রহমান, বাচসাস সদস্য রঞ্জু সরকার প্রমুখ।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না, একটার কমবে, একটার বাড়বে : অর্থ উপদেষ্টা
হাসিনাকে এনে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের বিচার করতে হবে
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা
বাংলাদেশ ও ভারতের মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র
নতুন মামলায় গ্রেফতার আনিস-ফারুক খান-শমসের মবিনসহ ৯ জন
বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম
একমাত্র ইসলাম ধর্মই সারা পৃথিবী শাসন করার যোগ্যতা রাখে
অবৈধ ভারতীয়দের স্বদেশে ফেরত পাঠাতে হবে : গয়েশ্বর রায়
রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ
অভিযোগের এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে : ডিএমপি কমিশনার
আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ৩৫ কারখানা ছুটি
হাসিনার ন্যায় দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না
ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য : প্রিন্স
বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত
দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন: ভিসি ডা. শাহিনুল আলম
আরডিএল ‘সাগিরকা’র সঙ্গে যুক্ত হলেন দেশবরেণ্য স্থপতি রফিক আজম
শুধু স্লোগান নয়, অপতথ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান
মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও বিধিমালা বিষয়ে অবহিতকরন কর্মশালার উদ্বোধন