বিলবোর্ডের সম্মাননা পাবেন শাকিরা
কলোম্বিয়ান গায়িকা শাকিরাকে প্রথম ‘মুহেরে লাতিনাস এন লা মুসিকা’ (সঙ্গীতে লাতিন নারী) উৎসবে ‘ল্যাটিন ওম্যান অফ দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করবে বিলবোর্ড। সামাজিক মাধ্যমে বিলবোর্ড সাময়িকী প্রকাশ করেছেন : বৈশ্বিক সুপারস্টার শাকিরাকে প্রথম ‘মুহেরে লাতিনাস এন লা মুসিকা’তে ৬ মে মায়ামির ওয়াটসকো সেন্টারে ‘ল্যাটিন ওম্যান অফ দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করা হবে। পরের দিন এই অনুষ্ঠান টেলিমুন্ডোতে প্রচারিত হবে। সংবাদটি...