চাকরিজীবী থেকে সিআইপি ইতালি প্রবাসী এমদাদুর রহমান চৌধুরী!প্রশংসা কুঁড়িয়েছে প্রবাসীদের
২০ জুন ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম

বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের মর্যাদায় কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন (সিআইপি) নির্বাচিত হয়েছেন টাটকা ব্যান্ড এর চেয়ারম্যান ও বাংলাদেশ এসোসিয়েশন ভিচেন্সা সিটি'র সভাপতি বিশিষ্ট শিল্পপতি এমদাদুর রহমান চৌধুরী। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২৯ মে ২০২৫ইং এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গেজেটে বলা হয় ২০২২-২০২৩ অর্থবছরে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৪ সালের জন্য ক) 'বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি' ক্যাটাগরিতে ০২ (দুই) জন, খ) 'বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি' ক্যাটাগরিতে ৪৫ (পঁয়তাল্লিশ) জন এবং গ) 'বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি' ক্যাটাগরিতে ০৯ (নয়) জনসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) জন প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচন করেছে।
এদের মধ্যে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি' ক্যাটাগরিতে ২০২৪ সালের জন্য (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচিত হন ইতালি প্রবাসী এমদাদুর রহমান চৌধুরী।
এমদাদুরের সিআইপি নির্বাচিত হওয়ার খবরে আনন্দ ছড়িয়ে পড়ে ভেনিস বাংলাদেশ কমিউনিটিতে। এই উপলক্ষে শুক্রবার ১৩ জুন বিকালে ইতালির ভিচেন্সায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা প্রেসক্লাব ভেনিসের উদ্যোগে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন মানবতার ফেরিওলা খ্যাত মোবারক হোসাইন, বাংলাদেশ এসোসিয়েশন ভিচেন্সা সিটি'র সাধারণ সম্পাদক তারেক আহমেদ, ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কবির মাহমুদ, জামাল আহমেদ, ভেনিস নোয়াখালী সমিতি সভাপতি নুরুল হক কামাল, ভেনিস বাংলা স্কুলের ক্রিড়া সম্পাদক নূরে আলম ভূইয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। একজন সিআইপি হিসেবে দেশে বিদেশে ইতিমধ্যে পরিচিত লাভ করেছেন। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যাক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ইতালিতে। বানিজ্যিক নগরী ভিচেন্সায় তিনি তাঁর পরিশ্রম সাহস ইচ্ছাশক্তি একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে নিজের স্থানীয় প্রবাসীদের ভাগ্য উন্নয়ন ও স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন সেই ফলস্বরূপ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা ভিচেন্সা সিটি বাংলাদেশ কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন।
চট্টগ্রামের রাউজান উপজেলার কৃতি সন্তান টাটকা ব্র্যান্ড এর চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী, পিতা মফজল আহমেদ চৌধুরী।চট্টগ্রাম স্যার আশুতোষ সরকারী কলেজ থেকে পড়াশোনা শেষ করেন।পরে জীবিকার তাগিদে ১৯৯৮সালে অক্টোবরে ইতালি পালেরমোড় শহরে আসেন। পরে ২০০৩সালে ভিচেন্সা অঞ্চলে বসবাস শুরু করেন এবং কিছু দিন চাকরি করেন। পরে নিজের অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলেন মিনি মার্কেট বা আলিমেন্টারি বিক্রয় পণ্য প্রতিষ্ঠান টাটকা ব্র্যান্ড বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ২০/২৫ জন ইতালিয়ান ও বাংলাদেশি লোকজন চাকরি করছেন এবং মুটা অংকের বেতন পাচ্ছেন।এমদাদুর রহমান চৌধুরীর পরিবারে স্ত্রী ও ২ ছেলে ও ১মেয়ে রয়েছেন, তাদের মধ্যে ২জন ইতালিয়ান স্কুল ও কলেজের পড়াশোনা করেন।
তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন।তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি একজন নবীন ব্যক্তি।তার অভিজ্ঞতা রয়েছে অনেক।এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প,তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল,এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা।উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।নিজ এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়ন ও ইতালিতে যদি কোনো প্রবাসী মারা যায় তাদের জন্য বিনামূল্যে কাঁপনে কাপড় দেয়ার ঘোষণাও দিয়েছেন এবং দিচ্ছেন।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র,ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ।তাঁর মাঝে কোন অহংকার নেই।নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় তাছাড়াও একজন সাদা মনের উদার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় এমদাদুর রহমান চৌধুরী কে বিভিন্ন সময় বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। স্থানীয় বাংলা কমিউনিটিতে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে তিনি।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১০ ফিলিস্তিনি

মুক্তির অপেক্ষায় জয়ার ৩ সিনেমা

হাসপাতালে কিয়ারা, আজই হতে পারেন মা

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

উত্তরা সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ মিলনসহ গ্রেফতার ৬

মিটফোর্ডে প্রকাশ্যে খুন: তদন্তে অগ্রগতি, বিভ্রান্তিকর প্রচারে ডিএমপির সতর্কবার্তা

ফের লর্ডস টেস্টে হাসল রাহুলের ব্যাট,তিন দিন শেষে সমানে সমান ভারত-ইংল্যান্ড

যারা সরাসরি সংশ্লিষ্ট রহস্যজনকভাবে সেই মূল তিন আসামীকে বাদ দেয়া হয়েছে :যুবদল সভাপতি

যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই ‘সঠিক পথ’ খুঁজে বের করতে হবে

বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার জঘন্য পরিণতি সোহাগ হত্যাকাণ্ড :বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

অমীমাংসিত কিছু বিষয়, শুল্কছাড় নিয়ে আবার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই -স্বরাষ্ট্র উপদেষ্টা

মূল্য যুদ্ধের অবসান ঘটাতে পদক্ষেপ নিচ্ছে চীন

রূপগঞ্জে ৩৪ বছর পর মসজিদের ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করল গ্রামবাসী

বন্দরে বিএনপি নেতাদের চাঁদা না দেয়ায় মসজিদের বালু ভরাট কাজ বন্ধ

পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট

দুই হত্যার প্রাপ্ত টাকা মসজিদে দান করে দেয় র্যাব কর্মকর্তা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

টাকা পয়সার সঙ্গে জামা জুতাও নিয়ে যায় ছিনতাইকারী