দুবাইয়ে কোরআনিক পার্কে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী
দুবাইয়ে পর্যটকদের প্রান জুড়ায় দৃষ্টিনন্দন অপূর্ব কোরআনিক পার্ক। মহিমান্বিত মহাগ্রন্থ আল-কোরআনের নানা বিষ্ময়কর মহিমা নিয়ে দুবাইয়ের আল-খাওয়ানিজ এলাকায় পৃথিবীর প্রথম গড়ে তোলা দৃষ্টিনন্দন অনাবিল শান্তির এ পার্কটির স্পর্শ পেতে ঈদ বা অন্য কোন ছুটি ছাড়াও প্রতিদিন জমে ওঠে দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী। তেমনিভাবে গত শনিবার আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এ পার্কটিতে।সংগঠনের সভাপতি আজিমুল কদরের সভাপতিত্বে,...