টাইমস স্কয়ারে ইফতার আয়োজনে অন্যরকম মিলনমেলা
ইফতারের সময় এখনো বাকী। ইতোমধ্যে সারি সারি মানুষ বসে পড়লেন নামাজের কাতারের মতন। এমন দৃষ্টি সাধারনত বিরল টাইমস স্কয়ার এলাকায়। এ দৃশ্য দেশে অনেক অমুসলিমও হাঝির হন মুসলিমদের ইফতারে। তাদের মনে কৌতুহল জাগে এমন মেলবন্ধন কি করে সম্ভব। তাই নিজেরা অংশ নিয়ে বুঝতে চান ইসলামের সৌন্দর্য্য। এ যেন এক অন্যরকম মিলনমেলা।
জানা যায়, টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস...