বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না, একটার কমবে, একটার বাড়বে : অর্থ উপদেষ্টা
১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ এএম
এখন সরকারি ক্রয় কমিটির বৈঠক ঘন ঘন হয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ঘন ঘন ক্রয় কমিটির মিটিং করে অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি জিনিসপত্র ক্রয়ে দ্রুত অনুমোদন দেয়। এই সরকার মোটামুটি কর্মব্যস্ত, এটা তার একটা প্রমাণ। এতো ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি। তিনি বলেন, বাজারে আলুর দাম বাড়লেও, অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমারটা বলে না। বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না। বাজার এমন একটা জিনিস একটার দাম কমবে, একটার দাম বাড়বে।
গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বৈঠকে সভাপতিত্ব করেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা তাড়াতাড়ি প্রসেস করে, যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেয়। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি। তিনি বলেন, অনেকের মধ্যে একটি মিস কনসেপশন (ভুল ধারণা) আছে, সেটা বাণিজ্য উপদেষ্টা ক্লিয়ার করেছেন, প্রতি টনে সয়াবিন তেলের কত দাম বেড়েছে, ৩০-৪০ বছরে এতো দাম বাড়েনি। যাইহোক আন্তর্জাতিক বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। সব শ্রেণির নতুন সবগুলো বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে নবম, দশম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের অর্থ ছাড় দেয়া আছে। জেনারেল এডুকেশন প্লাস মাদরাসার। পাঠ্যবই আমরা দ্রুত চাচ্ছি। জানুয়ারির মধ্যে আমরা পাঠ্যবই করে ফেলতে বলেছি। চেষ্টা করবে, তবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো করে ফেলতে পারবে না।
শিক্ষার্থীরা ১ জানুয়ারি কি বই পাবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সভায় যেটা আমরা অনুমোদন দিয়েছি, সেটা তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। অনেক ব্যস্ত প্রেস, চেষ্টা করে যাচ্ছে। আপনারা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে না। এক সাংবাদিক এমন প্রশ্ন করলে তার উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, প্রভাব যে একেবারে নাই তা নয়। আপনারা খালি দেখেন আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলো যে সাশ্রয়ী হয়েছে। তিনি বলেন, আপনি বাজারে এক হাজার টাকা নিয়ে যান কোনাটার দাম বেশি হবে, কোনোটা কম হবে। প্রত্যেকটার দাম কমতে হবে, এটা ডিফিক্যাল্ট। বাজার এমন একটা জিনিস একটার দাম কমবে, একটার দাম বাড়বে। আজকে আমি বাজার করলাম, কালকে সকালে দেখব একটার দাম কমেছে, একটার দাম বেড়েছে। কমারটা তো বলে না, বাড়ারটা বলে।
১৯৬ কোটি টাকার পাম-সয়াবিন তেল কিনছে সরকার সভায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩৮ লাখ ১০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১ কোটি ১০ লাখ লিটার পাম অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৯৬ কোটি ৩৪ লাখ টাকা। প্রতি লিটার সয়াবিত তেলের দাম পড়বে ১৪০ টাকা এবং প্রতি লিটার পাম অয়েলের দাম পড়বে ১৩০ টাকা। এছাড়া ৯৫ কোটি ৯৭ লাখ টাকা দিয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে এই সয়াবিন তেল ও পাম অয়েল এবং নাবিল নবা ফুড লিমিটেড থেকে মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
১৬ হাজার ৭৩৫ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
৬ হাজার ২৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার অপরিশোধিত জ্বালানি তেল (ক্রড অয়েল) এবং ১০ হাজার ৭১০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড এবং দুবাই’র ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি এবং সউদী আরব’র সউদী এরাবিয়ান অয়েল কোম্পানি থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।
সিঙ্গাপুর থেকে ৭০৮ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনবে সরকার
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন বা দরপত্রের মাধ্যমে এক কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা। এ অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
তিন দেশ থেকে আসবে ১ লাখ ৩০ হাজার টন সার সউদী আরব, রাশিয়া ও মরক্কো থেকে এক লাখ ৩০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার, ৩০ হাজার টন এমওপি সার, ৪০ হাজার টন ডিএপি সার এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৬০ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার টাকা।
ফেনী নদীর ওপর হবে সেতু, ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন
স্থানীয় সরকার বিভাগ সোনাগাজী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর ওপর একটি সেতু নির্মাণ করবে। এ লক্ষ্যে ৬৩০ কোটি ২১ হাজার ২৭৮ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। পাশাপাশি সুনামগঞ্জের হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়নের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
হাসিনাকে এনে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের বিচার করতে হবে
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা
বাংলাদেশ ও ভারতের মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র
নতুন মামলায় গ্রেফতার আনিস-ফারুক খান-শমসের মবিনসহ ৯ জন
বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম
একমাত্র ইসলাম ধর্মই সারা পৃথিবী শাসন করার যোগ্যতা রাখে
অবৈধ ভারতীয়দের স্বদেশে ফেরত পাঠাতে হবে : গয়েশ্বর রায়
রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ
অভিযোগের এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে : ডিএমপি কমিশনার
আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ৩৫ কারখানা ছুটি
হাসিনার ন্যায় দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না
ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য : প্রিন্স
বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত
দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন: ভিসি ডা. শাহিনুল আলম
আরডিএল ‘সাগিরকা’র সঙ্গে যুক্ত হলেন দেশবরেণ্য স্থপতি রফিক আজম
শুধু স্লোগান নয়, অপতথ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান
মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও বিধিমালা বিষয়ে অবহিতকরন কর্মশালার উদ্বোধন
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা আমীর মুফতি রেজাউল করীম মহাসচিব ইউনুছ নির্বাচিত