আব্দুল হামিদের দেশত্যাগ : তদন্ত শুরু সহায়তাকারীরা এখনও বহাল তবিয়তে

Daily Inqilab সাখাওয়াত হোসেন

১৪ মে ২০২৫, ১২:৩১ এএম | আপডেট: ১৪ মে ২০২৫, ১২:৩১ এএম

এসবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের গ্রিন সিগন্যাল পেয়েই মাঠ পর্যায়ের কর্মকর্তা বা সদস্যরা সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং দেশত্যাগের সুযোগ করে দেন। বিষয়টি নিয়ে গঠিত দু’টি তদন্ত কমিটির সদস্যরা প্রাথমিক অবস্থায় এমন তথ্য পেয়েছেন। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এবং অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিক তদন্ত কাজ শুরু করেছেন। তারা ইমিগ্রেশন ও অন্যান্য সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছেন। একই সাথে আব্দুল হামিদ ইমিগ্রেশন সম্পন্ন করার সময় যে সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে তা আমলে নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে তদন্ত সংশ্লিস্ট্র সূত্রে জানা গেছে। গত ১০ মে দিনাজপুরে জেলা প্রশাসন কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন ঘিরে বিক্ষোভ শুরু করেন জুলাই আন্দোলনকারীরা। সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে দেশ ছাড়তে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আমিই চলে যাব।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর গত ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ। তার বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনায় গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আব্দুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে ‘চিকিৎসার জন্য’ যেতে দেওয়া হয়েছে। দুজন আত্মীয় তার সঙ্গে ছিলেন। সূত্র মতে, গ্রিন সিগন্যাল পেয়েই জুনিয়র কর্মকর্তা বা সদস্যরা আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং দেশত্যাগের সুযোগ দেন। অথচ সমালোচনার মুখে পুলিশের ‘অধস্তন সদস্যদের’ শাস্তির আওতায় আনা হয়েছে। নির্দেশ দাতারা এখনও বহাল তবিয়তে থাকায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।
সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, এখানে কারো না কারো সহযোগিতা-যোগসাজশ ছিল। পরিস্থিতি না বুঝেই বক্তব্য দেওয়া এবং পরে সমালোচনার মুখে অধস্তনদের শাস্তি দেওয়ার বিষয়টি ‘রোগ না বুঝে চিকিৎসা’ দেওয়ার মতো। আব্দুল হামিদের বিদেশ যাত্রার বিষয়টি চাউর হওয়ার পর চাপে পড়ে অন্তর্বর্তী সরকার ও পুলিশ প্রশাসন। চাপের মুখে দায়িত্বে গাফিলতির অভিযোগে ওইদিন সন্ধ্যায় দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সদরদপ্তর। এর মধ্যে দুজনকে প্রত্যাহার করা হয়, আর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা সদস্যরা হলেন- ওই রাতে বিমানবন্দরে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালন করা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। সাময়িক বরখাস্ত করা হয় কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) টিএসআই মো. সোলায়মানকে। ওই ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি সোমবার (১২ মে) থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- এসবির ডিআইজি মো. মনিরুজ্জামান ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মতিউর রহমান শেখ মঙ্গলবার ইনকিলাবকে বলেন, তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ করছে। এরই মধ্যে সংশ্লিস্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশত্যাগের নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের গঠিত কমিটির এক সদস্য বলেন, আমরা রোববার অফিসিয়ালি তদন্ত কমিটি গঠনের কাগজ পেয়েছি। তদন্তকাজ শুরু করেছি। বৈঠকও হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের বক্তব্যগুলো খতিয়ে দেখা হচ্ছে। এখানে ঊর্ধ্বতনদের দায় তো ছিলই। সেটা খোঁজা হচ্ছে। অধস্তনদের বিষয়টিও আমরা আমলে নিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, পুলিশের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে নিশ্চয়ই বিষয়টি স্পষ্ট হবে কাদের যোগসাজশ কিংবা সহযোগিতায় তিনি বিদেশ যেতে পারলেন। বিদেশযাত্রায় কিছু প্রসিডিউর আছে। নিশ্চয়ই সেটি মেনেই তিনি গেছেন। যদি সেটাই হয় তাহলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ইশারায় বা শুধু তাদের কথায় আব্দুল হামিদের মতো ভিভিআইপি নির্বিঘেœ চলে যেতে পারবেন, এটা মনে করার কোনো কারণ নেই। অনেক সময় এটা হয় যে অজান্তেই ঘটে, কিন্তু যোগসাজশ থাকে। এটা সাধারণ কোনো বিষয় নয়। এখানে নিশ্চয়ই আব্দুল হামিদের যাওয়ার বিষয়ে তাদের (প্রত্যাহার হওয়া সদস্যদের) কেউ না কেউ সংশ্লিষ্ট। রাষ্ট্রীয় অবস্থান থেকে এটা জানার কথা। যদি না জেনে থাকে তাহলে কেন জানে না, সেটাও ঊর্ধ্বতনদের ব্যর্থতা। নূর মোহাম্মদ বলেন, আলাপ-আলোচনা ও সমালোচনা হচ্ছে। যে কারণে হয়তো গাফিলতির অভিযোগ তুলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। কিন্তু এটা ছোট কোনো বিষয় নয়, ঊর্ধ্বতনরা জানবেন না! আর অধস্তনরা তো কারো নির্দেশনা পালন করেন। নির্দেশ তো কেউ না কেউ দিয়েছে।
অন্যদিকে, বিমানবন্দর দিয়ে আব্দুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন তা পর্যালোচনায় তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ কমিটিও এরই মধ্যে কাজ শুরু করেছে।
কমিটির কাজের পরিধিতে বলা হয়েছে, কমিটি সাবেক প্রেসিডেন্ট বিদেশ যাওয়ার প্রক্রিয়া বিশ্লেষণ করে তিনি কীভাবে বিমানবন্দর দিয়ে গেলেন তা পরীক্ষা করবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা ব্যত্যয় হয়েছে কি না, তাও খুঁজে বের করবে কমিটি। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া উচিত, সেই সুপারিশও করবে কমিটি। তদন্ত কাজে কমিটি প্রয়োজনীয় দলিলপত্র, যন্ত্রপাতি ও প্রমাণ চাইতে পারবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ নেওয়ার ক্ষমতা থাকবে। সব সংস্থা কমিটির নির্দেশনা পালন ও সহায়তা দিতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। এদিকে, আব্দুল হামিদের দেশত্যাগের পর ৮ মে ফেসবুকে এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম লেখেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হইছে। জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শনিবার থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ

শনিবার থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ

সাইবার হুমকি ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান

সাইবার হুমকি ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান

উন্নত চিকিৎসার জন্য তুরস্কে গেলেন জুলাই আন্দোলনে ৭ জন আহত

উন্নত চিকিৎসার জন্য তুরস্কে গেলেন জুলাই আন্দোলনে ৭ জন আহত

নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ইরানের এক ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইসরায়েলের বিয়ারশেবা

ইরানের এক ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইসরায়েলের বিয়ারশেবা

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ

ট্রাম্পের নেতৃত্বে আস্থা রাখার আহ্বান হোয়াইট হাউসের

ট্রাম্পের নেতৃত্বে আস্থা রাখার আহ্বান হোয়াইট হাউসের

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা শিক্ষক মাহমুদুল হক কারাগারে উত্তাল বেরোবি

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা শিক্ষক মাহমুদুল হক কারাগারে উত্তাল বেরোবি

পরমাণু ইস্যুতে রেড লাইন স্পষ্ট করল ইরান,আত্মমর্যাদায় আপস নয়

পরমাণু ইস্যুতে রেড লাইন স্পষ্ট করল ইরান,আত্মমর্যাদায় আপস নয়

পিএসজিকে হারিয়ে অচেনা বতাফোগোর বিশাল চমক

পিএসজিকে হারিয়ে অচেনা বতাফোগোর বিশাল চমক

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

সউদীতে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

সউদীতে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

৬০টি যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে বর্বরতা চালিয়েছে ইসরাইল

৬০টি যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে বর্বরতা চালিয়েছে ইসরাইল

ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে: আইডিএফ

ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে: আইডিএফ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই- মোহাম্মদ আইয়ুব খান

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই- মোহাম্মদ আইয়ুব খান

ব্যালেস্টিক মিসাইল ছুড়ে যে ভয়ংকর বার্তা দিলেন কিম জং উন!

ব্যালেস্টিক মিসাইল ছুড়ে যে ভয়ংকর বার্তা দিলেন কিম জং উন!

এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত

এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল