জানতে দেয়া হয়নি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত
২৩ মে ২০২৫, ১২:৪৪ এএম | আপডেট: ২৩ মে ২০২৫, ১২:৪৪ এএম

মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দু’দিন ব্যাপী বৈঠকের সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার জাতিকে জানতে দেয়া হয়নি। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশটিতে জনশক্তি রফতানি সংক্রান্ত আলোচনার ফলাফল গণমাধ্যমকে অবহিত করণের ঘোষণা দেয়া হলেও অজ্ঞাত কারণে গতকাল দু’দিনব্যাপী উভয় দেশের নেতৃবৃন্দের সিদ্ধান্ত না জানিয়ে একপ্রকার লুকোচুরির আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সফররত সাত সদস্য প্রতিনিধি দল গতকার রাতে ঢাকাত্যাগ করেছেন।
মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় এবার শ্রমিক নেবে সেটি নির্ধারণ করার জন্য ঢাকায় দুই দেশের মধ্যে অনুষ্ঠতি দুদিনের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের গুরুত্বপূর্ণ সভাটি গতকাল শেষ হয়েছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গনমাধ্যম কর্মীদের ব্রিফিং করার কথ ছিলো। কিন্ত নির্ধারিত সময়ের আধঘন্টা আগেই প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় থেকে এক ক্ষুদে বার্তা পাঠিয়ে সেই প্রেস কনফারেন্সটি বাতিল হওয়াার কথা জানানো হয় গণমাধ্যম কর্মীদের। যৌথ সভার ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভঁইয়া। অপরদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্বে দিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারী জেনারেল মোহাম্মদ শাহরিন বিন উমর। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান ছাড়াও দুই দেশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এক বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ হয়ে আছে। কূটনৈতিক তৎপরতায় শ্রমবাজারটি খোলার লক্ষ্য নিয়ে গত ১৫ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে ৩ সদস্যর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করে ১৬ মে দেশে ফিরে আসেন।
এদিকে ঢাকায় ২১ মে পূর্বনির্ধারিত দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অংশ নিতে ২০ মে রাতে মালয়েশিয়া থেকে ৭ সদস্যর একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন। পরদিন অর্থাৎ ২১ মে সকালে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় দুই দেশের মধ্যে যৌথ সভা। প্রথম দিনের বৈঠক শেষে শ্রমবাজার নিয়ে ফলপ্রুসু আলোচনা হওয়ার কথা জানানো হয়। গতকাল বৈঠকের শেষ দিনে আলোচনার পর কি কি সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয়ের জনসংযোগ বিভাগ থেকে আগেই একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়েছিলো। সেখানে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ২২ মে বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে হোটেলে ইন্টারকন্টিনেন্টালের বোর্ড রুম লবিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং বিষয়ে প্রেস ব্রিফিং করবেন। এমন আমন্ত্রন পেয়ে দেশের বিভিন্ন গনমাধ্যম থেকে সাংবাদিকরা ঘটানস্থলে যান। কিন্ত বেলা পৌণে ২টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের জনসংযোগ বিভাগ থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে শুধু বলা হয়, অনিবার্য কারণে প্রেস ব্রিফিং হবে না।
গতকাল রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্বশীল সূত্র গুলোর সাথে যোগাযোগ করা হলে তারা কেউ মুখ খুলছেন না। গতকাল বৃহস্পতিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাথে এ প্রসঙ্গে জানতে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্ত তিনি টেলিফোন রিসিভ করেননি। গতরাতে মালয়েশিয়া থেকে জনৈক একজন বলেন, এরআগের বার যখন সিন্ডিকেট গঠন করে কর্মী পাঠানো হয়েছিলো ওই সময়ও ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার পর গণমাধ্যমের সাথে আগত প্রতিনিধি দল কথা না বলে দেশে ফিরে যান। পরে সেখানে গিয়ে তারা তাদের গণমাধ্যমের কাছে পুরো বিষয়টি খুলে বলেছিলেন। এবারও তেমনটি হতে পারে বলে ধারনা করছেন। আবার এমনও হতে পারে বৈঠকে নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে কর্মী যাবে না-কি এবার সবাই শ্রমিক পাঠানোর ব্যবসা করতে পারবেন তা নিয়ে হতে পারে কোন জটিলতা তৈরীর আশংকায় গণমাধ্যমকে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে সাধারণ সদস্যরা বলছেন, দুই সরকারের মধ্যে থাকা এমওইউ চুক্তিটি পরিবর্তন করে হলেও সবার জন্য যেনো এবার মালয়েশিয়ার শ্রমবাজারটি উম্মুক্তের ব্যবস্থা করা হয় সেই দাবী করছেন তারা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দ্রুত গতিতে সঙ্কটের দিকে এগোচ্ছে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ রোববার দেশে আসছেন

বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবেনা : সেনবাগে জয়নুল আবেদীন ফারুক

ইরানি মিসাইলের ভয়ে হার্ট অ্যাটাক ইহুদি নারীর

বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি: আবুল হোসেন আজাদ

একসঙ্গে ২৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরাইলের

মানিকগঞ্জে মানবপাচার মামলায় স্বামী স্ত্রী গ্ৰেফতার

জবিসাসের ১৯তম বর্ষপূর্তি সাধারণ শিক্ষার্থীদের চাহিদাকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে : শহীদ উদ্দীন এ্যানি

রাজশাহীতে মহানবী (সা.)-এর বিদায় হজ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী নেতৃত্বই জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: অধ্যাপক আবদুল জব্বার

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

মির্জাপুর বসত বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

দ্বীন প্রতিষ্ঠায় ময়দানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে: ডা. শফিকুর রহমান

দোয়ারাবাজারে ছাত্রলীগ দুই কর্মী গ্রেফতার

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না: নূরুল ইসলাম বুলবুল

যাকাত অগ্রিম আদায় করা প্রসঙ্গে?

বিএনপির কাছে নিজেদের দলের লোকই নিরাপদ নয়-সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ ও সমৃদ্ধশালী হবে আগামীর বাংলাদেশ - শামসুর রহমান শিমুল বিশ্বাস

ছাগলনাইয়ায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হজযাত্রীর কোটা এক হাজারই বহাল রাখতে অনুরোধ ধর্ম উপদেষ্টার