আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ৩৫ কারখানা ছুটি
১২ ডিসেম্বর ২০২৪, ০১:০২ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০২ এএম
বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার দাবি জানিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মবিরতি পালন করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ঘটনায় অন্তত ৩৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে ৯টায় পর্যায়ক্রমে এসব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। এর মধ্যে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বান্ডো ডিজাইন কারখানাও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া হামীম ও নিট এশিয়ার শ্রমিকেরা এরইমধ্যে কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ আরো কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশ জানায়, শ্রমিকেরা বিশৃঙ্খলা বা ঝামেলা করছেন না। তবে বর্ধিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট না। তাদের ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবি। তাই শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। অনেক শ্রমিক আবার কারখানা থেকে বের হয়ে গেছেন।
এছাড়া কাজ বন্ধ করে শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় গতকালের ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে আরো কিছু কারখানা। যদিও এখন পর্যন্ত বন্ধ থাকা এ কারখানাগুলোর সঠিক সংখ্যা জানা যায়নি। তবে গত মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির মুখে আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দ বেপারী বিন্দু বলেন, সম্প্রতি ৪ শতাংশ ইনক্রিমেন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেছে সরকার। বছরের শুরুতেই এই ইনক্রিমেন্ট পাবে বলে জানা গেছে। সেজন্য শ্রমিকদের উচিত হবে কলের চাকা সচল রাখা এবং তৃতীয় পক্ষ কারো ফাঁদে পা না দেয়া।
দেশের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতিতে অবদান রাখা। যদি কোনো শ্রমিক উস্কানির ফাঁদে পা দেন তাহলে সেই দায়িত্ব তার নিজেরই নিতে হবে।
তিনি বলেন, দেশের শিল্প বাঁচাতে, দেশের শ্রমিক বাঁচাতে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তৃতীয় পক্ষ কারো প্ররোচনায় না পরে শ্রমিকরা স্ব স্ব প্রতিষ্ঠানে যোগদান করে কারখানার উৎপাদন অব্যাহত রাখবেন বলে শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
শিল্প পুলিশ-১-এর পরিচালক মো. মমিনুল ইসলাম ভুইয়া জানান, শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করায় অন্তত ৩৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা মূলত বর্ধিত বেতনে সন্তুষ্ট নন, তাই তারা কাজ বন্ধ করে বসে আছেন। তবে কোনো অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না, একটার কমবে, একটার বাড়বে : অর্থ উপদেষ্টা
হাসিনাকে এনে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের বিচার করতে হবে
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা
বাংলাদেশ ও ভারতের মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র
নতুন মামলায় গ্রেফতার আনিস-ফারুক খান-শমসের মবিনসহ ৯ জন
বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম
একমাত্র ইসলাম ধর্মই সারা পৃথিবী শাসন করার যোগ্যতা রাখে
অবৈধ ভারতীয়দের স্বদেশে ফেরত পাঠাতে হবে : গয়েশ্বর রায়
রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ
অভিযোগের এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে : ডিএমপি কমিশনার
হাসিনার ন্যায় দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না
ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য : প্রিন্স
বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত
দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন: ভিসি ডা. শাহিনুল আলম
আরডিএল ‘সাগিরকা’র সঙ্গে যুক্ত হলেন দেশবরেণ্য স্থপতি রফিক আজম
শুধু স্লোগান নয়, অপতথ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান
মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও বিধিমালা বিষয়ে অবহিতকরন কর্মশালার উদ্বোধন
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা আমীর মুফতি রেজাউল করীম মহাসচিব ইউনুছ নির্বাচিত