ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় ভ্রামমাণ আদালতে জরিমানা
২৩ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে চব্বিশ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটায় ইট তৈরির স্থাপনা স্কেভেটর দিয়ে চিমনিসহ ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়।
ঠাকুরগাঁও ও ঢাকার যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান।
ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত পাঁচটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এতে চারটি ইটভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা ও মেসার্স এম এ বি-০২ ও মেসার্স এম এ বি-০৩ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় ও সদরের বরুনাগাঁও অবস্থিত মেসার্স হিমালয় ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।
অভিযান ও জরিমানা আদায়কৃত ভাটাগুলো হলো—ঠাকুরগাঁও জেলা সদরের আকচা ইউনিয়নের বকসের হাট মেসার্স এম এ বি-ভাটা ০২ (৬ লাখ টাকা), মেসার্স এম এ বি-ভাটা ০৩ (৬ লাখ টাকা), দক্ষিণ বঠিনা অবস্থিত মেসার্স এইচ কে বি ভাটা (৬ লাখ টাকা) ও মেসার্স এস কে বি ভাটা (৬ লাখ টাকা)।
এম এ বি-ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকরা জানান, প্রায় দুইশ শ্রমিক এই ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে। আজ সকাল ১১টার দিকে প্রশাসনের লোকজন হুট করে এসে ভাটাগুলো ভাঙা শুরু করে। আমাদের কেউ কাজ বন্ধ রাখতে বলেনি। এসময় কাঁচা ইটগুলো স্কেভেটর মেশিন দিয়ে ভেঙে দেয় এবং ভাটা মালিককে প্রথমে ২৬ লাখ টাকা জরিমানা করে, পরে তা অর্ধেক করে ১২ লাখে আসে। পুরো টাকা দিতে না পারায় ভাটার ম্যানেজার ফারুককে তারা তুলে নিয়ে যায়। পরে টাকা পরিশোধ করে ম্যানেজারকে তারা ছেড়ে দেয়।
এ বিষয়ে ইটভাটা মালিকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে এম এ বি-২ ও ৩ এর ম্যানেজার ফারুক এনটিভি অনলাইনকে জানান, সকালে প্রশাসনের লোকজন এসে তাদের দুটি ভাটা এম এ বি-২ ও এম এ বি-৩ কে ১২ লাখ টাকা জরিমানা করে এবং কাঁচা ইট ও চিমনি ভেঙে দেয়। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। প্রথমে ২৬ লাখ টাকা জরিমানা করে পরে কথা বলে ১২ লাখ টাকা জরিমানা করে। জরিমানার সময় ১২ লাখ টাকা দিতে না পারায় প্রশাসনের লোকজন তাকে সঙ্গে নিয়ে যায়। পরে বাকি টাকা দিলে তারা তাকে ছেড়ে দেয়। তাদের তৈরি প্রায় পাঁচ লাখ কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে। তাদের দুই ভাটায় সব মিলে প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইটভাটায় কৃষি জমির উর্বর মাটির ব্যবহার কমানোসহ পরিবেশের ক্ষতিসাধন রোধে এবং বায়ু দূষণ কমাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শাপলা গনহত্যার বিচারের দাবীতে কাল সিলেটে শিবিরের মানব প্রাচীর

আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে কর্ণাটক ও বিহারে বিক্ষোভ

৫ মে শাপলা চত্বরে ৯৩ শহীদের তথ্য প্রকাশ করলো হেফাজতে ইসলাম

অর্থাভাবে জবিতে ভর্তি হতে না পারা শিক্ষার্থী মইনুলের পাশে শিবির

টানা ৬ ছক্কার রেকর্ডের পরও ১ রানের হার

সন্তানকে মাদরাসায় পড়ানোর মানত করে না পড়াতে চাওয়া প্রসঙ্গে।

কমিউনিটির ব্যাপক সাড়া নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো অনুষ্ঠিত

পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যা, স্ত্রী আহত

আইটিউনস শীর্ষে ব্যাকস্ট্রিট বয়েজ ও রাসকাল ফ্ল্যাটসের গান

রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে ঢাকার সব হোটেল, রেস্টুরেন্ট ও দোকান

বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা

‘ঈমান ও তাক্বওয়ার সাথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে’

ফর্ম নয়, অভিজ্ঞতার জোরেই দলে শান্ত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

চট্টগ্রাম ‘ফিটনেস সাগা’ উদ্বোধন

বীভৎস অবতারে ধরা দিলেন মোশাররফ করিম

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক