করিডোর নিয়ে গোটা দেশের মানুষ ক্ষুব্ধ, বিপন্ন হতে পারে সার্বভৌমত্ব: দরকার জাতীয় ঐক্য
১৩ মে ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ১৩ মে ২০২৫, ১২:২৬ এএম

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেছেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারবাসীর অবস্থা এমনিতেই ভয়াবহ। এর মধ্যে করিডোর দেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “রোহিঙ্গা সমস্যার সমাধান না করে কোন যুক্তিতে করিডোর দেওয়া হচ্ছে? এ বিষয়ে জাতীয় ঐকমত্য আছে কি না? জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কী বলছে?”
জনাব কাজল বলেন, রোহিঙ্গা সমস্যা নতুন নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে রোহিঙ্গারা নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তখন জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে এবং রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করে এক বছরের মধ্যেই প্রায় ৯০ শতাংশ রোহিঙ্গা নিজ দেশে ফিরে গিয়েছিল।
তিনি বলেন, করিডোর প্রসঙ্গ উঠতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, এটি সংকট সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশ আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে পারে। আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, করিডোরের সঙ্গে ‘মানবিক’ শব্দ যুক্ত করা হয়েছে হয়তো আমাদের প্রভাবিত করার জন্য। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া করিডোরের চিন্তাই দূরভিসন্ধিমূলক মনে হচ্ছে।
আরাকান আর্মি প্রসঙ্গে লুৎফুর রহমান কাজল বলেন, “আরাকান আর্মি কি মিয়ানমার স্বাধীন করেছে? তাদের সঙ্গে করিডোর নিয়ে কথা বলা কেন প্রয়োজন হবে? বরং তাদের অর্থ ও অস্ত্রের যোগান বন্ধ করে দিলে রোহিঙ্গারা স্বদেশে ফিরতে রাজি হবে।”
সোমবার কক্সবাজারের হোটেল শৈবালের সম্মেলন কক্ষে 'রোহিঙ্গা সংকট ও মানবিক করিডোর' শীর্ষক নাগরিক ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটি। সভায় সভাপতিত্ব করেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা কমিটির সভাপতি আলহাজ মো. আবদুস শুক্কুর সিআইপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া। আলোচনা করেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) আশরাফ আল দীন। বিশেষ অতিথি ছিলেন কমিটির নির্বাহী চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান ও কো-চেয়ারম্যান কবি এটিএম ফারুক আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন কমিটির মহাসচিব ও পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন কমিটির কো-চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস হাসান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সমন্বয়ক এম ইউ আর মাসুদ।
মূল প্রবন্ধে প্রফেসর ইউনুস হাসান চৌধুরী বলেন, “সরকারের করিডোর দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। আরাকান আর্মি একটি সশস্ত্র গোষ্ঠী। তাদের সঙ্গে কোনো নীতিগত আলোচনা গ্রহণযোগ্য নয়। করিডোর ইস্যুতে কক্সবাজারসহ সারাদেশে ক্ষোভ তৈরি হয়েছে। এ সংকট নিরসনে জাতীয় ঐকমত্য গঠন করা জরুরি।”
স্বাগত বক্তব্যে গফুর উদ্দিন চৌধুরী বলেন, “আমরা বরাবরই রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে। কিন্তু এনজিও সংস্থাগুলো এ বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। স্থানীয়রা অতীতেও সরকারকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবে।”
তিনি আরও বলেন, “উখিয়া-টেকনাফে বিশাল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে, যার ফলে পরিবেশ, আইন-শৃঙ্খলা ও জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। করিডোর দেওয়া হলে আমাদের মাতৃভূমি হাতছাড়া হয়ে যেতে পারে।”
তিনি বলেন, “আরাকান আর্মি বাংলাদেশের টাকায় অস্ত্র কিনছে, যা আমাদের জন্য মারাত্মক হুমকি। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া কোনো ধরনের করিডোর মেনে নেওয়া হবে না।”
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

অর্থনীতিতে কালো মেঘ

ড. দেবাশীষ পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সদস্য (ভৌত বিজ্ঞান) নিযুক্ত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান ও জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে : রাশেদ প্রধান

পুলিশকে ছুরিকাঘাত করা ও হত্যাসহ ১২ মামলার আসামি তানভীর আটক

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আজহারুল ইসলামের মৃত্যুতে ভিসি’র শোক প্রকাশ

৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে : এ্যানি

সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদত্যাগ

অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও প্রতিবাদ সমাবেশ

আদাবর ও মোহাম্মদপুরে ডাকাতি-ছিনতাইসহ কিশোর গ্যাংয়ের ২৭ জন গ্রেফতার

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৫

আগামীকাল ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

ভারতীয় নীতিনির্ধারকরা আ.লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্র করছে : রিজভী

এক লাখ ৮ হাজার বাংলাদেশি ২০২৪ সালেই বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট : সারজিস আলম

নয় বছরেও অধরা তনু হত্যাকাণ্ডে জড়িতরা

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে ভারতীয় শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জ-৩ আসন : নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

বিএনপির কাছে নিজেদের দলের লোকই নিরাপদ নয় -রংপুরে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম