গ্রামীণ কিশোর-কিশোরীদের উন্নত পুষ্টি বিষয়ক ক্ষমতায়ন ঘটছে
০৩ মে ২০২৩, ০৫:৫৪ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ০৫:৫৪ পিএম
ইউএসএআইডি’র ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি বুধবার (৩ মে) ইডেন বলরুম, আমারি হোটেল, ঢাকা, বাংলাদেশ-এ ‘উন্নত পুষ্টি, নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি আচরণ উন্নয়নের জন্য কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক জাতীয় একটি জাতীয় কর্মশালার আয়োজন করে। ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প যা অ্যাবটঅ্যাসোসিয়েটস দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামীণ পরিবারের সদস্যদের, বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী, বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীদের এবং কিশোর-কিশোরীদের পুষ্টি পরিস্থিতির উন্নতি সাধন। তাই, নিউট্রিশন অ্যাক্টিভিটি গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে জীবন দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব এবং অ্যাডভোকেসি করার দক্ষতা, লিঙ্গ সমতা, পুষ্টি, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি বিষয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে কিশোর ও কিশোরীদের উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে। এপ্রিল ২০২১ থেকে ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি সাতটি জেলার ৮০টি স্কুলের সাথে কাজ করছে। ডিসেম্বর ২০২২ পর্যন্ত ১৬০ জন স্কুল শিক্ষক এবং ১৭,৮৯৭ জন কিশোর-কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক জ্ঞান বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই প্রশিক্ষিত কিশোর-কিশোরীদের মাধ্যমে আরো ১৩,০০০ মানুষকে উন্নত পুষ্টি ও নিরাপদ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে।
কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগটিকে আরো বেশি সংখ্যক জেলা ও বিদ্যালয়ে স¤প্রসারণ করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে জাতীয় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর সহায়তায় এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানসম‚হের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গ্রামীণ স্কুলগুলির সাথে কাজ করার যে মডেল বাস্তবায়ন করেছে তা উপস্থাপন করে। মডেলটি শুধু স্বল্পমেয়াদী পুষ্টি এবং নিরাপদ স্বাস্থ্যবিধির আচরণগুলিকে নিশ্চিত করে না বরং স্কুল এবং কমিউনিটির দীর্ঘমেয়াদী সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই কাঠামো তৈরি করে যা স্বাস্থ্যকর আচরণ অনুসরণের প্রচার অব্যাহত রাখে।
এছাড়াও, একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে সরকারি, বেসরকারি খাত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কিশোর-কিশোরী এবং গ্রামীণ স্কুলগুলোর বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, ইউএসএআইডি এবং অ্যাবট অ্যাসোসিয়েটসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা দেন এবং অনুষ্ঠান চলাকালীন তাঁদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মন্ত্রণালয় গ্রামীণ স্কুলগুলিকে শক্তিশালী করার জন্য সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ইউএসএআইডি-এর প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ শুধু দেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে না বরং ভবিষ্যতের বুদ্ধিদীপ্ত ও সুস্থ নেতা তৈরি করবে যারা দেশকে বৃহত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।
মুহাম্মদ খান, পরিচালক, ইকোনমিক গ্রোথ অফিস, ইউএসএআইডি বলেন, বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারদের একত্রিত করার মাধ্যমে, আমরা টেকসই মডেলের বাস্তবায়নকে উৎসাহিত করি যা পুষ্টি এবং স্বাস্থ্যবিধির ফলাফলগুলিকে শক্তিশালী করতে পারে এবং গ্রামীণ কিশোর-কিশোরীদের এবং তাদের পরিবারের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।
ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির মুখপাত্র এবং অ্যাবট অ্যাসোসিয়েটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যালিসন বেয়ার বলেন, আমরা বিশ্বাস করি যে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন গ্রামীণ বাংলাদেশে পুষ্টি এবং স্বাস্থ্যবিধি আচরণের উন্নতির চাবিকাঠি।
ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এবং ‘উন্নত পুষ্টি, নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি আচরণ উন্নয়নের জন্য কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্দোলনে গুলিবিদ্ধ পা থেকে ১১০ দিন পরে বের করা হলো বু্লেট
বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু তুলে ঝাড়খণ্ডে জিততে পারে নি বিজেপি, তবে মহারাষ্ট্রে বড় জয়
আবু সাঈদকে নিয়ে হাসিনার দাবি কতটুকু সত্য
বগুড়ায় কনসার্টের ভীড়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
অনলাইন জুয়ার প্রচারণায় বুবলী
রিংয়ে আমিনুল-সানজিদাদের উৎসব
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
আওয়ামী লীগকে কবর দিয়েছেন শেখ হাসিনা
রোচ-গ্রেভস জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ
মোমবাতি প্রজ্বলনে তাজরীন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ
সিসিকের সাবেক কাউন্সিলর ১৩ মামলার আসামী আ‘লীগ নেতা লায়েক গ্রেফতার
যার হাত ধরে পরীমনি এসেছিলেন চলচ্চিত্রে,তার মরণ দিনে করলেন খাসি জবাই
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হচ্ছে লেকের নাম, নতুন নাম ‘মুগ্ধ সরোবর’
সোনারগাঁয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
সেনবাগে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী
পঞ্চগড়ে সিন্ডিকেট ভাঙতে তেঁতুলিয়ায় ৫৫ টাকায় আলু বিক্রি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন