ফুটবল খেলায় অংশ নেয়ায় ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দিতে বিএবি’র চিঠি
১৩ জুন ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০২ এএম
ব্যাংকারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল খেলায় অংশ নেয়ায় বিশেষ বোনাস দিতে চিঠি দিয়েছে মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এতে খেলোয়াড় ও খেলার সঙ্গে যুক্ত সমন্বয়ক, টিম ব্যবস্থাপক ও কোচকে মূল বেতনের সমান একটি বিশেষ বোনাস দিতে বলা হয়েছে। আর অন্য কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের অর্ধেক বোনাস দিতে হবে। বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি সোমবার (১২ জুন) সব ব্যাংকের চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেয়। বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ উপলক্ষে ঘোষিত বিশেষ বোনাস প্রদান প্রসঙ্গে। চিঠিতে চেয়ারম্যান লেখেন, প্রথমবারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। গত ৯ জুন বাংলাদেশ আর্মি স্টোডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার প্রদান করেছেন। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তাদের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়। সে ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর পরার্শক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে (কো-অর্ডিনেটর, টিম ম্যানেজার ও কোচ) পুর্ণ বেসিকের সমপরিমাণ ‘বিশেষ একটি বোনাস’ এবং অন্য সব নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীকে একটি বেসিকের অর্ধেক পরিমাণ ‘বিশেষ অর্ধ বোনাস’ প্রদানের কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঘোষিত বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে অনুরোধ জানাচ্ছি। আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে-২০২৩ এ চ্যাম্পিয়ান হয় ইউনিয়ন ব্যাংক। বনানীর আর্মি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫০ লাখ টাকা এবং রানার্স-আপ দলকে ৪০ লাখ টাকা দেয়া হয়। এ ছাড়াও টুর্নামেন্টে তৃতীয় হওয়া গ্লোবাল ইসলামী ব্যাংক দল পায় ৩০ লাখ এবং চতুর্থ স্থান অর্জন করা সোশ্যাল ইসলামী ব্যাংক ২০ লাখ টাকার প্রাইজমানি পায়। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ১৩ মে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ৩৪টি দল এতে অংশ নেয়।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্বের সেরা ভবন
১ হাজার কর্মীর ভ্রমণ
ব্যায়াম করে বিপাকে অভিনেত্রী
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের করুণ হাল
টাকা-ডলারের বৈষম্য বিমান ভাড়ায়
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের
স্বেচ্ছাচারিতার ছড়ি ঘোরাচ্ছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে
১৬ লাখ টাকা বাকি খেয়ে উধাও কুবি ছাত্রলীগ, বিপাকে দোকান মালিকরা
এক পরিবারের রাজত্ব কায়েম করতে চেয়েছিল হাসিনা -রিজভী
ফ্যাসিবাদ চক্র অধরা
রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান আসামি করে আরো এক মামলা
ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
ভাতিজাকে হত্যার দায়ে গ্রেফতার চাচা
পশু ও কাঁচামালের বর্জ্যে ভরাট হচ্ছে নদ
আওয়ামী সরকার শুধু ফ্যাসিস্ট নয় তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট
সাগরে লঘুচাপ ঘনীভূত হতে পারে বাড়ছে কুয়াশা ও শীতের অনুভূতি
আন্দোলনে গুলিবিদ্ধ পা থেকে ১১০ দিন পরে বের করা হলো বু্লেট
বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু তুলে ঝাড়খণ্ডে জিততে পারে নি বিজেপি, তবে মহারাষ্ট্রে বড় জয়