অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই অভ্যুত্থানের ফলে বিশ্ববাসী আবারও দেখল মুক্তির জন্য, অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ কীভাবে আত্মত্যাগ করে। কীভাবে চেতনার সামগ্রিক ও সফল বিস্ফোরণের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে হয়। রক্তনদী পেরিয়ে তারুণ্যের প্রবল প্রাণশক্তিতে উদ্ভাসিত এই নতুন দিনে মানুষের আনন্দ-উচ্ছ্বাস যেমন প্রবল, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা-প্রত্যাশাও অনেক। ফ্যাসিস্ট সরকারের পতনে দীর্ঘদিনের দম বন্ধ হয়ে আসা জনজীবনে স্বস্তি ফিরে আসলেও দেশের প্রশাসন থেকে শুরু করে প্রায় প্রতিটি সেক্টর দুর্বৃত্তদের করায়াত্তে, যার ফলে বর্তমান সরকারের (অন্তর্বর্তীকালীন) সামনে অনেক বড় চ্যালেঞ্জ দেশকে সামগ্রিকভাবে দুর্নীতি আর অপশাসনের কবল থেকে মুক্ত করা এবং ভঙ্গুর অর্থনীতিকে আবার দাঁড় করানো। সাথে রয়েছে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন এবং দীর্ঘদিনের পুঞ্জিভূত জঞ্জাল সরিয়ে একটি স্বাভাবিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
ফ্যাসিস্ট সরকার পতনে দেশের ছাত্র-জনতা যেভাবে আন্দোলন করেছে প্রবাসীরাও নিজ-নিজ অবস্থান থেকে সাহস ও সহযোগিতা দিয়ে গেছে শত প্রতিকূলতার মাঝেও। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। বিশ্বের ১৭৪টি দেশে বর্তমানে ১ কোটিরও অধিক বাংলাদেশি অভিবাসী কর্মরত রয়েছে। প্রবাসে থাকা এসব বাংলাদেশি প্রতিনিয়ত রেমিট্যান্স পাঠিয়ে দেশের রিজার্ভ চাঙ্গা রাখে এবং দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। যুগের পর যুগ প্রবাসে জীবনযুদ্ধে লিপ্ত প্রবাসীরা দেশের মানুষের মতো আজকে আশাবাদী সুন্দর ও বৈষম্যহীন একটি রাষ্ট্রব্যবস্থার। রাষ্ট্র সংস্কারের এই নব প্রয়াসে প্রবাসীরাও আশায় বুক বাঁধছে, এবার হয়তো একটি সুন্দর, শোষণমুক্ত বাংলাদেশ উপহার পাওয়া যাবে এবং প্রবাসবান্ধব কিছু কার্যকর পদক্ষেপ এই সরকার নেবে। প্রবাসীদের জন্য অতীতের সরকারগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও তা অপ্রতুল এবং অনেক ক্ষেত্রেই প্রবাসীদের সমস্যা সমাধানে কিংবা জীবনমান উন্নয়নে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মতো নয়। সময় এসেছে অভিবাসন খাতে আমূল পরিবর্তন নিয়ে আসার। অভিভাসন খাতে সময়োপযোগী, প্রবাসবান্ধব, বাস্তবায়ন যোগ্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা গ্রহণ করা অতীব জরুরি। একজন প্রবাসী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু চাওয়া সংক্ষেপে তুলে ধরছি।
ঘুষহীন, প্রতিবন্ধকতাহীন, দ্রুত সময়ে এবং সঠিক তথ্য সম্বলিত পাসপোর্ট নিশ্চিত করা। উল্লেখ্য যে, অধিকাংশ প্রবাসী বাংলাদেশির বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের পাসপোর্টে ভুল তথ্য উল্লেখ করা হয়। সেটি নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সর্বেেক্ষত্রেই পরিলক্ষিত হয়, যা একজন প্রবাসীর জন্য মারাত্মক সমস্যা এবং বিড়ম্বনার বিষয়।
ভিসার ধরন, কর্মঘণ্টা, বেতন, কর্মপরিবেশ, ছুটি, বাসস্থান ইত্যাদি যেন পুরোপুরি নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়োগকারী প্রতিষ্ঠান বা কোম্পানি এবং অভিবাসী শ্রমিকদের মাঝখানে ভিসা ব্যবসায়ী, দালাল বা অন্য কোনো এজেন্ট যেন দুর্নীতি কিংবা প্রতারণার আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং প্রতারণার আশ্রয় নেয়া এজেন্সিগুলোকে জবাবদিহি ও আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা নিশ্চিত করা। অভিভাসন প্রক্রিয়াকে আরো সহজতর করা এবং অভিবাসন ব্যয় হ্রাস করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
বাজেটে অভিবাসন খাতে যথাযথ বরাদ্দ দেয়ার দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপদান করা এবং রাষ্ট্র সংস্কারের নীতি নির্ধারণে প্রবাসীদের প্রতিনিধিত্ব রাখা।
পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসকে জবাবদিহির আওতায় আনতে হবে। দূতাবাসের কার্যক্রমকে আরো গতিশীল, প্রবাসবান্ধব এবং নিরপেক্ষ করার ব্যবস্থা নেয়া জরুরি। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখে আসছি, যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকার বা দলের অনুগত বা মদদপুষ্ট ব্যক্তিবর্গ দূতাবাসের হর্তা-কর্তা হয়; ফলে সাধারণ প্রবাসীরা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয় বা সেবা পেতে গেলে দলীয় বিবেচনা বা দলীয় দালালদের মাধ্যমে অসদুপায়ে সেবা নিতে হয়। এসব অনিয়ম থেকে দূতাবাসগুলোকে মুক্ত করতে হবে এবং উপযুক্ত ও দেশপ্রেমিক কর্মকর্তা নিয়োগ দিতে হবে। দূতাবসাগুলোতে রাষ্ট্রদূত বা অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে যে দেশে নিয়োগ দেয়া হবে সেই দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন এবং সাথে আন্তর্জাতিক অভিবাসন আইন, মানব পাচার, কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে জ্ঞান রাখে এমন ব্যক্তিবর্গকে নিয়োগ দিলে প্রবাসীদের সমস্যা সমাধানে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহজ হবে।
প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই বাংলাদেশি অভিবাসীর সংখ্যা সর্বোচ্চ এবং অধিকাংশ অদক্ষ শ্রমিক। আমাদের এই ‘অদক্ষ শ্রমিক’ ব্র্যান্ড থেকে বেরিয়ে আসা দরকার। প্রবাসে আসার আগে প্রত্যেককে কোনো না কোনো একটি বিষয়ের কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। বিভিন্ন দেশের শ্রমবাজারের চাহিদা গবেষণা পূর্বক কোনো ধরনের যোগ্যতা ও প্রশিক্ষণ আমাদের দরকার সেরকম উপযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
বিপুল সংখ্যক নারী শ্রমিকের ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দূতাবাসগুলোর পরিষেবা এবং তদারকি বাড়ানো খুবই জরুরি। বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা প্রায় ২০ লাখ। অথচ, এই বিপুল সংখ্যক নারী শ্রমিকের দেখ-ভাল করার মতো উপযুক্ত জনবল ও কর্মকৌশল আমাদের দূতাবাসগুলোর নেই। তাই এই ব্যাপারে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রেমিট্যান্স পাঠানোর বৈধ চ্যানেলগুলোকে আরো গতিশীল, কার্যকর, নিরাপদ ও সহজতর করার উদ্যোগ নিতে হবে এবং রেমিট্যান্সের উপর প্রণোদনা আরো বাড়িয়ে ৪-৫ শতাংশ করা দরকার।
প্রবাসের নানান জটিলতায় অবৈধ হওয়া, কারাগারে বন্দি, অসুস্থ কিংবা দুর্ঘটনা বা রোগের কারণে মৃত্যুবরণকারী শ্রমিকদের জন্য দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে সর্বদা মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিপদগ্রস্ত বা মৃত্যুবরণকারী শ্রমিককে বিনা খরচে দ্রুত দেশে পাঠানোর এবং ক্ষতিপূরণ আদায়ের সকল ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে প্রকৃত অর্থেই প্রবাসীদের কল্যাণে কাজ করা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের অবসরকালীন সময়ের জন্য অবসর ভাতা চালু করতে হবে, যাতে করে জীবনের মূল্যবান সময়, শারীরিক সামর্থ্য সব শেষ করে দেশে আসার পর যেন কোনো প্রবাসীকে দুর্বিষহ জীবন কাটাতে না হয়।
আশাকরি, অন্তর্বর্তী সরকার হাজারো প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মাঝেও একটি সুন্দর, গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং কল্যাণমুখী শাসন ও রাষ্ট্রব্যবস্থা উপহার দেবে এবং প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো অভিবাসন প্রক্রিয়াকে ঢেলে সাজাবে।
লেখক: সৌদি প্রবাসী কবি ও প্রাবন্ধিক।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!
আওয়ামী শুধু ফ্যাসিস্ট নয়, তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট: মিয়া গোলাম পরওয়ার
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন
নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান
‘ফিফা ছিল খুবই দুর্বল, আমিই একে বিশাল প্রতিষ্ঠানে রূপান্তর করেছি’
ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন: রিজভী