গ্যাসের দাম বাড়ানো যাবে না
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
শিল্পখাতে আবারো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (পেট্রোবাংলা)। একলাফে গ্যাসের দাম আড়াইগুণ বৃদ্ধির প্রস্তাব সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে জমা দিয়েছে পেট্রোবাংলা। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, শিল্পখাতে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের বর্তমান দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করেছে সংস্থাটি। জ্বালানি খাতে ভর্তুকি সামাল দিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে এর আগে ২০২৩ সালের ১৮ জানুয়ারি জারি করা নির্বাহী আদেশে শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে তিন গুণ করা হয়। প্রতি ইউনিট গ্যাসের দাম বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা ও ক্ষুদ্র শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ক্যাপটিভে প্রতি ইউনিটের দাম ৩০ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়। তখন নিরবচ্ছিন্ন গ্যাসের আশ্বাস দিয়ে দাম তিনগুণ করা হলেও শিল্পমালিকরা তাদের চাহিদামতো গ্যাস কখনোই পাননি। বরং, গ্যাসের সংকট অনেকাংশেই বেড়েছে। ঢাকার আশেপাশের নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে গ্যাস সংকট বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে গ্যাস সংকটের কারণে ২০০ কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে আরও অন্তত ৩০০টি কারখনা। স্থাপিত অনেক কারখানা চালু করা যাচ্ছে না গ্যাস সংকটে, গ্যাস সরবরাহের নিশ্চয়তা না থাকায় বিনিয়োগকারীরা নতুন শিল্প স্থাপনেও আগ্রহ দেখাচ্ছেন না। ফলে একদিকে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে না কর্মসংস্থান। উল্টো যেসব কারখানা বন্ধ হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে। নতুন কর্মসংস্থানের বদলে দেশে বাড়ছে বেকারত্ব। এই অবস্থায় নতুন করে শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধি হবে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো। তার ওপর মূল্য বাড়লেই যে শিল্প-কারখানাগুলো চাহিদা মতো গ্যাস সরবরাহ পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। শিল্পের শোচনীয় অবস্থা আরো অবনতির দিকে যাবে। উৎপাদন কম হবে বলে, রপ্তানিও কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।
নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে দুই বছর আগে শিল্পে ১৫০ থেকে ১৭৮ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল গ্যাসের। গত বছরও কিছুটা দাম বাড়ানো হয়েছিল। কিন্তু দুই বছর পরও শিল্পে গ্যাস-সংকট কাটেনি। অনেক ক্ষেত্রে তা আরো বেড়েছে। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোর উল্লেখযোগ্য অংশ গ্যাসের উপর নির্ভরশীল। এখন শীতকাল বিদ্যুতের চাহিদা কম। তাই বিদ্যুৎপাদন খাতে গ্যাসের চাহিদাও কম। এই অবস্থার মধ্যেও সরকার বাসা-বাড়িতে প্রয়োজন মতো গ্যাস দিতে পারছে না। রাজধানীসহ অধিকাংশ এলাকায় রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না। রাজধানীর কোনো কোনো এলাকার গৃহিনীদের রান্না করতে হচ্ছে গভীর রাতে। রাতে রান্না করে রাখা খাবার দিনের তিন বেলা খেয়ে কাটাতে হচ্ছে পরিবারের সদস্যদের। কিন্তু যেসব বাসায় শিশু ও বয়স্ক মানুষজন আছে, তাদের পক্ষে তো সেটা সম্ভব হচ্ছে না। তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সরকারকে গ্যাসের নির্ধারিত বিল প্রতি মাসে পরিশোধ করার পরও বাধ্য হয়ে অনেকে অতিরিক্ত দামে সিলিন্ডার কিনছে। যাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না তাদের বৈদ্যুতিক হিটার বা অন্যকোনো বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন করতে না পারায় দিনের নির্দিষ্ট সময় ঘোষণা করে বন্ধ রাখতে হচ্ছে ফিলিং স্টেশনগুলো। শিল্পকারখানাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। শিল্পখাতে প্রয়োজন মতো গ্যাস দিতে পারছে না সরকার। নারায়ণগঞ্জের একজন নিট ওয়্যার ফ্যাক্টরির মালিক গণমাধ্যমকে বলেছেন, কারখানার একটি বার্নার চালু রাখতে যেখানে গ্যাসের চাপ ১৫ পিএসআই থাকতে হয়, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ২/৩ পিএসআই। এই অবস্থায় কারখানার সকল ডাইয়িং মেশিনগুলো অলস বসিয়ে রাখা ছাড়া উপায় থাকছে না। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। যে পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে সেগুলোর গুণগত মানও নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে শ্রমিকদের বেতনসহ অন্যান্য খরচ বসে থাকছে না। ফলে অনিবার্যভাবে উৎপাদন ব্যয় বাড়ছে। এর প্রভাব পড়ছে পণ্যের দামের উপর, বাড়ছে মূল্যস্ফীতি।
এ অবস্থায় নতুন করে শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানো হলে কোনোভাবেই সমস্যার সমাধান হবে না। কয়েক মাস পরেই গ্রীষ্মকাল আসছে। তখন বিদ্যুতের চাহিদা বাড়বে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদাও বাড়বে। তাতে অন্যান্য শিল্পখাতে গ্যাসের সংকট তীব্র হওয়ার আশঙ্কাই বেশি। ফলে শিল্পে যেসব বিনিয়োগ ও কর্মসংস্থান আছে তা আরো বেশি ঝুঁকির মুখে পড়বে। দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে যাবে। এতকিছুর পরও যেসব শিল্প টিকে থাকবে সেগুলোর উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি পাবে। কারণ, সরকার শিল্পখাতে গ্যাসের দাম বাড়ালেও সেটা শেষ পর্যন্ত বিনিয়োগকারীরা তাদের পকেট থেকে দেবেন না বরং উৎপাদিত পণ্যের মূল্য বাড়িয়ে ভোক্তাদের পকেট থেকেই তা উসুল করবেন। ফলে দেশের মানুষ নতুন করে মূল্যস্ফীতির চাপে পড়বে। এমনিতে অর্থনীতি নানা কারণে উচ্চ ঝুঁকিতে আছে। এখন গ্যাসের মূল্যবৃদ্ধি যোগ হলে সেই ঝুঁকি বাড়বে বৈ কমবে না। তাই পেট্রোবাংলার উচিত, ভর্তুকির অর্থের সংস্থানের সহজ উপায় গ্যাসের মূল্যবৃদ্ধির দিকে না গিয়ে বিকল্প উপায়গুলোর দিকে নজর দেওয়া। দুর্নীতি, অবৈধ সংযোগ, অপচয় ও সিস্টেম লস রোধ এবং গ্যাসক্ষেত্রগুলোতে সর্বোচ্চ মাত্রায় গ্যাস উত্তোলন ইত্যাদির মাধ্যমে গ্যাসের ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব। প্রয়োজনে সাময়িকভাবে এলপিজি আমদানিও করা যেতে পারে। আমরা প্রত্যাশা করব, গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনদুর্ভোগ বাড়ানোর পরিবর্তে পেট্রোবাংলা বিকল্পগুলোর দিকেই মনোযোগ বাড়াবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট