তবে কি চলচ্চিত্রের গন্ডি পেরিয়ে এবার ক্রিকেট অঙ্গনে রাজ করতে যাচ্ছেন শাকিব খান?
১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
যুগ যুগ ধরে বাংলা চলচ্চিত্রে জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম তারকা অভিনেতা সুপার স্টার শাকিব খান। দেশের পাশাপাশি অভিনয়ে খ্যাতি ছড়িয়েছেন ওপার বাংলাতেও। অন্যদিকে দশকের পর দশক ধরে ক্রিকেট অঙ্গনে শোভা বাড়িয়েছেন বাংলাদেশে ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। অবশেষে রুপালি জগতের গন্ডি পেরিয়ে ক্রিকেট পাড়ায় নাম লেখালেন হালের তুমুল জনপ্রিয় এই অভিনেতা।
আসন্ন বিপিএলের ১১তম আসরে ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাকিব খানের প্রতিষ্ঠান 'রিমার্ক হারলান'। ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস। সিনেমা নিয়ে ব্যস্ততার যেন শেষ নেই গুণী এই অভিনেতার। আগামী ১৫ ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। ইতোমধ্যে ‘দরদ’-এর টিজার নিয়ে শাকিব ভক্তদের মাতামাতি ছুঁয়ে গেছে শাকিবকেও। অন্যদিকে আরেক সিনেমা ‘বরবাদ’-এর শুটিংয়ের জন্য শীঘ্রই মুম্বাই যাচ্ছেন তিনি। এর মধ্যেই ১৪ ই অক্টোবর সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের হয়ে জ্যোতি ছড়িয়েছেন কিং খান।
ড্রাফট অনুষ্ঠানে সবার মনোযোগ কেড়ে নিয়েছেন রুপালি জগতের এই সুপার স্টার। ক্যামেরাম্যানও যেন বারংবার লেন্স ঘুরিয়ে প্রিয় অভিনেতাকেই দেখছিল। অনুষ্ঠানে আসা ক্রিকেটার, কর্মকর্তারাও যেন শাকিবের সাথে ক্যামেরায় ফ্রেম-বন্দী হওয়ার সুযোগটি কোনভাবেই মিস করতে চাননি।
অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো আজ। আমি সব সময় চেয়েছি ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এক সঙ্গে চলতে পারে সেই উত্তর খুঁজতে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে এক মহাকাব্য।’
এ বিষয়ে তিনি আরও বলেন, 'আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের'।
দল কেনার ঘোষণার পর থেকে দেশ ও দেশের বাইরে থেকে দারণ সাড়া পাচ্ছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’
ক্রিকেটার সাকিব আর অভিনেতা শাকিব একই দলে থাকলে ক্যামেস্ট্রিটা আরও জমতো কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি যেমন বলছেন দুজন এক দলে থাকলে ভালো হতো, অনেকে আবার উল্টোটা বলছে, দুজনকে দুই জায়গায় দেখা যাবে। বিষয়টা খুব আনন্দের হবে। দেখতে আরও খুব ভালো লাগবে।
দল নিয়ে শাকিব কতটা আশাবাদী এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'যেরকম উচ্ছ্বাস দেখেছি, আমাদের মনে হয়েছে প্রথমবার বিপিএলে যেরকম উচ্ছ্বাস দেখেছিলাম সেরকমই উচ্ছ্বাস সবার মধ্যে—ইয়েস এবার হবে খেলা!'
বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকতে চায় শাকিবের প্রতিষ্ঠান রিমার্ক হারলান। কথা প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’
বিপিএল কি তার অতীত ঐতিহ্য ফিরে পাবে সাংবাদিকদের এমন প্রশ্নে শাকিব বলেন, ‘ড্রাফটে বসে আমরা যখন চূড়ান্ত সমীকরণ মিলাচ্ছিলাম, তখন বিভিন্ন গণমাধ্যমে যেভাবে খবরগুলো এসেছে, যেরকম উচ্ছ্বাস দেখেছি, আমাদের মনে হয়েছে প্রথমবার বিপিএলে যেরকম উচ্ছ্বাস দেখেছিলাম সেরকমই উচ্ছ্বাস সবার মধ্যে—ইয়েস এবার হবে খেলা!’
পরিপাটিভাবে প্লেয়ার্স ড্রাফট আয়োজনের জন্য শাকিব বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এবারের বিপিএল এই টুর্নামেন্টটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং মাঠের লড়াইয়ে থাকবে টান টান উত্তেজনা,দুষ্টু-মিষ্টি লড়াই যাকে বলে।
এসময় একজন সাংবাদিক শাকিবকে প্রশ্ন করেন, তা এমন দুষ্টু-মিষ্টি লড়াইয়ের জন্য ঢাকা ক্যাপিটালস দলটা কেমন হলো? প্রত্যুত্তরে শাকিব সাংবাদিককে উল্টো প্রশ্ন করে বলেন, ‘আপনার কি মনে হয়েছে? নাম্বার ওয়ান হয়েছে তো?
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জমিয়ত সভাপতি রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক
অনুপ্রবেশ তত্ত্বে কাজ হল না, ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া
পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে গেছে; মাওলানা শাহজাহান আল মাদানী
পঞ্চম কিস্তি আসতে চলছে জনপ্রিয় সিরিজ 'আউটার ব্যাংকস' এর, কি আছে সিরিজটিতে?
জয়সোয়ালের রেকর্ডে পার্থে ভারতের দাপুটে দিন
ভোটবাক্স বোঝালো মমতাতেই ভরসা বাংলার
সংসদে আরও এক গান্ধী, অভিষেকেই বড় জয়ের পথে প্রিয়াঙ্কা
ছ’মাসেই পুরো বদল! মহারাষ্ট্রে ঝড় বিজেপির
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ
জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গণ-আন্দোলনে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে : সারজিস আলম
অনুমোদিত ৩৫০% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরন করল ওয়ালটন
আমতলীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। আহত -২
শিবালয়ে পরকিয়া প্রেমের বলি নুরজাহান ৪দিন পর পাষ-প্রেমিক আলিফ গ্রেফতার
ভূঞাপুর শহরের প্রাণকেন্দ্রে ময়লা-আবর্জনার ভাগার
শাহজাহান ওমরের বিরুদ্ধে আরও এক মামলা
ধর্মগ্রন্থের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো - বিটিভি মহা পরিচালক
নেতানিয়াহুকে গ্রেপ্তারে ‘প্রস্তুত’ ইউরোপের যে ৭টি দেশ
প্রথম বার চার দরজার বিলাসবহুল গাড়ি আনছে জাগুয়ার