অভিনেত্রী তাসনিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
০১ এপ্রিল ২০২৩, ০৮:২৯ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম
অভিনয়ের নতুন মুখ তাসনিয়া রহমান। কিছু চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি মুখ দেখিয়েছেন ওয়েব সিরিজেও। ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজে ছোট একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন। এবার সেই নবাগতার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেল। ওইসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের ফাঁসিয়ে মামলা এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছেন তাসনিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক নেতা জানিয়েছেন, তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে গুলশান থানায় করা সাধারণ ডায়েরির একটি অংশে তিনি অভিযোগ করেছিলেন, তার সাবেক স্ত্রী অভিনয় করতে ইচ্ছুক তাসনিয়া নামের এক মেয়েকে সিনেমার নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বিভিন্ন মহলে নিয়ে যান।
দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদনে এমন একটি ইংগিতপুর্ণ তথ্য আসার পর শোবিজ অঙ্গণ বিশেষ করে এফডিসিতে কানাঘুষা শুরু হয়, কে এই তাসনিয়া? খোঁজ নিতে গিয়ে জানা গেল, সেই তাসনিয়াই নানা প্রতারণার অভিযোগে অভিযুক্ত। রহস্যময় তার ফেসবুক প্রোফাইলও। ফেসবুকে তার নির্দিষ্ট পেশা উল্লেখ না থাকলেও তিনি নিজেকে মডেল ও চিত্রনায়িকা দাবি করেন। উল্লেখযোগ্য কোনো কাজ বা দৃশ্যমান আয় না থাকলেও ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি অডি এবং মার্সেডিজের মত বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ান। যা বেশ প্রশ্নের জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রযোজক আরও বলেন, ‘ও একজন প্রতারক। অনেককেই সে ফাঁসিয়েছে। অনেকটা সাইকোর মতো।’
কিছুদিন আগে দেশের আরেক আলোচিত সমালোচিত মডেল-উপস্থাপিকার সঙ্গে নিজের কথোপকথন ফাঁস করেছিলেন তাসনিয়া। সেখান থেকে জানা যায়, ওই উপস্থাপিকা তার স্বামীর সঙ্গে তাসনিয়ার পরকীয়ার অভিযোগ তুলেছেন। সে নিয়ে দুজনের মধ্যে চলে বাগবিতণ্ডা। সে সময় ওই উপস্থাপিকার সঙ্গে তর্কে জড়ালেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেননি তাসনিয়া। ওই উপস্থাপিকাকে বাংলাদেশে আসলে দেখে নেয়ার হুমকিও দেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
এদিকে ফেসবুক কভারে তাসনিয়া যার সঙ্গে ছবি দিয়ে রেখেছেন তিনি একজন ব্যবসায়ী এবং এফবিসিসিআই- এর সাবেক পরিচালক। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনিও তাসনিয়ার জালে ফেঁসেছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এই বিতর্কিত মডেল-অভিনেত্রী। তবে আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী নির্দোষ প্রমাণিত হন। মামলায় জিততে না পেরে তাসনিয়া তাকে সামাজিকভাবে হেয় করতেই নিজের সঙ্গে তার ছবি এখনো ফেসবুকের কভারে ব্যবহার করছেন বলে ব্যবসায়ীর ঘনিষ্ঠ সূত্র দাবি করছে। ওই ব্যবসায়ী এ বিষয়ে আইনি সহায়তা নেবেন বলেও জানা গেছে।
এখানেই শেষ নয়। শোবিজে প্রতারণার আরও কিছু অভিযোগ উঠেছে তাসনিয়ার বিরুদ্ধে। কয়েক বছর আগে তাসনিয়ার ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন এক আইটি ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর সঙ্গে লিভ টুগেদার করতেন তাসনিয়া। পরবর্তীতে বিবাহিত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগে মামলা করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। নেগোসিয়েশনের নামে কিছুদিন সময়ক্ষেপন করে ওই ব্যবসায়ী আমেরিকায় পাড়ি দিয়ে বাঁচেন।
তবে সম্প্রতি অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে আরও এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়ে তার স্ত্রীর কাছে ধরা পড়ার পর। ওই ব্যবসায়ীর স্ত্রী গণমাধ্যমে তাসনিয়ার বিরুদ্ধে নানা তথ্যপ্রমাণ পাঠিয়ে জানান, তার স্বামীর সঙ্গে তাসনিয়া অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি জানতে পেরে পারিবারিক চাপে তাকে ছাড়তে রাজি হন ওই ব্যবসায়ী। এতে ক্ষিপ্ত হয়ে তাসনিয়া তার কাছে মোটা অঙ্কের টাকা চান। অন্যথায় মিডিয়ার কাছে ওই ব্যবসায়ীর পরিচয় প্রকাশ করার হুমকি দেন। এ ঘটনায় তাসনিয়ার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ওই ব্যবসায়ীর স্ত্রী।
এদিকে এতসব অভিযোগের বিষয়ে তাসনিয়াও মুখ খুলেছেন গণমাধ্যমে। তার দাবি, ‘সব ষড়যন্ত্র। কেউ যদি প্রমাণ দেখাতে পারে কারও কাছ থেকে টাকা নিয়েছি তাহলে অভিযোগগুলো মাথা পেতে নেব। আমি মুদি দোকানেও বাকি রাখি না। কারণ আল্লাহ না করুক যে কোনো সময় আমি মারা যেতে পারি। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাব।’ বৃহস্পতিবার (৩০ মার্চ) ফেসবুকে লাইভে এসে তাসনিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন। সেখানে নিজেকে ‘খারাপ’ দাবি করে নানা রকম আক্ষেপ ও নানাজনের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা