রক্তে গ্লুকোজ কমে মৃত্যু হয়
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম
হঠাৎ করে যদি ডায়াবেটিসের রোগী অজ্ঞান হয়ে যায় তবে সর্বপ্রথম হাইপোগ্লাইসেমিয়ার কথা মাথায় রাখা উচিত। হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ কমে যাওয়া। ডায়াবেটিকদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। হঠাৎ করে গ্লুকোজের পরিমাণ কমে গিয়ে বিপত্তির সৃষ্টি হয়। এ সময় যদি সঠিক চিকিৎসা না করা হয় তবে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া হলে রক্তে গ্লুকোজের পরিমাণ ২.৫ মিলিমোল/লিটার এর কম হয়ে যায়।
হাইপোগ্লাইসেমিয়ার অনেক কারণ আছে। তবে সাধারণ কিছু কারণ আছে যার জন্য হাইপোগ্লাইসেমিয়া বেশি হয়। যেমন :
১। অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা।
২। কোন বেলার খাবার না খাওয়া বা খেতে ভুলে যাওয়া।
৩। ইনসুলিনের ডোজ বেশি নেয়া।
৪। মুখে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ বেশি খাওয়া।
৫। এলকোহল।
৬। লিভার ও কিডনীতে সমস্যা থাকলে।
এসব কারণে হাইপোগ্লাইসেমিয়া বেশি হয়। হাইপোগ্লাইসেমিয়াকে মৃদু, মধ্যম ও তীব্র ধরনের এভাবে ভাগ করা হয়। সবচেয়ে বিপদজনক তীব্র হাইপোগ্লাইসেমিয়া। তীব্র হাইপোগ্লাইসেমিয়ার দ্রুত চিকিৎসা করা না হলে মৃত্যুও ঘটতে পারে।
হাইপোগ্লাইসেমিয়ার রোগীদের বিভিন্ন উপসর্গ দেখা যায় :
১। অস্বস্তিবোধ।
২। অস্থিরতা।
৩। ঘাম হওয়া।
৪। বমিভাব, বমি।
৫। বুক ধড়ফড় করা।
৬। বিভ্রান্তি।
৭। জ্ঞান হারিয়ে ফেলা।
৮। তন্দ্রাভাব।
৯। অস্পষ্টভাবে কথা বলা।
১০। মাথাব্যথা।
১১। হঠাৎ ক্ষুধা লাগা।
১২। হঠাৎ ভাবাবেগ বা আচরণের পরিবর্তন।
১৩। হাত পা কাঁপা।
১৪। খিঁচুনি।
১৫। চোখে দেখতে সমস্যা হওয়া ইত্যাদি।
তবে সব রোগীরই যে একরকম লক্ষণ থাকবে তা নয়। হাইপোগ্লাইসেমিয়ার তীব্রতার উপর ভিত্তি করে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। ঘুমের মধ্যেও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এক্ষেত্রে রোগীরা অতিরিক্ত স্বপ্ন দেখে, ঘাম হয়, কাঁপাতে থাকে এবং সকালে ঘুম থেকে উঠার পর বিভিন্ন সমস্যার শিকার হন।
রোগ নির্ণয় যেভাবে:
হাইপোগ্লাইসেমিয়া নির্ণয় করা সহজ। একজন ডায়াবেটিকের উপরোক্ত লক্ষণ দেখা গেলে প্রথমেই হাইপোগ্লাইসেমিয়া সন্দেহ করা উচিত। চিকিৎসাও শুরু করা উচিত দ্রুত। রক্তের গ্লুকোজ মাপলে অনেক কম পাওয়া যাবে। আজকাল বাড়িতেই রক্তের গ্লুকোজ মাপা যায়। ডায়াবেটিকদের গ্লুকোমিটার বাসাতে রাখা উচিত। তাহলে সহজেই দ্রুত ডায়াগনসিস করা যাবে।
চিকিৎসা বাসায়ই শুরু করুন: হাইপোগ্লাইসেমিয়া নির্ণয় করতে পারলে সাথে সাথে গ্লুকোজ বা চিনি জাতীয় খাবার দিতে হবে। চিনি বা গ্লুুকোজের শরবত, মিষ্টি, ড্রিংকস্, ফলের রস, চকলেট ইত্যাদি দেয়া যায়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আবার রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে হবে। তখন যদি গ্লুকোজের মাত্রা কম থাকে আবার উপরোক্ত খাবার দিতে হবে। অতিদ্রুত রোগীকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। অনেক সময় বাসায় বা আশেপাশে পরীক্ষার ব্যবস্থা থাকে না। তখন দ্রুত নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেতে হবে। তবে নিয়ে যাবার আগে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার দেয়া উচিত।
তীব্র হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা কখনই বাসাতে করা যাবে না। তীব্র হাইপোগ্লাইসেমিয়ার রোগীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। গ্লুকাগন ইনজেকশন মাংসে দিলে দ্রুত রক্তের গ্লুুকোজ বেড়ে যায়। শিরায় গ্লুকোজ দিলে রোগী দ্রুত আরাম পায়। রোগী যদি অজ্ঞান থাকে তবে শিরায় গ্লুকোজ দিলে দ্রুত ভাল হয়ে উঠে।
ডায়াবেটিক রোগীদের যেকোন সময় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই সবারই এ বিষয়ে ধারণা থাকা দরকার। চিকিৎসকের উচিত ডায়াবেটিক রোগীদের বিষয়টি সময় নিয়ে ভালভাবে বুঝিয়ে দেয়া। রোগীর আত্মীয়স্বজনকেও বিষয়টি বুঝিয়ে দিতে হবে। ডায়াবেটিক রোগীদের বাসায় গ্লুকোমিটার অবশ্যই রাখা উচিত। গ্রামের বাড়িতেও এটা ব্যবহার করা যায়, গ্লুকোমিটারের দাম বেশি নয় এবং এর ব্যবহারও খুব সহজ।
ডা. মো. ফজলুল কবির পাভেল
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আছেন জেসি
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কার হওয়া ৩৯ নেতা
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলায় যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান সাময়িক বহিষ্কার
নাইম-শহিদুলের ফিফটি
শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে
কিনব্রিজের ঐতিহাসিক ঘড়ির সামনে ট্রফি উন্মোচন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
ঝিনাইদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিলেট-রংপুর ম্যাচে বোলারদের দাপট
শেরপুরে চাকরির প্রলোভনে পাহাড়ে এনে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা: আটক ৫
প্রায় ৬ বছর পরে হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে
জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের রুখে দিবে: মাহবুবের রহমান শামীম
আরও ১৪ জেলায় নতুন ডিসি
গৌরনদীতে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা জামায়াতের প্রার্থীর
শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তপ্ত ময়মনসিংহ ,দুই পক্ষের ধাওয়া–ভাঙচুরে ছাত্রদল নেতা আবিদ নিহত
ময়মনসিংহ–তারাকান্দা সড়ক এখন ছিনতাইকারীদের রাজত্ব— রাত হলেই শুরু হয় ছিনতাই
আটক ইসরায়েলি সাবেক সেনা প্রসিকিউটরের আত্মহত্যা চেষ্টা
সড়ক দূর্ঘটনা রোধে রামপালে জামায়েতে ইসলামীর মানববন্ধন
