দৌলতখানে ভর্তুকি মূল্যের সার পেতে কৃষকের ভোগান্তি
১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ভোলার দৌলতখানে সরকারের ভর্তুকিমূল্যের সার ও বীজ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। স্থানীয় কৃষকদের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে বিসিআইসি ডিলার নিয়োগ করা হলেও ডিলাররা সংশ্লিষ্ট ইউনিয়নে সার বিক্রি করছেন না। বেশিরভাগ ডিলার পৌরশহর কিংবা ইউনিয়নের বাইরের কোন বাজারে গোডাউন নিয়ে সার ও বীজ বিক্রি করছেন। এতে সার ও বীজ পেতে দুর্ভোগে পড়তে হয় কৃষকদের।
উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা যায়, কৃষির উন্নয়নে সরকারিভাবে এ খাতে নানা বরাদ্দ ও ভর্তুকি দেয়া হয়। প্রান্তিক কৃষকদের স্বল্প মূল্যে সার ও বীজ পেতে ইউনিয়ন পর্যাযে ৯ জন ও পৌরসভায় ১ জনসহ মোট ১০ জন বিসিআইসি ডিলার নিয়োগ দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে ডিলাররা নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি না করে ভোলার উপশহর বাংলাবাজার, দৌলতখান পৌরসভা, মিয়ারহাটসহ বিভিন্ন বাজারে সার বিক্রি করছেন। এছাড়া ডিলারদের অনেকেই সাব-ডিলারের মাধ্যমে সার ও বীজ বিক্রি করছেন। যে কারণে সাব ডিলাররা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার করে বাড়তি মুনাফা করছেন। এতে সার ও বীজ ক্রয়ে কৃষকের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ডিলার ইউনিয়নে সার বিক্রি না করে নিজের ইচ্ছে মতো পৌরশহর কিংবা দূরের কোনো বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ইউনিয়নের সাইনবোর্ড ঝুলিয়ে সার বিক্রি করছেন। অথচ কৃষকেরা যেন সহজে হাতের নাগালে সঠিক দামে সার কিনতে পারেন, এজন্য সারের ডিলার নিয়োগ দিয়েছে সরকার।
দৌলখানে ডিলারদের মধ্যে রয়েছেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনজুর আলম খান, তিনি পৌরসভার বালিকা বিদ্যালয় রোডে ব্যবসাপ্রতিষ্ঠান দেখিয়ে ডিলার নিয়োগ পেয়েছেন। কিন্তু সেখানে ‘খান টেডার্স’ নামে তার কোন ব্যবসাপ্রতিষ্ঠান নেই। তিনি কোথায় সার বিক্রি করছেন তাও জানেন না কেউ। মদনপুর ইউনিয়নের ডিলার হুমায়ুন কবির বাংলাজারে সার ও বীজ বিক্রি করছেন। মেঘনা নদী পাড়ি দিয়ে ইউনিয়ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে এই ডিলারের কাছ থেকে সার ক্রয় করতে চরম দুর্ভোগ পোহাতে হয় ওই ইউনিয়নের চাষীদের। মেদুয়া ইউনিয়নের ডিলার সার বিক্রি করছেন মিয়ার হাটে। সৈয়দপুর ইউনিয়নের ডিলার পৌরসভায় গোডাউন দেখিয়ে সার ও বীজ তুলছেন। স্থানীয় লিটন নামে এক কৃষক জানান, ইউনিয়নে ডিলারের থেকে সার কিনতে পারলে তাঁদের পরিবহন খরচ ও সময় কম লাগত। চরশুভী গ্রামের কৃষক ইউছুফ আলী বলেন, খুচরা দোকানগুলোোয় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। ডিলারের থেকে সার কিনতে পারলে খরচ কম পড়তো। ভুক্তভোগীদের দাবি এসব ডিলারদের অনেকেই পতিত হাসিনা সরকারের আমলে প্রভাব খাটিয়ে ডিলারশীপ নেন। এ ব্যাপারে ডিলাররা বলছেন, তারা সাব ডিলারের মাধ্যমে ইউনিয়নে সার বিক্রি করছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা ইনকিলাবকে বলেন, প্রত্যেক বিসিআইসি ডিলারকে নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি নিশ্চিত করতে হবে। দৌলতখানে কয়েকজন ডিলার নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি করছেন না। তাঁদের ব্যাপারে বয়বস্থা গ্রহণের জন্য জেলা মনিটরিং কমিটিকে অবহিত করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা- কেন্দ্রীয় সভাপতি
বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ
ছয় বছর পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে অনশনসহ কঠোর কর্মসূচির হুশিয়ার হিন্দু ধর্মাবলম্বীদের
টানা তিন সেঞ্চুরিতে তিলাকের বিশ্ব রেকর্ড
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে বাস নিহত-১ আহত-৬
কুড়িগ্রামের উলিপুরে ২ আ'লীগ নেতা গ্রেপ্তার
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!