কিশোরগঞ্জে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত ধুনারিরা
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
দিনে গরম, রাতে ঠান্ডা আর সাত সকালে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দেয় ‘শীত এসে গেছে। তৈরি হও শীতবস্ত্র নিয়ে শীত মোকাবিলায়’। গত কয়েক দিন ধরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। রাত শেষে ভোরে আলো ফুটলেও কিছু স্থানে কুয়াশাচ্ছন্ন দেখা যায়। সঙ্গে শীত শীত অনুভব। এতে বোঝা যায়, দরজায় কড়া নাড়ছে শীত। শীতের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে লেপ ও তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় ধুরারিরা। শীতের মৌসুমে লেপ ও তোশকের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। এ কারণে শীতের আগেই অনেক ব্যবসায়ী অগ্রিম পণ্য তৈরি করে রাখছেন, যাতে পরবর্তী সময় তাড়াহুড়ো করতে না হয়।
এছাড়া ভ্রাম্যমাণ লেপ-তোশক ব্যবসায়ীদের উপস্থিতিও অনেকটা বেড়েছে। জেলার বিভিন্ন হাট-বাজার ও রাস্তা-ঘাটে তারা নিজেদের পণ্য বিক্রি করছেন। আবার অনেকেই পুরোনো লেপ-তোশক মেরামত করে বিক্রি করছেন। শীতের শুরুতেই স্থানীয় মানুষের মধ্যে লেপ-তোশক কেনার আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই এসব পণ্য কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। বিশেষ করে ভোর বেলা ও সন্ধ্যাবেলায় শীতের প্রকোপ বাড়তে থাকায় শীত নিবারণের জন্য নানা প্রস্তুতি নিচ্ছেন তারা। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের তুলা ও কাপড়ের দাম বেড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কার্পাস তুলা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকা, কালো হুল ৩০ থেকে ৪৫ টাকা, কালো রাবিশ তুলা ২৫ থেকে ৪৫ টাকা এবং সাদা তুলা ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলা এবং কাপড়ের দাম আগের তুলনায় অনেকটা বেড়েছে। এর ফলে লেপ-তোশক তৈরির খরচও বৃদ্ধি পেয়েছে।
কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার সুরুচি বেডিং সেন্টারের মালিক শাহাদাৎ হোসেন ইনকিলাবকে বলেন, ‘গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম বেড়েছে। লেপের তুলা প্রতি কেজিতে ১০-১২ টাকা বেড়েছে ও কাপড়ের দামও বেড়েছে প্রায় ১০ টাকা।’ তিনি আরো বলেন, ‘ঢাকাসহ অন্যান্য স্থান থেকে মালামাল এনে লেপ-তোশক তৈরির জন্য ব্যবহার করা হয়। তবে গত কয়েক বছরের তুলনায় এবার সব ধরনের পণ্যের দামই বাড়তি।’
রেলওয়ে স্টেশন এলাকার লেপ-তোষক ধুনারি মো. আল আমিন মিয়া বলেন, ‘এখন আমাদের লেপ-তোশক তৈরিতে বেশ সময় যাচ্ছে। ১৫-২০ দিন পর আমাদের বিক্রি শুরু হবে এবং এ বিক্রি চলবে ফেব্রুয়ারি- মার্চ মাস পর্যন্ত।’
এদিকে, কিশোরগঞ্জ পৌর এলাকার তারাপাশা এলাকার বাসিন্দা জলিল মিয়া (৪৭) বলেন, ‘বাজারে সব জিনিসপত্রের দাম বেড়েছে। এবার লেপ-তোশক তৈরির খরচও বেড়েছে। আমি পুরোনো লেপ খুলে নতুন করে বানানোর জন্য দোকানে দিয়ে এসেছি। তুলার খরচ বাদ দিয়ে কাপড় ও মজুরি মিলিয়ে ৮০০ টাকায় বানানো হয়েছে। পরে আবার দোকানে সিরিয়াল দিয়ে লেপ পাওয়া কঠিন হয়ে পড়ে।’
শীতের বিষয়ে সচেতন পুরুষরা অনেকেই আবার টেইলার্স গুলোতে ও ভিড় করেছে। বিভিন্ন ধরনের শীতবস্ত্র তৈরির পাশাপাশি কোট-প্যান্ট তৈরির চাহিদা ও বেড়েছে। বয়োজ্যেষ্ঠদের ধারণা এ বছর শীতের তীব্রতা আগের বছরের তুলনায় কিছুটা বেশি হতে পারে।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে বাস নিহত-১ আহত-৬
কুড়িগ্রামের উলিপুরে ২ আ'লীগ নেতা গ্রেপ্তার
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!
আওয়ামী শুধু ফ্যাসিস্ট নয়, তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট: মিয়া গোলাম পরওয়ার
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ