কাউখালি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ
২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাউখালি ভূমি অফিসের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব দুর্নীতি দেখার কেউ নেই। এ কারণে চলছে বিরামহীন দুর্নীতি আর অনিয়ম। মানুষ প্রতিনিয়ত হয়রানী হচ্ছে। এসব অভিযোগ ভুক্তভোগীদের। ওসব দুর্নীতি কারণে গ্রামের লোকজন এই অফিসের বিরুদ্ধে যে কোন দিন ফুসে উঠতে পারে।
সরেজমিনে গেলে একাধিক লোকজনের অভিযোগে, পোমরা ইউনিয়নে অবস্থিত কাউখালি তহশীল ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায় ও ভূমি সংক্রান্ত সংশোধনের নামে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন। টাকা নেওয়ার পরও মাসের পর মাস কাজ না করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে গুরুতরভাবে অভিযোগ পাওয়া গেছে। পোমরা ইউনিয়নের রোশাই পাড়ার মো. হারুন বলেন, আমার এক স্বজন গত ১৫ দিন পূর্বে নামজারী করতে পোমরা কাউখালি ভূমি অফিস গেলে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। এরপরও কাজ না করে বিভিন্নভাবে সমস্যা দেখিয়ে বিরামহীনভাবে হয়রানী করছে। ওখানে কাজে আসা একজন দালাল দয়াল হরি নামে ব্যক্তি বলেন, ভূমি অফিসে একবারে টাকা দিলে হয় না। একাধিকবার টাকা মারতে হয়। তারপর কাজ হয়। দালাল হরি শীল আরো বলেন, আওয়ামী শাসন আমলে ভাল টাকা কামিয়েছি। দুই পকেটে টাকা নিয়ে বাড়িতে যেতাম। এখন একদম নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সময়ে আরেকজন ব্যক্তি দালাল দয়াল হরি কে দেখিয়ে দিয়ে বলেন, ওনি আমার কাছ থেকে ৫ হাজার টাকা নেন কাজ করার নামে। ওখান থেকে কর্মকর্তা কে টাকার ভাগ না দিয়ে সমোদয় টাকা আত্মাসাৎ করে পেলে। তার নির্দেশে আবার জনৈক কর্মকর্তাকে আরো পাঁচ হাজার হাজার টাকা দিতে হয়। ওই সময় পূর্বে টাকার কথা মনে করিয়ে উনি বলেন, আমি আ.লীগ এর পোমরা শাখার যুগ্ম সম্পাদক পরিচয়ে ওই ব্যাক্তিকে হুমকি দিয়েছেন বলে জানান। ওদিকে আবার স্থানীয়রা জানান, কাউখালি ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম ও অফিস কর্মচারীদের নেতৃত্বে সীমাহীন দুর্নীতি চলছে। ঘুষ ছাড়া এরা কোনো কাজ করেন না। ওই কারণে প্রতিনিয়ত ভূমি অফিসে হয়রানির শিকার হতে হচ্ছে সেবা গ্রহীতাদের। সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিলে কাজ তো দূরের কথা সেবা নিতে আসা লোকজনের সঙ্গে এরা কোনো কথায় বলেন না। পোমরার বসবাসকারি সেলিম আহমদ বলেন, পোমরা ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীরা টাকা ছাড়া অন্য কিছু বোঝে না। এই অফিসে টাকা ছাড়া কোন ফাইল নড়ে না। জসিম নামের আরেক ব্যক্তি জানান, জমির খাজনা পরিশোধ করতে গেলে তার কাছে থেকে তিনশ’ টাকার রিসিভ ধরিয়ে দিয়ে তিন হাজার পাচঁশত টাকা নেয়া হয়। জমির কাগজপত্র ঠিক করে দেবে বলে শাহ আলম নামে ব্যক্তির কাছ থেকে ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, কর্মচারী আশিকুল আলম ও তৌহিদুল ইসলাম ১২ হাজার টাকা নিয়েছে। স্থানীয় ভুক্তভোগীগণ জানান, যে জায়গা খারিজ করতে দু›হাজার টাকা প্রয়োজন হয় ওখানে ২০ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হচ্ছে। টাকা দেয়ার পরও মানুষ মাসের পর মাস বছরের পর বছর ঘুরতে হয়। এসব অপকর্মে বেসরকারি দু’জন কর্মচারীর মাধ্যমে ভূমি কর্মকর্তা ও সহকারীরা মিলে লুটপাট চালিয়েছে এবং চলমান আছে। ওই বেসরকারি দু’ব্যক্তি ব্যাপারে দুর্নীতি প্রকাশ পেলে ভূমি কর্মকর্তা তাকে সরিয়ে পেলে। রবিউল ইসলাম নামের একজন জানান, ২৪ শতাংশ জমি খারিজ করতে আসছিলাম। ২৫ হাজার টাকা চেয়েছে। পরে খারিজ না করে চলে যায়।
রাঙ্গুনিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়ন তহশীল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও ভূমি সেবানেওয়া লোকজন বিভিন্ন রখম হয়রানী পাচ্ছে বলে এসব অভিযোগ এখন মানুষের মুখে মুখে। দুর্নীতিবাজ কাউখালি ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী নাহিদ এবং অন্যান্যদের ব্যাপারেও হয়রানী বন্ধের দাবিতে উপজেলার ইছাখালি সদরে নির্বাহী কর্মকর্তা নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
কাউখালি ভূমি অফিসের কর্মকর্তা সিরাজুল ইসলাম এ সব অভিযোগ প্রসঙ্গে বলেন- তার বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়ার ইউএনও’র ঘোষণা ‘দুর্নীতি ব্যাপারে কোনো অভিযোগ পেলে কারো ব্যাপারে ছাড় নেই’ বলে তিনি ঘোষণা দেন। ওই ঘোষণার পরেও কাউখালি ভূমি অফিস কর্মকর্তা ওসব কথা কানে না রেখে পূর্বের মতোন দুর্নীতি চলমান রেখেছেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়