ইউক্রেনে নতুন ধরণের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে
২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, রাশিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে এ হামলা চালিয়েছে। তবে পরবর্তী সময় মস্কোর পক্ষ থেকে বলা হয়, নতুন প্রজন্মের ‘ইন্টারমিডিয়েট’ পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলা চালিয়েছে তারা। এই পাল্লার ক্ষেপণাস্ত্র সাধারণত ৫ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে টিভিতে প্রচারিত আকস্মিক এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, ‘২১ নভেম্বরে (বৃহস্পতিবার) রাশিয়ার ভূখন্ডে ইউক্রেনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যবর্তী-পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনে আঘাত হেনেছে।’ ইউক্রেনের মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স স্থলগুলোতে এই হামলা চালানো হয়েছে বলে জানান পুতিন। তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার সর্বাধুনিক মধ্যবর্তী-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষাও সম্পন্ন হল। এই ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অ-পারমাণবিক হাইপারসনিক সংস্করণ।
ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে এবং এটি লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানান পুতিন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে মস্কো। সেক্ষেত্রে রাশিয়া হামলা চালানোর আগেই সতর্কবার্তা দেবে যাতে দেশগুলো তাদের নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না বলেও পুতিন সতর্ক করে দিয়েছেন।
ভাষণে তিনি বলেন, ‘আমাদের স্থাপনাগুলোতে যেসব দেশ তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেবে, সেইসব দেশের সামরিক স্থাপনাগুলোতে আমাদের অস্ত্র দিয়ে হামলার অধিকার আমাদের আছে।’ ‘আমরা যে কোনও পরিস্থিতির জন্যই প্রস্তুত। কেউ তা নিয়ে সন্দেহ করলে সেটি করা তাদের উচিত হবে না। পাল্টা একটি জবাব সবসময়ই থাকবে,’ বলেন তিনি।
পুতিন আরও বলেছেন, ইউক্রেনের পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার সত্ত্বেও রাশিয়ার সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযানের সমস্ত ক্ষেত্রে সফলভাবে অগ্রসর হচ্ছে। ‘আমাদের সৈন্যরা সফলভাবে যুদ্ধক্ষেত্রের পুরো এলাকা ধরে অগ্রসর হচ্ছে, আমরা নিজেদের জন্য যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছি তা অর্জন করা হচ্ছে,’ রাশিয়ান নেতা বলেছিলেন।
কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম মুক্ত : পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম মুক্ত করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ৩৩ মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এ যুদ্ধে ডনবাস এলাকার গ্রামটি মুক্ত করা রাশিয়ার জন্য একটি অগ্রগতি। ডালনে নামের গ্রামটির অবস্থান ডোনেটস্ক অঞ্চলে। গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ।
ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে, যেখানে রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যূহ ভেঙে ফেলা চেষ্টা করছিল। এলাকাটিতে সশস্ত্র সংঘাত চলছিল। বার্তা সংস্থা রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ‘ডিপস্টেট’ নামের সামরিক ব্লগে বলা হয়েছে, রাশিয়ার কাছে গ্রামটির পতন ঘটেছে। ডিপস্টেট ব্লগে বলা হয়, ইতিমধ্যে গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রুরা (রুশ বাহিনী) গ্রামটির সব অংশে অবস্থান নিয়েছে। সূত্র : রয়টার্স, তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা- কেন্দ্রীয় সভাপতি
বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ
ছয় বছর পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে অনশনসহ কঠোর কর্মসূচির হুশিয়ার হিন্দু ধর্মাবলম্বীদের
টানা তিন সেঞ্চুরিতে তিলাকের বিশ্ব রেকর্ড
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে বাস নিহত-১ আহত-৬
কুড়িগ্রামের উলিপুরে ২ আ'লীগ নেতা গ্রেপ্তার
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!