সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১৭ মে ২০২৫, ১২:৫৭ এএম | আপডেট: ১৭ মে ২০২৫, ১২:৫৭ এএম

পশ্চিম তীরে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে বসতি স্থাপনকারী এক গর্ভবতী নারী গুলিতে নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ‘৫ জঙ্গিকে’ হত্যা করার কথা জানিয়েছে তেল আবিব। দুই ঘটনার সঙ্গে আদৌ কোনো যোগসূত্র আছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গর্ভবতী সেটলার হত্যাকা-ের পর ইসরাইলের বসতি স্থাপনকারীপন্থি কট্টর নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ পশ্চিম তীরের যেখানে ওই নারী হত্যাকা-ের শিকার হয়েছেন, তার আশপাশের দুটি শহর মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। রয়টার্স।
৫% ব্যয়ে সম্মত
ইনকিলাব ডেস্ক : চলতি বছরের জুনে ন্যাটো শীর্ষ সম্মেলনের মধ্যেই সদস্যভুক্ত দেশগুলো আগামী এক দশকের মধ্যে প্রতিরক্ষায় জিডিপির ৫ শতাংশ খরচের লক্ষ্যে একমত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত তার প্রথম মেয়াদের শেষদিকে ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ কমিয়েছিলেন; অন্যরা সামরিক এ জোটের পেছনে যথোপযুক্ত খরচ না করায় যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত ভার বহন করতে হচ্ছে বলে বারবার অভিযোগও করেছিলেন। রয়টার্স।
ইনজেকশন প্রয়োগে
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে গ্লেন রজার্স (৬২) নামে এক সিরিয়াল কিলারের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। তিনি ‘ক্রস-কান্ট্রি কিলার’ নামেও পরিচিত ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে এই মৃত্যুদ- কার্যকর হয়। রজার্সের মৃত্যুদ- কার্যকর করা হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ফ্লোরিডার রাইফোর্ডে অবস্থিত ফ্লোরিডা স্টেট প্রিজনে। ১৯৯৫ সালের নভেম্বর মাসে টিনা মেরি ক্রিবস নামে এক নারীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদ- দেওয়া হয়েছিল। ৩৪ বছর বয়সী টিনা মেরি ক্রিবস ছিলেন দুই সন্তানের মা। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং তার লাশ একটি হোটেলের বাথটাবে পাওয়া যায়। এএফপি।
আরো ৪ শতাধিক
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো একটি জান্তা ঘাঁটিতে ড্রোন হামলা চালালে চার শতাধিক লোক সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে। মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকায় সক্রিয় গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর সংগে সামরিক বাহিনীর এ লড়াই বর্তমানে চলমান রয়েছে। সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণের ওপর বেশিভাগ লড়াই কেন্দ্রীভূত রয়েছে। যোদ্ধারা সেখানে বাণিজ্য ও চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করে লাভজনক টোল সংগ্রহ করে থাকে। এএফপি।
চুক্তির কাছাকাছি
ইনকিলাব ডেস্ক : ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তেহরানও শর্তাবলীতে কিছুটা সম্মত হয়েছে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, “দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমরা ইরানের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করছি।” তবে ইরানি সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এখনও কিছু দূরত্ব রয়েছে যা পূরণ করা সম্ভব। এর আগে গত রবিবার চতুর্থ দফার আলোচনার সময় ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল। এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন, কয়েক দশক ধরে চলমান পারমাণবিক বিরোধ সমাধানের জন্য তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও নতুন প্রস্তাব পায়নি। রয়টার্স।
৩৮ বছর পর
ইনকিলাব ডেস্ক : প্রায় চার দশক জেলে কাটানোর পর অবশেষে নির্দোষ প্রমাণিত হলেন ৬৮ বছর বয়সী পিটার সুলিভান। ডিএনএ প্রমাণে দেখা গেছে, তিনি ১৯৮৬ সালে সংঘটিত একজন তরুণীর হত্যাকা-ে জড়িত ছিলেন না। লন্ডনের আপিল আদালত তার দোষ বাতিল করে তাকে মুক্তির নির্দেশ দেয়। ১৯৮৬ সালে ইংল্যান্ডের লিভারপুলের কাছে বেবিংটনের একটি পাব থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ২১ বছর বয়সী ফুল বিক্রেতা ডায়ান সিন্ডাল। রাস্তার মধ্যে তার গাড়ির জ্বালানি ফুরিয়ে গেলে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। পরদিন সকালে তার লাশ রাস্তার পাশে একটি গলিতে পাওয়া যায়। সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে