গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ৫৩ সহস্রাধিক
১৭ মে ২০২৫, ১২:৫৭ এএম | আপডেট: ১৭ মে ২০২৫, ১২:৫৭ এএম

সবশেষ ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে আরও ১৪৩ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার পৃথকভোবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম । আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিকে ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলায় আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা ‘ছিন্নভিন্ন’ হয়ে গেছেন এবং নিহত ১৩ জনের মধ্যে শিশুও রয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ হাজার ১০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি আরও ১৫২ জন আহত হয়েছেন। যার ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৭৬ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৮ হাজার আহত হয়েছেন। ইসরাইলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখ-ের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আল-জাজিরা, আনাদোলু।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিলে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান

ভোলায় বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

হেরমেস ড্রোন ভূপাতিত, ইরান প্রমাণ দেয়ায় স্বীকার করতে বাধ্য হল ইসরাইল

খুলনায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার

রামগড় পর্যটন লেক সৌন্দর্য রক্ষায় সেচ্ছাশ্রমে কাজ করছে উপজেলা বিএনপি পরিবার

জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী শিলপাটা!

রাজস্থলীতে উপজেলাতে ৫০টি গ্রাম ইন্টারনেটের বাহিরে!

আটঘরিয়ায় বৃষ্টিপাত জনজীবনে চরম দুর্ভোগ

অপারেশন সিন্দুর নিয়ে ট্রাম্পকে যে সাফাই দিলেন মোদী

ইতালিস্থ সন্দ্বীপ সমিতির আয়োজনে নবীন বরণ ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

অন্যদিকে বালুমহাল ইজারা দিচ্ছে জেলা প্রশাসন ভাঙন আতংকে এলাকাবাসী

নীলফামারী জেলা কারাগারের কারারক্ষী যখন মাদক মামলার আসামী !

ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

ইসরায়েল বিরোধী পোস্টে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা অপসারিত

রাঙ্গুনিয়ায় সড়কগুলিতে মরা বৃক্ষ: ঝুঁকিতে ৪ লক্ষ মানুষ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সালথায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামীসহ গ্রেপ্তার ৭

ব্যালিস্টিক মিসাইল কতটা ভয়ানক! কীভাবে কাজ করে?

শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন