ইমরান খানকে হত্যার চেষ্টায় আলোচিত আইএসআই কর্মকর্তা ‘ডার্টি হ্যারি’
১১ মে ২০২৩, ০২:৪৫ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ০২:৪৫ পিএম
মঙ্গলবার গ্রেপ্তারির ঠিক আগে ইসলামাবাদ আদালতে যাওয়ার পথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চেঁচিয়ে বলেছিলেন, ‘কান খুলে শুনুন, একজন গোয়েন্দা কর্মকর্তার নাম উল্লেখ করেছি, যে আমাকে দু’বার হত্যার চেষ্টা করেছে।’ তারপর থেকেই সামনে আসছে একের পর এক কন্সপিরেসি থিওরি।
পাকিস্তানের বর্তমানে অর্থনীতির অবস্থা তুলে ধরে ওই আইএসআই অফিসার-সহ তার সঙ্গে জড়িতদের উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারির সুরে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেছিলেন, দেশে কয়েকজন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর বুধবার পিটিআই-এর সমর্থকরা দাবি করেছেন তাদের নেতাকে ফাঁসানো এবং খুনের চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আর এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে আইএসআইয়ের কর্তা ‘ব্রিগেডিয়ার’ বা ‘ডার্টি হ্যারি’। তার আসল নাম ফয়জল নাসির। আইএসআইয়ের এই কমান্ডারের কলকাঠিতেই নাকি ইমরানকে খুনের ছক কষা হচ্ছে বলে দাবি করেছে পিটিআই। সাংবাদিক আরশাদ শরিফ খুনেও এই আইএসআই কমান্ডারের নাম জড়িয়েছিল।
ফয়জল নাসিরের উত্থানও হয়েছিল দ্রুত। ইমরানের সমর্থকদের কথায়, পাকিস্তানের একজন সেনা অফিসার একদিন হঠাৎ করেই পাক গুপ্তচর সংস্থার কর্মকর্তার পদে উঠে আসেন। মেজর জেনারেল ফয়জল নাসির হন আইএসআইয়ের অন্যতম মাথা। পিটিআই দাবি করেছিল, ইমরান ও তার সমর্থকদের সরিয়ে দিতেই পদোন্নতি দিয়ে আইএসআইয়ে পাঠানো হয় ফয়জলকে। ইমরানের উপর যে হামলা হয়েছিল তার পরিকল্পনাও নাকি ছিল এই ফয়জলেরই। শুটার ঠিক করা থেকে শুরু করে অস্ত্র জোগানো, হামলার পুরো পরিকল্পনাই এ সেনা অফিসারের মস্তিষ্কপ্রসূত বলে দাবি করেছিল পিটিআই।
পাকিস্তানের মিডিয়া একবার জানিয়েছিল, আইএসআই-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমের ডান হাত হিসাবে পরিচিত মেজর জেনারেল ফয়সল নাসির। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অন্তত ৩০ জন ব্রিগেডিয়ারের পদোন্নতিতে নির্দেশিকা জারি করে পাক সেনা। সেই তালিকায় ছিল ফয়জল নাসিরের নাম। ব্রিগেডিয়ার থাকাকালীন কোর অফ মিলিটারি ইনটেলিজেন্সের দায়িত্ব সামলেছিলেন ফয়জল। সেই কারণেই তাকে আইএসআইতে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী, একসঙ্গে ১০ জনের বেশি ব্রিগেডিয়ারের পদোন্নতি হয় না পাক সেনায়। সেই নিয়ম ভেঙে ফয়সলকে মেজর জেনারেল করা হয়েছে। শুধু মাত্র ইমরানকে সরানোর জন্যই এই পদক্ষেপ বলে দাবি করেছে পিটিআই। সূত্র: টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের