আতঙ্কে কাশ্মির ছাড়ছেন পর্যটকরা, বন্ধ দোকানপাট-শিক্ষা প্রতিষ্ঠান
২৩ এপ্রিল ২০২৫, ০৩:১২ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পিএম

কাশ্মিরের পেহেলগাম এলাকায় ভয়াবহ বন্দুকধারীদের হামলার পর উপত্যকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২৬ জনের প্রাণহানির এই ঘটনার পর বন্ধ হয়ে গেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান, আর কাশ্মির ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন দেশি-বিদেশি পর্যটকরা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের প্রশাসন ও নিরাপত্তা মহল।
মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মিরের পেহেলগামে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হন। হামলার তীব্রতা এতটাই ছিল যে এর পরদিন (২৩ এপ্রিল) কাশ্মিরের শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় দোকান, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি গণপরিবহনও বন্ধ হয়ে পড়ে। এই ঘটনার প্রেক্ষিতে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং শ্রীনগরে তদন্তকারী দল পৌঁছেছে। হামলার সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে বের করতে আরও কয়েকটি দল সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর থেকেই দেশি পর্যটকরা কাশ্মির ছাড়তে শুরু করেছেন। শ্রীনগর বিমানবন্দরমুখী ট্যুরিস্ট গাড়ির ভিড় বেড়েছে এবং অনেকেই আগে থেকেই নির্ধারিত সফর বাতিল করে ফিরে যাচ্ছেন। যদিও কিছু পর্যটক এখনও তাদের ঘোরার পরিকল্পনা বাতিল না করে কাশ্মিরে অবস্থান করছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। অপরদিকে দিল্লি থেকে কাশ্মিরগামী ফ্লাইটগুলো ছিল বেশ ফাঁকা। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজেদের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন, যা পরিস্থিতির গুরুতর সংকেত বহন করে।
ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী আরও একবার দাবি করেছে, বারামুল্লা জেলায় সীমান্তের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো “সন্ত্রাসীদের” প্রতিহত করা হয়েছে এবং দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। বারামুল্লা পেহেলগাম থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত হলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং সন্ত্রাসবিরোধী অবস্থান এই ঘটনার পর আরও বাড়ানো হয়েছে। লাইন অব কন্ট্রোলের কাছেই এই গোলাগুলির ঘটনা ঘটে এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কাশ্মির আবারও এক কঠিন সময়ে পড়েছে—তবে প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্বেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শত্রুর যেকোনও আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শেহবাজ

বিমানবন্দর থেকে যে পথে ফিরোজায় যাবেন খালেদা জিয়া

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন

সেনাবাহিনীর নিরাপত্তায় ফিরোজা

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

বেগম খালেদা জিয়ার দেশে আসা গনতন্ত্রের পথকে আরো সহজ করবেঃ মির্জা ফখরুল

বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

ভারতে শিক্ষার্থীদের ভিসা অগ্রাধিকারে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা

অপেক্ষায় ফিরোজা

খালেদা জিয়াকে আনতে ফিরোজা থেকে বিমানবন্দর গেল নতুন গাড়ি ‘টয়োটা ক্রাউন’

ইসরায়েলের সহায়তায় গাজায় লুটপাট, ধরা পড়লেই মৃত্যুদণ্ড দিচ্ছে হামাস

ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

বিমানবন্দর থেকে পথে পথে জনতা

জাবিতে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীর খাতা বাতিল

ময়মনসিংহে দুই দিনে ৬ থানার ওসিকে একযোগে বদলির আদেশ

মস্কোতে টানা ড্রোন হামলায় আতঙ্ক, সাময়িকভাবে বন্ধ চার বিমানবন্দর

খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল