বিশ্বে উত্তপ্ত শহরের তালিকায় ফের শীর্ষে মিয়ানমারের চাউক
বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় গতকালও শীর্ষ স্থান ধরে রাখে মিয়ানমারের চাউক। তাপমাত্রা-বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকমের তথ্যমতে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল নাইজারের টিলাবেরি শহরে। তবে সেটিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে এলডোরাডো ওয়েদার। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদের ন’জামেনা শহর। সেখানকার...