মসজিদের আদব রক্ষা তাকওয়ার বহিঃপ্রকাশ-২

Daily Inqilab মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ আলহাসান

২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

কোনো কোনো সমাজে দেখা যায়, এক মহল্লায় মসজিদ নির্মাণ সুন্দর হলে পার্শ্ববর্তী মহল্লাবাসী আরো সুন্দর করে মসজিদ বানায়; যেন তাদের ওপর গর্ব করতে পারে। অথচ এতে তাদেরকে ছোট না করে বরং মসজিদেরই অবমাননা হল। কেননা, গর্ব করা ইসলামী শরিয়তে নিন্দিত কাজ। আর যদি গর্ব হয় মসজিদ নিয়ে, তবে তা আরো নিন্দনীয়, যাকে নবীজী কিয়ামতের আলামত আখ্যা দিয়েছেন। নবীজী (সা.) বলেন, ‘নিশ্চয় কিয়ামতের আলামতসমূহের একটি এই যে, মানুষ মসজিদ নিয়ে একে অন্যের ওপর গর্ব করবে।’ (সহিহ ইবনে খুজাইমা-১৩২২)

নামাজে যেমন ধীরস্থিরতা অপরিহার্য, নামাজের দিকে আসার সময়ও তা কাম্য। এ জন্য নবীজী (সা.) বলেন, ‘যখন নামাজের ইকামত হয়, তোমরা নামাজের দিকে দৌড়ে যেয়ো না; বরং ধীরে-সুস্থে হেঁটে যাও। অতঃপর যা পাও তা পড়ো, যা ছুটে যায় তা পূর্ণ করো। কারণ তোমাদের কেউ যখন নামাজের জন্য রওনা হয়, সে নামাজে বলেই গণ্য হয়।’ (সহিহ মুসলিম-৬০২)

আরেক হাদিসে এসেছে, আবু কাতাদা রা. বলেন, একবার আমরা নবীজীর সাথে নামাজ পড়ছিলাম। নবীজী সামান্য আওয়াজ শুনলেন। নামাজের পর জিজ্ঞেস করলে কেউ কেউ বলল, আমরা নামাজের দিকে দ্রুত এসেছিলাম। নবীজী বললেন, ‘আর কখনো এমন করো না। নামাজের দিকে ধীরে-সুস্থে আসবে। অতঃপর যা পাবে তা পড়বে আর যা ছুটবে তা পূরণ করে নেবে।’ (সহিহ মুসলিম-৬০৩)

একবার আবু বাকরা রা. নবীজীকে রুকুতে দেখে কাতারের পেছনেই নামাজ আরম্ভ করে রুকুতে চলে গেলেন। তারপর কাতারের দিকে হেঁটে এলেন। নামাজের পর নবীজী তাকে বললেন, ‘আল্লাহ তোমার আগ্রহ আরো বাড়িয়ে দিন। তবে আর কখনো এমন করো না।’ (সুনানে আবু দাউদ-৬৮৪)

হাদিস শরিফে আছে, নবীজী (সা.) বলেন, ‘যে ব্যক্তি এই দুর্গন্ধযুক্ত খাবার (অর্থাৎ পেঁয়াজ-রসুন) খাবে, সে যেন (তা থেকে মুক্ত না হয়ে) আমাদের মসজিদে না আসে। কেননা, দুর্গন্ধের কারণে মানুষের মতো ফেরেশতাদেরও কষ্ট হয়।’ (সহিহ মুসলিম-৫৬৪) উল্লেখ্য, মুখের দুর্গন্ধের ন্যায় ঘামের কিংবা অন্য কোনো জিনিসের, যেকোনো ধরনের দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা আদবের খেলাফ। এ কারণেই জুমার দিন গোসল, মিসওয়াক ও সুগন্ধির নির্দেশ এসেছে। (দ্র : সহিহ মুসলিম : ৮৪৬-৮৪৭)

বিষয়টির গুরুত্ব বোঝার জন্য এই হাদিসই যথেষ্ট : নবীজী (সা.) বলেন, ‘যদি আমার উম্মতের কষ্ট হবে মনে না করতাম, তবে আমি তাদের আদেশ দিতাম, যেন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করে।’ (সহিহ বুখারি-৮৮৭) এখানে একদিকে যেমন উম্মতের প্রতি নবীজীর মায়া প্রকাশ পাচ্ছে যে, উম্মতের কষ্টের আশঙ্কায় মিসওয়াকের আদেশ করেননি। কারণ আদেশ করলে তো উম্মতের জন্য কাজটি বাধ্যতামূলক হয়ে যেত। অপরদিকে মিসওয়াকের গুরুত্বও প্রকাশ পাচ্ছে।

কোনো সম্মানিত মানুষ বা বন্ধুবান্ধবের সাথে আমরা যখন সাক্ষাৎ করি, ভালো জামা পরে পরিপাটি হয়ে সাক্ষাৎ করি। এটি যেমন তার মর্যাদা রক্ষার দাবি, ইসলামেরও নির্দেশনা। অনুরূপ আমরা যখন মসজিদে যাই, তখনো আমাদের এই বিষয়ে যতœবান হওয়া কাম্য। কারণ আদব-তাজিমের জন্য আল্লাহ তাআলা বেশি হকদার।

আল্লাহ তাআলা বলেনÑ ‘হে আদম সন্তানরা তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেদের শোভা অবলম্বন করো। (অর্থাৎ পোশাক পরে নাও) (সূরা আরাফ-৩১) এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহ. বলেন : এ আয়াত ও এ বিষয়ক সুন্নাহ দ্বারা এ কথা প্রমাণিত হয় যে, নামাজের সময় বিশেষত জুমা ও ঈদে পরিপাটি হওয়া, সুগন্ধি লাগানো এবং মিসওয়াক করা মুস্তাহাব। (তাফসিরে ইবনে কাসির-৩/৪৪৯)

বিষয়টি নবীজীর এ হাদিস থেকেও উপলব্ধি করা যায়, ‘তোমরা পারলে কাজের পোশাক ছাড়া জুমার জন্য অতিরিক্ত একজোড়া জামা রাখবে।’ (সুনানে আবু দাউদ-১০৭৮) এ বিষয়ে সাহাবি হজরত তামিম দারি রা.-এর আমল দেখি। তিনি নামাজের জন্য এক হাজার দিরহাম দিয়ে চাদর খরিদ করেছিলেন। (দ্র : আলমুজামুল কাবির, তবারানি, বর্ণনা-১২৪৮)


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কিয়ামুল লাইল জান্নাত লাভ ও মর্যাদা বৃদ্ধির আমল
তাহাজ্জুদ : আল্লাহর প্রিয় হওয়ার আমল
যিলকদ মাসের করণীয় আমল
যিলকদ একটি সম্মানিত মহান মাস
ঘুম আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ-২
আরও
X
  

আরও পড়ুন

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এই প্রথমবারের মতো  ‘বাবার কারাবাস’ নিয়ে প্রকাশ্যে  কথা বললেন ইমরান খানের সন্তানদ্বয়

এই প্রথমবারের মতো ‘বাবার কারাবাস’ নিয়ে প্রকাশ্যে কথা বললেন ইমরান খানের সন্তানদ্বয়

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন