তাহাজ্জুদ নামাজে আল্লাহর নৈকট্য লাভ হয়
০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
মহান আল্লাহ তায়ালা মানব জাতিকে শক্তি-সামর্থ্য, মেধা-বুদ্ধি, হাত-পা ইত্যাদির সমন্বয়ে সৃষ্টি করে, নানা ধরনের ইবাদত তাদের উপর ফরজ করেছেন, এসবের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো, নামাজ। দৈনন্দিন জীবনে প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব কম-বেশি সকলেই জানি এবং সেভাবে গুরুত্বসহকারে আদায় করে থাকি। এর বাহিরে শরীয়তের মধ্যে এমন অনেক নামাজ আছে। যেগুলোকে আমরা সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি বলে হাল্কা করে ফেলি, তেমন গুরুত্ব দেই না। এরকম একটি মাজলুম আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ। প্রতিটি সুন্নত, নফল, মুস্তাহাব, নামাজের নানা ফজিলত ও মর্যাদার কথা স্বতন্ত্রভাবে হাদিসে বর্ণিত আছে। তবে এসবের মধ্যে সর্বোত্তম ও সর্বোউৎকৃষ্ট ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ নামাজ হল- তাহাজ্জুদ। একটি হাদীসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সা. বলেছেন,‘রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হলো, মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল- তাহাজ্জুদ।’(মুসলিম:২৭২৫)। এ ব্যাপারে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,‘তারা রাতের অল্প সময়ই ঘুমাত এবং তারা সাহরীর সময় ইস্তিগফার করত।’(সূরা যারিআত:১৭-১৮) বোঝা গেল, তাঁরা অধিকাংশ রাত ইবাদতের মাধ্যমে কাটানোর পরও নিজেদের আমল নিয়ে বিন্দুমাত্র অহংকার করতেন না বরং চিন্তা করতেন, না জানি ইবাদতের মধ্যে কত ভুল-ত্রুটি হয়ে গেছে। তাই শেষ রাতে জেগে আল্লাহ তাআলার দরবারে বিনয় প্রকাশ করে অত্যন্ত আকুতি-মিনতি করে ইস্তেগফার করতেন। তাই আমাদের জন্য উচিত হলো, রাতের শেষ প্রহরে জেগে তাহাজ্জুদ নামাজ পড়া। এ ব্যাপারে পবিত্র কুরআনের আরেকটি আয়াতে ইরশাদ হয়েছে,‘রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, যা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে ‘মাকামে মাহমুদ’এ পৌঁছাবেন।’(সূরা বনী ইসরাঈল:৭৯) অপর একটি আয়াতে বর্ণিত আছে, ‘এবং যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে (কখনও) সিজদারত অবস্থায় এবং (কখনও) দন্ডায়মান অবস্থায়।’ (সূরা ফুরকান:৬৪)। তাহাজ্জুদ নামাজের নানা ধরনের ফজিলতের কথা হাদিসেও বর্ণিত আছে। এক হাদীসে আছে, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘তোমরা তাহাজ্জুদের নামাজ আঁকড়ে ধর, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেক লোকদের অভ্যাস। আল্লাহ তায়ালার নৈকট্য লাভের মাধ্যম এবং গুনাহের জন্য কাফফার স্বরুপ এবং তোমাদের পাপরাশি মোচন হয়ে যায়।’(তিরমিজি:৩৫৪৯) আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম রা. সূত্রে বর্ণিত তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সা. মদিনায় আগমন করলেন, উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বললেন, ‘(হে লোক সকল!) তোমরা পরস্পর সালামের আদান-প্রদান কর, সাধ্যমত মানুষকে খানা খাওয়াও এবং রাতের বেলা যখন মানুষ ঘুমে থাকে, তখন নামাজ (তাহাজ্জুদ) আদায় কর, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারবে।’ (ইবনে মাজা:১৩৩৪)। উপরিউক্ত আয়াত ও হাদিস সমূহ দ্বারা স্পষ্ট বোঝা গেল, তাহাজ্জুদের নামাজ অত্যন্ত মর্যাদা- কর, তাই এটা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য প্রাত্যহিক জীবনে প্রতিদিন রাতের শেষ প্রহরে জেগে পড়া উচিত। যেখানে স্বয়ং আল্লাহ তা’আলা বান্দাকে প্রার্থনা ও ক্ষমার জন্য আহ্বান জানান সে ক্ষেত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি ও দোয়া-দরুদ পড়লে অতি সহজেই মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা যাবে। পীর জুলফিকার নকশবন্দী বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার ব্যাপারে ফেরেশতাগণ বলেন,‘ওমক ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে রাত অতিবাহিত করেছে।’ (খুতবাতে জুলফিকার:২৭/১৭৯)।
উল্লেখ্য, দূরঅতীতের ও নিকট অতীতে এমন কোন বুজুর্গ অতিবাহিত হয়নি, যারা তাহাজ্জুদ নামাজ পড়েনি। তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই একজন বুজুর্গ সত্যিকারের বুজুর্গ হয়ে উঠতে পারে। তাইতো আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে, সে তাহাজ্জুদ পড়তে পারে না। আর যে ব্যক্তি গুনাহ করে না, তার ভাগ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার সৌভাগ্য হয়। মহান আল্লাহতালা আমাদের সকলকে গুনাহ মুক্ত রেখে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে একজন সত্যিকারের আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সহায় হোন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কনসার্টের ভীড়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
অনলাইন জুয়ার প্রচারণায় বুবলী
রিংয়ে আমিনুল-সানজিদাদের উৎসব
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
আওয়ামী লীগকে কবর দিয়েছেন শেখ হাসিনা
রোচ-গ্রেভস জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ
মোমবাতি প্রজ্বলনে তাজরীন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ
সিসিকের সাবেক কাউন্সিলর ১৩ মামলার আসামী আ‘লীগ নেতা লায়েক গ্রেফতার
যার হাত ধরে পরীমনি এসেছিলেন চলচ্চিত্রে,তার মরণ দিনে করলেন খাসি জবাই
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হচ্ছে লেকের নাম, নতুন নাম ‘মুগ্ধ সরোবর’
সোনারগাঁয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
সেনবাগে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী
পঞ্চগড়ে সিন্ডিকেট ভাঙতে তেঁতুলিয়ায় ৫৫ টাকায় আলু বিক্রি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
সিলেটে মাজিদের ফিফটি
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!