নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর সওয়াব
২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
মুসলিমরা পরস্পর ভাই ভাই। এক মুসলিমের বিপদে অন্য মুসলিমের এগিয়ে আসা, তাকে সাহায্য করা কর্তব্য। তাই নির্যাতিতের পক্ষে কথা বলা, অত্যাচারীকে বাধা দেয়া সেই কর্তব্যেরই অংশ। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমার ভাইকে সাহায্য কর, সে জালিম হোক অথবা মাজলুম। আনাস (রা.) বললেন, হে আল্লাহর রাসুল (সা.)! মাজলুমকে সাহায্য করব, তা তো বুঝলাম। কিন্তু জালিমকে কি করে সাহায্য করবো? রাসুল (সা.) বললেন, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে। (অর্থাৎ তাকে জুলুম করতে দিবে না)’। (সহিহ বুখারী : ২৪৪৪)।
আল্লাহতায়ালা মাজলুমের পক্ষে লড়াই করার নির্দেশ দিয়ে ইরশাদ করেন, ‘হে ইমানদাররা! আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না দুর্বল সেই পুুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে হে আমাদের পালনকর্তা! আমাদের এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর! এখানকার অধিবাসীরা যে অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষাবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও।’ (সুরা নিসা : ৭৫)।
বিশ্বের মাঝে আজ বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কাফের-মুশরিকদের হাতে মার খাচ্ছে। মুসলিমরা এখন বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত সম্প্রদায়। ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের আক্রমণের শিকার কয়েক যুগ ধরে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো যদি ফিলিস্তিনের সাহায্যার্থে এগিয়ে আসতো তাহলে এতোদিনে ফিলিস্তিন পরিপূর্ণ স্বাধীনতা লাভ করতে সক্ষম হতো। ফিলিস্তিনের মুসলমানদের এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বমুসলিমের কর্তব্য।
মাজলুমের পক্ষ নিয়ে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেননা রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ কোনো অন্যায় দেখলে সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে, যদি সে তাতে সক্ষম না হয়, তবে সে যেন মুখে প্রতিবাদ করে; আর যদি সে তাতেও সক্ষম না হয়, তবে মনে মনে তা পরিবর্তনের পরিকল্পনা করে। এটাই ঈমানের দুর্বলতম স্তর।’ (সহিহ মুসলিম : ৪৯)। এ হাদিস দ্বারা বুঝা যায়, যদি শক্তি-সামর্থ্য থাকে তাহলে জালিমের জুলুমকে হাত দ্বারা প্রতিহত করতে হবে। তা সম্ভব না হলে কথার দ্বারা জালিমের জুলুমকে প্রতিহত করতে হবে। আর তাও সম্ভব না হলে জালিমের জুলুমকে ঘৃণা করতে হবে।
জালিমের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়ে রব্বে কারিম ইরশাদ করেছেন, ‘তোমরা জালিম সম্প্রদায়ের মোকাবিলায় তোমাদের সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ কর।’ (সুরা আনফাল : ৬০)। জালিমের উচিত মাজলুমের বদদোয়াকে ভয় করা। কারণ রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘অত্যাচারিতের বদদোয়া থেকে বেঁচে থাকবে। কেননা তাদের বদদোয়া আর আল্লাহতায়ালার মাঝে কোনো পর্দা নেই (অর্থাৎ আল্লাহর দরবারে তাদের বদদোয়া দ্রুত কার্যকরী হয়।’ (মিশকাতুল মাসাবীহ : ১৬৮০)। অত্যাচারীদের উপর আল্লাহ লানত বর্ষণ করেন। যেমন রব্বে কারিম ইরশাদ করেছেন, ‘সাবধান! জালিমদের ওপর আল্লাহর লানত।’ (সুরা হুদ : ১৮)।
অতএব, মুসলিম হিসেবে আমাদের উচিত নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জালিমের জুলুমকে প্রতিহত করা। আল্লাহ মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হয়ে জালিমদের জুলুমকে প্রতিহত করার এবং নির্যাতিত মুসলিমদের সাহায্য করার তাওফিক দান করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনবাগে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী
পঞ্চগড়ে সিন্ডিকেট ভাঙতে তেঁতুলিয়ায় ৫৫ টাকায় আলু বিক্রি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
সিলেটে মাজিদের ফিফটি
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
দিনের শুরুতেই হাসানের জোড়া আঘাত
তারেক রহমান দেশের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতিক-মোরেলগঞ্জে কাজী খায়রুজ্জামান শিপন
ফ্যাসিবাদের দোসররাই সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির
আইপিএলের মেগা নিলামে নজর বাংলাদেশের ১২ ক্রিকেটারের উপর
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
“রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ”
বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না: আমিনুল হক
আলেম সমাজের সাথে ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে বিএনপির: ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির
৪ দিনে ভারত থেকে এলো ৭২৫ মেট্রিক টন চাল