সাহরি ও ইফতারের গুরুত্ব
১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাকে ক্ষমা করার যে কয়টি সুবর্ণ সুযোগ ও উপলক্ষ সৃষ্টি করে দিয়েছেন তাঁর মধ্যে হচ্ছে রমজানুল মোবারক। রোজা অথবা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সুস্থ -সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিটি রোজা রাখা ফরজ করে দিয়েছেন। যা অবশ্যই পালনীয়। রোজার প্রস্তুতি ঘোষণা করা হয় সাহরির মাধ্যমে এবং সমাপ্তি ঘোষণা করা হয় ইফতারের মাধ্যমে। তাই আসুন জেনে নেই,সাহরি ও ইফতারের গুরুত্ব ও ফজিলত।
সাহরির গুরুত্ব : রোজা রাখার উদ্দেশ্য মুসলমানরা সুবহে সাদিকের আগে সাহরি খেয়ে থাকেন। রোজা পালনের জন্য সাহরি খাওয়া সুন্নাত ও অধিক পুণ্যের কাজ। ক্ষুধা না থাকলেও সামান্য একটু পানি পান করাকেও সাহরি হিসেবে গণ্য করা হয়। সাহরি খাওয়ার মধ্যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এর সুন্নাহর অনুসরণ করা হয়। অন্যদিকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয়। সাহরি খাওয়া সারাদিন রোজা সুন্দর মতো রাখার জন্য সহায়ক। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, সাহরি খাওয়ার মাধ্যমে দিনের রোজা পূর্ণ করার জন্য সাহায্য নাও এবং দুপুরে ঘুমের মাধ্যমে রাতের নামাজের জন্য সাহায্য নাও।’ (ইবনে মাজাহ : ১৬৯৩)।
ক্ষিধে না থাকলে অল্প পরিমাণে হলেও সাহরি খাওয়া উচিত। হযরত আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (সা.) বলেছেন, ‘সাহরি খাওয়া বরকত। একে পরিত্যাগ করো না, যদিও এক ঢোক পানির মাধ্যমে হয়। আল্লাহ ও ফেরেশতা সাহরি ভক্ষণকারীদের জন্য রহমতের দোয়া করেন।’ (মুসনাদে আহমদ ইবনে হাম্বল : ১১১০১)। আল্লামা ইবনে নুজাইম হানাফি (রহ.) লিখেছেন, হাদিসবিদদের এমন কোনো বক্তব্য আমি স্পষ্টভাবে পাইনি যার দ্বারা প্রমাণ হয় যে, শুধু এক ঢোক পানি পান করার দ্বারা সাহরির সুন্নত আদায় হয়ে যাবে। অবশ্য হাদিসের বাহ্যিক বক্তব্য দ্বারা সাহরি খাওয়ার তাগিদ বোঝা যায়। সাহরিতে যেকোনো খাবার খাওয়া যেতে পারে। তবে সাহরিতে খেজুর খাওয়া খুবই উত্তম। হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত নবী (সা.) বলেছেন, ‘মুমিনের উত্তম সাহরি খেজুর।’ (আবু দাউদ : ২৩৪৫)।
ইফতারের গুরুত্ব : রোজা পালনে ইফতারের গুরুত্বও অপরিসীম। আবার সময় মতো ইফতার করার মধ্যেও রয়েছে অশেষ সওয়াব ও কল্যাণ। খেজুর দ্বারা ইফতার করা সুন্নত। তা না থাকলে কোন মিষ্টি জিনিস দ্বারা ইফতার করবে। তাও না থাকলে পানি বা অন্য কিছু দিয়ে ইফতার করবে। রাসূল (সা.) ইরশাদ করেছেন, তােমাদের কেহ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা তাতে বরকত নিহিত রয়েছে। আর যদি খেজুর পাওয়া না যায় তবে যেন পানি দ্বারা ইফতার করে কেননা তা পবিত্র কারী । (তিরমিযি আবু দাউদ)।
হযরত আনাস রা. বর্ণিত তিনি বলেন, নবী করিম সা. মাগরিবের নামাযের পূর্বে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন, যদি তাজা খেজুর না মিলতাে তবে কয়েকটি শুকনা খেজুর দ্বারা। ইফতার করতেন। যদি তাও না মিলতাে তবে কয়েক ঢােক পানি দ্বারা করতেন। (তিরমিযি ও আবু দাউদ)। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা চলুন, নবীর তরিকা মত ইসলামের বিধি বিধান মেনে ইবাদত-বন্দেগী পালন করি। বিশেষ করে মাহে রমজানের সাহরি, ইফতার সহ যাবতীয় কার্যকলাপে সম্পূর্ণ মহান আল্লাহ তায়ালার কৃপা লাভের চিন্তা করে পালন করি। তবেই আমাদের দুনিয়া ও আখেরাতের জীবন ধন্য হবে, ইনশাল্লাহ।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!
আওয়ামী সরকার শুধু ফ্যাসিস্ট নয় তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন
নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান
‘ফিফা ছিল খুবই দুর্বল, আমিই একে বিশাল প্রতিষ্ঠানে রূপান্তর করেছি’
ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন: রিজভী
স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: রফিকুল ইসলাম খান