শাওয়াল মাসের ফজিলত ও আমল
১২ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

হিজরি সালের দশম মাস শাওয়াল, যা রমজানের পরপরই আসে। এ মাসটি মুসলমানদের জন্য বিশেষ গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ। শাওয়াল মাসের সাথে জড়িয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল, যা আমাদের নৈতিক ও আত্মিক উন্নতির পথে সহায়ক।
শাওয়াল মাসের গুরুত্ব: শাওয়াল মাসের গুরুত্বের মূল কারণ হলো, এ মাসটি রমজান শেষে আসে এবং ঈদুল ফিতরের মাস হিসেবে পালিত হয়। ঈদুল ফিতর হলো রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক আনন্দঘন উপহার। এ মাসে মুসলমানদের জন্য শাওয়ালের ছয় রোজা রাখা বিশেষ ফজিলতপূর্ণ।
শাওয়াল মাসের আমল সমূহ: রমজানের সিয়াম রাখার পর শাওয়াল মাসের যেকোন ছয়দিন সিয়াম রাখলেই এক বছর সিয়াম রাখার সমান সওয়াব পাওয়া যাবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, অতঃপর শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করবে, সে যেন সারা বছর সিয়াম পালন করল।” (মুসলিম : ১১৬৪)।
আল্লাহ তাআলা বলেন, ‘যে কোন সৎকাজ নিয়ে এসেছে, তার জন্য প্রতিদান হবে তার দশগুণ।’ (সুরা আনআম : ১৬০)। এজন্য রমজানের সিয়াম দশ মাসের সিয়ামের সমতুল্য আর শাওয়ালের ছয়টি সিয়াম দু’মাসের সিয়ামের সমতুল্য। সুতরাং এ হলো এক বছরের সিয়াম।
শাওয়াল মাসের ছয় রোজা সম্পর্কিত কিছু বিষয় : এই সিয়াম রাখার বিশেষ কোন নিয়ম নেই, শাওয়াল মাসের যেকোন ছয় দিনই রাখা যায়। ইচ্ছা হলে একবারে ছয়টি, ইচ্ছা হলে ভেঙ্গে ভেঙ্গে বিরতি দিয়ে রাখতে পারবেন। বোনদের জন্য বা যাদের ভাংতি সিয়াম আছে, তারা প্রথমে কাজা সিয়াম রেখে এরপর শাওয়ালের সিয়ামগুলো রাখতে পারে।
শাওয়াল মাসে বিবাহ-শাদি : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ কোনো মাস বা দিনে বিয়ে করতে উৎসাহিত করেন নি বা এজন্য নির্দিষ্ট কোনো সময়-ক্ষণকে উত্তম বলেননি। তবে হাদিসে বর্ণিত হয়েছে, তিনি আয়েশা (রা.) কে শাওয়াল মাসে বিয়ে করেছেন।
উরওয়া (রহ.) হতে বর্ণিত, উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসেই বিয়ে করেছেন এবং শাওয়াল মাসেই আমার বাসর করেছেন। সুতরাং তার নিকটে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে?’ (মুসলিম : ১৪২৩)।
এ কথার উদ্দেশ্য হল, জাহেলি যুগের মানুষের এই ধারণা ছিল যে, শাওয়াল মাসে বিবাহ-শাদির অনুষ্ঠান অশুভ ও অকল্যাণকর। তিনি কথার মাধ্যমে এ ভিত্তিহীন ধারণাকে খ-ন করেছেন (শারহে মুসলিম : ২০৯)। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা (রা.) কে যেমন শাওয়াল মাসে বিয়ে করেছেন তেমনি অন্যান্য মাসে অন্যান্য স্ত্রীদেরকে বিয়ে করেছেন। পঞ্জিকায় শুভ-অশুভ দিন দেখে বিয়ের আয়োজন করা কুসংস্কার ও হারাম। আমাদের মুসলিম সমাজেও কিছু মানুষ পঞ্জিকায় শুভ-অশুভ দিন দেখে একটি শুভ দিনে বিয়ের দিন-তারিখ নির্ধারণ করে।
মূলত এ রীতি সম্পূর্ণ অজ্ঞতাপূর্ণ অলীক বিশ্বাস ও কুসংস্কার, যা হিন্দুয়ানি বিশ্বাস থেকে অজ্ঞ মুসলিমের মাঝে অনুপ্রবেশ করেছে।সুতরাং বছরের যে কোনো মাসে, যে কোনো দিন বিয়ের দিন-তারিখ নির্ধারণ করা জায়েজ। নির্দিষ্ট কোনো মাস বা দিনকে সুন্নত/মুস্তাহাব বলা সঙ্গত নয়, বরং বিয়ের মত কল্যাণময় কাজে বিলম্ব না করে যথাসম্ভব তাড়াতাড়ি দুটি হৃদয়কে পবিত্র প্রেমের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করা উচিৎ।
শাওয়াল মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও ঈমানের দৃঢ়তা অর্জনের সুবর্ণ সুযোগ। রমজানের পরপরই আসা এই মাসে আমাদের উচিত ইবাদত ও নেক আমল বাড়িয়ে ঈমানি চেতনাকে মজবুত করা।
শাওয়ালের ছয়টি সিয়ামসহ অন্যান্য আমলগুলো পালন করে আমরা আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রাপ্তির ব্যাপারে আশাবাদী হতে পারি।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এই প্রথমবারের মতো ‘বাবার কারাবাস’ নিয়ে প্রকাশ্যে কথা বললেন ইমরান খানের সন্তানদ্বয়

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন