শাওয়াল মাসের ফজিলত
২৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম

মুসলিম উম্মাহর নিকট রমজান মাস এসেছিলো রহমত, মাগফিরাত, ও নাজাতের অমিয় বার্তা নিয়ে। পুরো রমজান মাসব্যাপী মুসলিম উম্মাহ বিভিন্ন ইবাদাতে তাদের সময় কাটিয়েছে। এবার ২৯টি রোজা পেয়েছে মুসলমানরা। রমজান মাস ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শাওয়াল মাস চলছে। বরকতময় এই মাসও প্রায় শেষের পথে। শাওয়াল আরবি বছরের ১০ম মাস। শাওয়াল আরবি শব্দ। এর অর্থ উঁচু করা,পাল্লা ভারী করা, উন্নত করা, প্রার্থনায় হাত প্রসারিত করা।
শাওয়াল মাস আরবি মাসগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ মাস। বিভিন্ন হাদিসে এ মাসের অনেক বেশি তাৎপর্য বর্ণনা করা হয়েছে। এ মাসের ১ তারিখে অর্থাৎ পহেলা শাওয়াল ইদুল ফিতর বা রমজানের ঈদ উদযাপিত হয় যা মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি। এদিনে রোজাদারদের পুরস্কার প্রদান করা হয়।
পয়লা শাওয়াল ইদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব। এই মাসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে হজের, এর সঙ্গে সম্পৃক্ততা আছে ঈদের; এর সঙ্গে সম্পর্ক রয়েছে রোজা ও রমজানের এবং এর সঙ্গে যোগ রয়েছে ও জাকাতের। এ মাসের সাথে যোগসূত্র আছে ইসলামের বিভিন্ন যুদ্ধের। এ মাসের ৭ তারিখে তৃতীয় হিজরি সনে (২৩ মার্চ ৬২৫ খ্রিষ্টাব্দে) ওহুদ যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। সুতরাং শাওয়াল মাস আমল ও ইবাদতের জন্য অত্যন্ত উপযোগী ও উর্বর।
শাওয়াল মাসের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে ছয়টি রোজা রাখা সুন্নাত। গ্রাম-গঞ্জের মানুষদের এ রোজার বিষয়ে খুবই আগ্রহী ভাব লক্ষ্য করা যায়। আগেরকার দিনের মুরুব্বি মানুষেরা রমজানের রোজার মতো গুরুত্ব দিয়েই এই রোজাগুলো রাখেন। এই রোজার ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল।’ (মুসলিম: ১১৬৪; আবুদাউদ: ২৪৩৩)।
মুসলমানগণ সুদীর্ঘ এক মাস রমজানের ফরজ রোজা রাখার পর শাওয়াল মাসের এ ছয়টি রোজা রাখার প্রতি মনোনিবেশ করে। এ নফল রোজা গুলো একজন মুমিনের আমলকে খুব বেশি সুন্দর করে।আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ‘যখন তুমি (ফরজ) দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি (নফলের মাধ্যমে) তোমার রবের প্রতি অনুরাগী হবে।’ (সুরা-৯৪ ইনশিরা, আয়াত: ৭-৮)।
চাঁদের হিসেবে তিনশত চুয়ান্ন বা তিনশত পঞ্চান্ন দিনে এক বছর হয়। প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ১০ গুণ করে দিয়ে থাকেন। (সুরা-৬ আনআম, আয়াত: ১৬০)। এই হিসাবে রমজান মাসে এক মাসের (৩০ দিনের) রোজা ১০ গুণ হয়ে তিনশত দিনের সমান হয়। অবশিষ্ট চুয়ান্ন বা পঞ্চান্ন দিনের জন্য আরও ছয়টি পূর্ণ রোজার প্রয়োজন হয়।
শাওয়াল মাসের যেকোনো সময় এই ছয়টি রোজা আদায় করা যায়। ধারাবাহিকভাবে বা মাঝেমধ্যে বিরতি দিয়েও আদায় করা যায়। তবে কারো যদি রমজান মাসের ফরজ রোজা ক্বাজা থাকে তাইলেও আগে শাওয়ালের ছয়টি রোজা রেখে তারপর রমজানের ক্বাজা রোজা আদায় করা যাবে তবে আগে ফরজ গুলোর ক্বাজা আদায় করে পরে নফল এই ছয়টি রোজা রাখা যাবে।
হাদিসের ভাষ্যমতে, শাওয়াল মাসে বিয়েশাদি সুন্নাত, যেভাবে শুক্রবারে ও জামে মসজিদে ও বড় মজলিশে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নাত। কারণ মুসলিম শরিফের বর্ণনা অনুযায়ী আয়িশা (রা.) এর বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববিতেই হয়েছিল।
সুতরাং সকল মুসলমানের উচিত, দোয়া কবুলের এ মাসে, কল্যাণের এ মাসে, বছর জুড়ে রোজা পালনের সাওয়াব পাওয়ার মাসে একটানা বা বিরতি দিয়ে ৬ রোজা রাখার পাশাপাশি কথা ও প্রতিটি কাজে রমজানের আমেজ তৈরি করা। প্রতি মুহূর্তে নেক আমলে নিজেকে ব্যস্ত রাখা।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলি নৃশংস হামলায় গাজায় নিহত অন্তত ৮১ ফিলিস্তিনি

কালিগঞ্জে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল

রিয়াল ছেড়ে কেন ব্রাজিলে আনচেলত্তি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা, বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এই প্রথমবারের মতো ‘বাবার কারাবাস’ নিয়ে প্রকাশ্যে কথা বললেন ইমরান খানের সন্তানদ্বয়

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ