কবিতা
১৩ জুন ২০২৫, ১২:১৪ এএম | আপডেট: ১৩ জুন ২০২৫, ১২:১৪ এএম

পৃথিবীর পথে একটা সূর্যাস্ত
মুহাম্মদ রফিক ইসলাম
কাঁটার নিচে দাঁড়িয়ে থাকে ঘড়ি
সময় হেঁটে যায়,
রাত্রির গহিনে উজ্জ্বল হয়ে ওঠে ভোরের লাবণ্য।
পথিকের পদচিহ্ন কুড়িয়ে রাখা পথও
মানুষের বসবাসরত সাবেক পৃথিবীর মতো
রেপ্লিকা হয়ে যেতে পারে কোনদিন!
ধুলোবালি, কাদামাটির পৃথিবীর কলিজা খেয়ে
গড়ে ওঠা ইট-পাথরের নতুন পৃথিবীতে
হয়তো ‘মানুষ’ মানুষের মাঝে হয়ে যেতে পারে,
বিরল প্রজাতি ও গবেষণার বিস্ময়!
যেমন আমরা এখন এলিয়েনের নাম শুনে বিস্মিত হই।
অন্তহীন প্রতীক্ষা
ফারুক হোসেন সজীব
আমি এক পুরোনো দীপ্তিহীন প্রদীপ
নিভে যাই না-জ্বলিও না ঠিক
তেল ফুরায়, সময় টানে সলতে
তবু আলো খুঁজি, প্রতীক্ষার বিজর্সনে
আমার হৃদয় যেন এক নির্জন ঘর
জানালায় ঝোলে ভাঙা স্বপ্ন-ছিন্ন পর্দা
বাহিরে কেবলি স্নিগ্ধ, রাস উৎসব-
ভেতরে নীরবতা, শব্দহীন-বাক্যহীন
তবু মাঝে মাঝে যেন হারিয়ে যাই-
নির্জন কোন এক দ্বীপে-নিজস্বতায়
সেখানে জীবন এক বিরামহীন ট্রেন
স্টেশন পেরোয়, পেরোতেই থাকে
কোথাও নামা হয় না যেন গন্তব্যহীন
তবু অপেক্ষায় থাকে কেবলি আশা
অতঃপর হতাশা, জীবনের শেষ যাত্রা
হয়তো অন্তহীন লীন এই প্রতীক্ষা!
সাঁতার
আশরাফ চঞ্চল
নদীতে তীব্র ঢেউ
বাতাসে মাদকতার গন্ধ
ওপারে নৃত্যমগ্ন অনিন্দ্য সুন্দরী
ডাকছে ইশারায়!
ঈশান নৈঋতে জমেছে অনেক মেঘ
এই বুঝি ফুঁক দিল বাঁশিতে ইসরাফিল
ভয়ের ডঙ্কা বাজছে বিজলির চমকে চমকে
নিরাপদ আশ্রয়ে চলে গেছে ঘাটের মাঝিমাল্লা!
কোনদিন নামিনি ঝঞ্ঝা-বিক্ষুব্ধ জলে
সুন্দরীর প্রলোভনে মাথা গেছে ঘুরে
আনাড়ি সাঁতারু আমি কেমনে যাই ওপারে
সাঁতারে সাঁতারে...!
বুকের ভেতর লুকানো রোদ্দুর
জহিরুল হক বিদ্যুৎ
রাত যতই দীর্ঘ হোক তবু ভোর আসে,
অন্ধকার যখন নিজের ছায়াকেও ভয় পায়
তখনও, পূর্ব আকাশে আলো আঁচর কাটে নীরবে।
হারিয়ে যাওয়া দিনগুলো একেকটা গাছ
পাতাগুলো ঝরে গেলেও ডালে রস থাকে,
আবার গজায় নতুন কুঁড়ি হয়ে, হয়তো অন্য রঙে।
দুঃসময় নিজেই এক শিক্ষক
যে প্রশ্ন করে না শুধু তাকিয়ে থাকে;
আর আমরা উত্তর খুঁজি, আত্মার আড়ালে।
আজ জানালার ধারে দাঁড়িয়ে দেখি
একটি ছোট্ট ফুল কংক্রিট ফাটিয়ে মাথা তুলেছে।
ভাঙন মানেই শেষ নয়,
বরং শুরু হতে পারে অন্য কোনো দিক থেকে।
আলো ফিরবেই-হয় জানালার গ্লাস পেরিয়ে
নয়তো ভেতর থেকে,
যেখানে আমরা বহুদিন আগেই
একটা রোদ্দুর লুকিয়ে রেখেছিলাম।
না বলা গল্প
নকুল শর্ম্মা
তোমার জন্যই সাজানো তারার আঙিনা
গল্পের নায়িকা ছদ্মবেশী তোমার অবয়ব,
জোনাকির আলোর হাসি খিলখিল।
ভালোবাসার কবিতায় তোমার পঙক্তি--
কথার ফুলঝুরিতে ভেসে আসে রজনীগন্ধার সুবাস,
কান পেতে শুনি তোমার হৃদয়ের স্পন্দন।
স্বপ্নের মেঘেরা ডানা মেলে সুদূরে--
নীলিমার নীল সমুদ্রে তোমার নীল দুটি চোখ,
অপলক তাকিয়ে থাকি ওই নীলাদ্রির পানে।
আকাশের তারার মিটিমিটি হাসি
অধরা চাঁদ এসে চুমু খায় সন্ধ্যা দীপের কপোলে,
তোমার ওড়নায় আঁকি আমার না বলা গল্প।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

জুলাই-আগস্টে গণহত্যা: হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

অর্থকষ্টে ফর্ম ফিলাপ করতে না পারা শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা

১০০ বছর পূরণ করলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির

শ্রমিক কল্যাণে বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৫৬ লাখ টাকা অনুদান

দুমকীতে জেলা বিএনপির নবনির্বাচিত নের্তৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

বাবার চিকিৎসার জন্য গিয়ে ভারতীয়দের রোষানলে বাংলাদেশি যুবক! ভিডিও ভাইরাল

ফরিদপুরে ডেঙ্গুসহ ঠাণ্ডাজনিত রোগী হাসপাতাল ঠাঁসা , রোগী সুস্থের ফল আপেল- মাল্টা - আঙুর বিক্রি হচ্ছে চড়া দামে

আরও সাতটি দেশের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হতচকিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র

চিরিরবন্দরে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেড কর্মী নিহত

এবার সউদী আরবে সম্পত্তি কিনতে পারবে প্রবাসীরা

অবশেষে ২০ দিন পর খুলছে ঢাকা মেডিকেল কলেজ

‘হাসিনাকে রক্ষা করা অনৈতিক’—ভারতের প্রতি প্রেস সচিবের কড়া বার্তা

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ সাত জনকে পুশইন

হাসিনার গুলির নির্দেশ: ফাঁস হওয়া অডিও যাচাইয়ের পদ্ধতি প্রকাশ করল বিবিসি

হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের শুল্ক আলোচনা শুরু

হাবিপ্রবিতে কর্মকর্তাদের মধ্য হতে রেজিস্ট্রার, পরিচালক নির্ধারিত পদে নিয়োগের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

জুনিয়রদের সমকামিতায় বাধ্য করায় সাত ইসরায়েলি সেনা আটক