ঘি’র নামে খাচ্ছি কী?
১৬ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
বগুড়া সহ উত্তরাঞ্চলে ক্ষতিকর ঘি ও সরিষা তেলের রমরমা কারবার চলছে। নিম্নমানের সস্তা পাম ওয়েলে প্যারাফিন ও কেমিক্যাল মিশিয়ে খাঁটি ঝাঁঝালো সরিষা তেল এবং উগ্র সেন্টের (চিজ এসেন্স) মিশিয়ে হচ্ছে ঘাঁটি ঘি। এসব কারবারের মূল হোতাদের অধিকাংশই মাড়োয়ারি বা পশ্চিমা হিন্দু। যারা হুন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচারের সাথেও জড়িত বলে অভিযোগ রয়েছে। এদের পরিবারের অনেকই ভারতে সিটিজেনশিপ নিয়ে নিরাপদে বসবাস করছে ।
সম্প্রতি বগুড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি পদক্ষেপে ভেজাল ঘি বাজারজাত করণের এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বগুড়া সহ উত্তরাঞ্চলে ঘি বাজারজাত করণের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠানের নাম গন্ধেশ^রী ঘি। ১৯২০ সালের এই প্রতিষ্ঠানটি বগুড়া তথা উত্তরাঞ্চলে সুপরিচিত। বড় বড় অনুষ্ঠান সহ দুই ঈদে মানুষ চড়া দামে এই ব্র্যান্ডের ঘি কিনে বাসায় ফিরতো। সম্প্রতি এই ঘি বাজারজাত করণ প্রতিষ্ঠাানটি দুই নামে বিভক্ত হয়ে যায়। একটির নাম হয় আদি ও আসল গন্ধেশ্বরী ঘি। আর অন্যটি নিউ গন্ধেশ^রী ঘি নামে বাজারজাত করে আসছে। গত সোমবার বগুড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া শহরের রাজাবাজারে নিউ গন্ধেশ^রী ঘির প্রতিষ্ঠানের মালিক অজয় কুমার কুন্ডুকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ইনকিলাবকে জানান, নিউ গন্ধেশ^রী কর্তৃপক্ষের বাজারজাতকৃত ঘির নমুনা পরীক্ষা করে দেখা যায় এতে পর্যাপ্ত পরিমাণে ডালডার উপস্থিতি রয়েছে। বিষয়টি অজয় কুন্ডুকে জানানো হলে নিউ গন্ধেশ্বরী কর্তৃপক্ষের পক্ষ থেকে ভুল স্বীকার করে ভবিষ্যতে ভেজাল বা নকল ঘি বিক্রি থেকে বিরত থাকার অঙ্গিকার করেন। ২১ দিনের মাথায় দ্বিতীয় দফার পরীক্ষাতেও ফের নিউ গন্ধেশ^রী ঘির সাথে ডালডার অস্তিত্ব পাওয়া যায়। নিউ গন্ধেশ^রী ঘি বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিএসটিআই সনদ সহ ঘি কোথায় তৈরী হয় বা নিজের কারখানা না থাকলে কোন প্রতিষ্ঠান থেকে ঘি আমদানি করা হয় তার কোনো কিছুই ঠিকঠাক তথ্য উপস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ। পুনরায় তারা ক্ষমা চেয়ে ভুল ত্রুটিগুলো শুধরে নেয়ার অঙ্গীকার করায় নিরাপদ কর্তৃপক্ষ তিন লাখ টাকা জরিমানা করে।
প্রসঙ্গত আদি ও আসল গন্ধেশ্বরী ঘি এর কোনো পরীক্ষা হয়েছে কি না বা হয়ে থাকলে তাতেও ডালডার অস্তিত্ব মিলেছে কি না জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, পরীক্ষায় হয়েছে এবং ডালডার অস্তিত্ব পাওয়া গেছে। তাদেরকে মুচলেকা দিয়ে সুযোগ দেয়া হয়েছে তবে ফের পরীক্ষায় ডালডার অস্তিত্ব পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, বগুড়া থেকে এখন উত্তরাঞ্চল তথা সারাদেশেই ব্যাপকভাবে ভেজাল ঘি, সরিষার তেল এবং দই মিষ্টির সরবরাহ চলছে। সবাইকে ম্যানেজ করে এবং লাগাতার বিজ্ঞাপনী প্রচার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত, প্রলুব্ধ করে কেমিক্যাল ও প্রিজারভেটিভ ব্যবহার করা দই, মিষ্টি, ঘি, সরিষার তেল খাইয়ে জটিল রোগে আক্রান্ত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয় -প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী
শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না
অপরিকল্পিত বাধ-রাস্তা নির্মাণে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
নির্বাচনব্যবস্থা আমূল পুনর্গঠনের তাগিদ রাষ্ট্রচিন্তাবিদদের
কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬
রাজশাহীর বাঘায় আম বাগানে যুবকের লাশ
মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন
ওরেশনিক সমগ্র ইউরোপে হামলা করতে পারে: রুশ কমান্ডার
দানে পাওয়া কাপড়ের মনোরম ডিজাইনে ভাইরাল ভারতীয় একদল ডিজাইনার
কেমন হল ভিভো ভি৪০ লাইটের অভিজ্ঞতা!
তাদের রাজনীতি করতে দেবে কি-না তা দেশের মানুষই সিদ্ধান্ত নেবে: জামায়াতে সেক্রেটারি
উত্তরায় হাসপাতালে সন্ত্রাসী হামলাও লুটপাটের ঘটনায় থানায় মামলা
পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩২
আল্লাহকে পেতে হলে রাসুলের পথ অনুসরণ অপরিহার্য: মাওলানা রুহুল আমিন খান
ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার
ভোটের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে-লুৎফর রহমান আজাদ
গফরগাঁওয়ের বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছালামের ইন্তেকাল