মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
রাজধানীতে মালামালের সঙ্গে একটি দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। গতকাল শুক্রবার সকালে আজিমপুর লালবাগ টাওয়ারের পাশের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার এবং ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন জানান, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা সেবা বিভাগে সাঁটমুদ্রাক্ষরিক) চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। ঘটনার সময় শিশুটির বাবা বাসার বাইরে ছিলেন। ডাকাতরা বাসা থেকে দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী ওই পোস্টে লিখেছেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও ‘একমাত্র শিশুকে নিয়ে গেছে।’
এক নারী বৃহস্পতিবার সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন জানিয়ে লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।’
ঘটনার সময় গৃহকর্ত্রী এবং সাবলেট ওঠা ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, ‘জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তারা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকে নিয়ে চলে যায়।’
খবর পেয়ে ওই বাসায় গিয়ে সিসিটিভি ভিডিও দেখেছে পুলিশ। সেখানে তিনজন পুরুষকে বাসায় ঢুকতে দেখা যায়। পরে তাদের সঙ্গে সাবলেট ওঠা ওই নারীকে বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশ তাদের শনাক্ত করতে কাজ করছে বলে জানান ওসি।
ঘটনা সম্পর্কে ডিসি মো. জসীম উদ্দীন জানান, আমরা সকাল ৯টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারি দুর্বৃত্তরা বাসা থেকে মালামালের সঙ্গে শিশুটিকে নিয়ে গেছে। এরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানান চেষ্টা করি। তিনি বলেন, ফারজানা আক্তারের সাথে কথা বলে জানতে পারি, যে মহিলাকে তিনি সাবলেট দিয়েছিলেন তার সাথে পরিচয় হয় সাত দিন আগে। তবে তিনি ওই মহিলার ব্যাপারে কিছুই জানেন না। সকালে তিনজন পুরুষ বাসায় আসে। তারা বাসা থেকে বেশ কিছু মালামালসহ শিশুকে নিয়ে যায়। তিনি আরো বলেন, পুলিশের একাধিক টিম শিশুকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি
দেশকে এগিয়ে নিতে মেয়েদের সুশিক্ষা অর্জনের বিকল্প নেই - শেরপুরের পুলিশ সুপার
গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা: জোনায়েদ সাকি
নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার চায় - মাওলানা এবিএম জাকারিয়া
বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয় -প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী
শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না
অপরিকল্পিত বাধ-রাস্তা নির্মাণে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
নির্বাচনব্যবস্থা আমূল পুনর্গঠনের তাগিদ রাষ্ট্রচিন্তাবিদদের
কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬
রাজশাহীর বাঘায় আম বাগানে যুবকের লাশ
মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন
ওরেশনিক সমগ্র ইউরোপে হামলা করতে পারে: রুশ কমান্ডার
দানে পাওয়া কাপড়ের মনোরম ডিজাইনে ভাইরাল ভারতীয় একদল ডিজাইনার
কেমন হল ভিভো ভি৪০ লাইটের অভিজ্ঞতা!
তাদের রাজনীতি করতে দেবে কি-না তা দেশের মানুষই সিদ্ধান্ত নেবে: জামায়াতে সেক্রেটারি
উত্তরায় হাসপাতালে সন্ত্রাসী হামলাও লুটপাটের ঘটনায় থানায় মামলা