পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেলের পিলার
২৩ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
রাজধানী ঢাকার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচল করার পর থেকেই মেট্রোরেলের পিলারগুলোতে পোস্টার লাগানো শুরু হয়ে গছে। মেট্রোরেলের নিচের রাস্তায় বের হলেই শুধু চোখে পড়ে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের বড় বড় ব্যানার, পোস্টার, বিজ্ঞাপন। রাস্তার পাশের স্থাপনাগুলোর দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, উড়াল সেতুর পিলার- সর্বত্র পোস্টার, ব্যানারের ছড়াছড়ি।
রাজনৈতিক নেতাদের পোস্টার, ব্যানার, অবৈধ দেয়াললিখন, ফেস্টুন ও প্ল্যাকার্ডের ছড়াছড়ি মেট্রেরোলের পিলারগুলোতে। নির্বাচন থাকুক বা না থাকুক সারা বছর ধরে দেখা যায় এসব পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড। নেতাদের ছবি যুক্ত করে এগুলো তৈরি করা হয়। জাতীয় নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতারা এ ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাপিয়ে এভাবেই জনগণের সামনে জাহির করছে। এ ছাড়া রয়েছে বিদ্যালয়, কলেজ, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা-বিজ্ঞাপন। থাকে সিনেমার বিজ্ঞাপনের পোস্টারও। তা ছাড়া অনেক ধরনের বিজ্ঞাপনও দেয়া হয়, যা কিনা মেয়েদেরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
রাজনীতি, ধর্মীয় প্রচার, সিনেমার প্রচার থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনেরও ক্ষেত্র হয়ে উঠেছে স্বপ্নের মেট্রোরেলের প্রতিটি পিলার। রাজধানীর মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত অধিকাংশ পিলারের গায়ে সেঁটে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পোস্টার। পোস্টার লাগানোয় পিলারগুলো দিন দিন সৌন্দর্য নষ্ট হচ্ছে। মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ আইন থাকলেও প্রশাসনের সামনেই এসব চলছে।
পিলারের গায়ে প্রচার-প্রচারণার পোস্টারের পাশাপাশি লাগানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও। বায়তুল মোকাররম মসজিদের সামনে মেট্রোরেলের পিলারে লাগানো হয়েছে বেশ কয়েকটি কোচিং সেন্টারের বিজ্ঞাপন। আরও আছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলার বিজ্ঞাপন। ড্রাইভার আবশ্যক, কোচিং সেন্টারে ভর্তি চলার বিজ্ঞাপন। পিলারে বিভিন্ন পার্টির পোস্টার লাগিয়েছে দলের নেতারা। মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত পিলারগুলোতে সবচেয়ে বেশি চোখে পড়েছে ধর্মভিত্তিক সংগঠনগুলোর নানা কর্মসূচির পোস্টার।
শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে আসতেই মেট্রোরেলের পিলারে চোখে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির বিজ্ঞাপন। এমন রঙ-বেরঙের আরও চটকদার পোস্টার। এতে মেট্রোরেলের বাহ্যিক সৌন্দর্য মলিন হয়ে যাচ্ছে। এসব পিলারে দেখা যায়, স্কুল-কলেজে ভর্তির বিজ্ঞাপন, বিভিন্ন ওয়াজ-মাহফিলের পোস্টার, কবিরাজের বিজ্ঞাপনী পোস্টার। কিছু কিছু পোস্টার আবার বেশ কয়েকমাস পুরনো। রাজনৈতিক অঙ্গন সরব থাকায় বিভিন্ন সভা-সমাবেশ এবং নির্বাচন উপলক্ষে কিছু রাজনৈতিক দলের নেতার নির্বাচনী পোস্টারও লাগানো হয়েছে পিলারগুলোতে।
নগরের কয়েকজন বাসিন্দার অভিমত, কর্তৃপক্ষের তদারকির ব্যবস্থা না থাকায় মেট্রোরেলের পিলার দখল করে নিয়েছে পোস্টার। দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণে আইন রয়েছে। দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে জনসচেতনা তৈরিতে গত বছর সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলো সিটি করপোরেশন।#
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ
ছয় বছর পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে অনশনসহ কঠোর কর্মসূচির হুশিয়ার হিন্দু ধর্মাবলম্বীদের
টানা তিন সেঞ্চুরিতে তিলাকের বিশ্ব রেকর্ড
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে বাস নিহত-১ আহত-৬
কুড়িগ্রামের উলিপুরে ২ আ'লীগ নেতা গ্রেপ্তার
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!
আওয়ামী শুধু ফ্যাসিস্ট নয়, তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট: মিয়া গোলাম পরওয়ার