ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের করুণ হাল
২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়কজুড়েই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে অসংখ্য চোরাগুপ্তা খানাখন্দ। বৃষ্টির দিনে একেকটা খানাখন্দ ছোট-বড় খালে পরিণত হয়। সব মিলিয়ে বেহাল হয়ে পড়েছে সড়কটি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। রাস্তার বেহাল অবস্থা দেখে মনে হয় এ যেন এক মরণফাঁদ।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। সম্প্রতি বেশকিছু দিন অবিরাম বর্ষণে একেবারেই যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি।
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের জন্য একসময় প্রধান সড়ক হিসেবে ব্যবহার হতো ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়ক। নারায়ণগঞ্জের পাশাপাশি মুন্সীগঞ্জের বাসিন্দাদেরও ঢাকায় যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম ছিল এই সড়কটি। পরবর্তীতে ১৯৯৫ সালের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নির্মাণ কাজ শেষ হলে দ্রুত যাতায়াতে রুটটি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর দীর্ঘ কয়েক যুগেও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি থেকে চাষাঢ়া সড়কের বিভিন্ন স্থানে পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। ক্ষতবিক্ষত এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চালাতে হচ্ছে ধীরগতিতে। এছাড়া বৃষ্টি হলেতো বড় বড় গর্তগুলো একেকটা ছোট-বড় খালে পরিণত হয়। প্রায় সময়ই চোরাগুপ্তা খানাখন্দে ভরা এ সড়কে উল্টে যায় যানবাহন। এসময় একেকটা বিশাল গর্ত যেন মরণফাঁদ হিসেবে দেখা দেয়। সেইসঙ্গে দুর্ঘটনায় প্রতিদিন আহত হন এ পথে চলাচলকারী মানুষজন। প্রায় সময় এখানে নষ্ট হয়ে যায় যানবাহন। মাঝ সড়কে বিকল হয়ে যাওয়া যানবাহন ভোগান্তি ও যানজট বৃদ্ধি করে বহুগুণ।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন শাসনগাঁওয়ের বিসিক শিল্পনগরী এলাকায় আছে অন্তত সহস্রাধিক শিল্পপ্রতিষ্ঠান, যাতে অন্তত কয়েক লাখ শ্রমিক কাজ করছে। ফতুল্লার মুন্সীখোলা এলাকায় রড সিমেন্টের পাইকারি ব্যবসাকেন্দ্র, আলীগঞ্জ ও দাপায় পাথর ও বালুব্যবসা, ফতুল্লার পঞ্চবটি, নরসিংহপুর, বক্তাবলী এলাকায় শতাধিক ইটভাটা, বিভিন্ন স্থানে অর্ধশতাধিক রি-রোলিং মিল, পঞ্চবটিতে মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম তেলের ডিপো অবস্থিত।
এসব শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, তেলের ডিপোর ট্যাংকলরিসহ কয়েক হাজার যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়ক দিয়ে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় গড়ে ওঠা শাহ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ক্রাউন সিমেন্টসহ বেশ কিছু কারখানার কয়েকশ’ কাভার্ডভ্যান প্রতিনিয়ত সড়কটি দিয়ে যাতায়াত করছে। এছাড়া গণপরিবহন তো আছেই।
সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি হাজী নুরু উদ্দিন আহম্মেদ বলেন, সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিসিক শিল্পনগরী। বর্তমানে এ সড়কটিকে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন দফতরের সমন্বয়ের অভাবে সড়কটি সংস্কার হচ্ছে না। আমাদের দাবি সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর বলেন, আমরা এরইমধ্যে সড়কটিতে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়িয়েছি। পাশাপাশি আশপাশের বিভিন্ন কারখানার মালিকদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ থেকে ২০ জন লোক নেওয়া হবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। তাদের আমরা যথাযথ প্রশিক্ষণ দিয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করবো। যাতে করে যানজট কিছুটা দূর করা যায়।
তিনি আরো বলেন, আমরা একাধিকবার নারায়ণগঞ্জ সওজকে বলেছি সাময়িকভাবে হলেও সড়কটি সংস্কার করে দেন। তারা বলে, সড়কটি তাদের নিয়ন্ত্রণাধীন নয়। ঢাকা থেকে টেন্ডার না হলে এ সড়কের সংস্কার কাজ করা সম্ভব না। দুই মাস আগে এ সড়ক নিয়ে ঢাকার সওজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা তখন আমাদের জানিয়েছিল, চায়না কোম্পানির ওই প্রজেক্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সড়কের কাজ শুরু করা সম্ভব না। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সড়কের সংস্কার কাজ শুরু করানোর। সংস্কার কাজ হয়ে গেলে সড়কটিতে আর যানজট থাকবে না।
নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এ সড়কটি আমাদের অধীন নয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র একটি চিঠি দেন আমাদের অধীনে দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের আর দেওয়া হয়নি। আমাদের অধীনে থাকলে সাময়িক সময়ের জন্য হলেও সংস্কার করে দেওয়া যেতো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ