বিদেশি শিক্ষার্থী বাড়াতে উচ্চশিক্ষার মানোন্নয়নের পরামর্শ শিক্ষা মন্ত্রণালয়ের
২২ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
মঙ্গলবার উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বিশেষত শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় রাজধানীর একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, দেশে পাবলিক, প্রাইভেটসহ বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা না গেলে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী এ দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হবে না। এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ আরও উন্নত করতে হবে। এটি নিশ্চিত করা গেলে বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ সম্মানজনক স্থান অর্জন করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত-সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর। এছাড়া, কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ফায়েজ বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সার্কভুক্ত দেশের তুলনায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার জন্য তিনি সরকারকে পরামর্শ দেন।
কর্মশালায় শিক্ষাবিদ ও গবেষকগণ উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে দেশের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত একাডেমিক সেশন চালু রাখা, বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আমন্ত্রণ জানানো, শিক্ষা মন্ত্রণালয়ে আঞ্চলিক উচ্চশিক্ষার জন্য ডেস্ক চালু করা, বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অফিস খোলা, শিক্ষার্থী বিনিময়, ক্রেডিট ট্রান্সফার , যৌথ ডিগ্রি, এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন, ফেলোশিপের সুযোগ রাখা, দেশের অভ্যন্তরে এবং সার্কভুত্ত দেশের বিশ্ববিদ্যালয় সমূহে ভিজিটিং প্রফেসরের সুযোগ রাখা, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা, সব প্রোগাম অ্যাক্রেডিটেশনের আওতায় নিয়ে আসা, গবেষণায় মেধা অন্বেষণ কর্মসূচি গ্রহণ করা, মৌলিক গবেষণার জন্য একাধিক বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, সার্কভ‚ক্ত দেশের শিক্ষার্থীদের জন্য সার্ক বৃত্তি প্রোগ্রাম পুনরায় চালু করার সুপারিশ করেন।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সাম্য দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা: ছাত্রদল সভাপতি

‘সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক’

মাদক আস্তানায় পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান: হাসনাত আবদুল্লাহ

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে পরিবর্তন করছে সরকার

বাংলাদেশের নির্বাচন পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

‘মুসলিমদের সঙ্গে শত্রুতা বন্ধ করুন’— ভারতের প্রতি ওমানের গ্র্যান্ড মুফতির আহ্বান

২০২৪ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির রেকর্ড দেখেছে পৃথিবী

ইতালির মাউন্ট এটনায় ফের অগ্ন্যুৎপাত, ছড়াচ্ছে উত্তপ্ত লাভা-ছাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সউদী আরবের ৩০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি

সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প

গাজায় যুদ্ধ থামবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরায়েলি নৃশংস হামলায় গাজায় নিহত অন্তত ৮১ ফিলিস্তিনি

কালিগঞ্জে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল

রিয়াল ছেড়ে কেন ব্রাজিলে আনচেলত্তি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা, বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এই প্রথমবারের মতো ‘বাবার কারাবাস’ নিয়ে প্রকাশ্যে কথা বললেন ইমরান খানের সন্তানদ্বয়

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ