উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী হলে আমরা কি পরবাসী?
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হতে দেখা যায় এবং সেই সাথে ভারতের সেভেন সিস্টার থেকেও বাংলাদেশ নিয়ে নানা উস্কানি লক্ষ্য করা যায়। এ বিষয় নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে দৈনিক ইনকিলাবকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রশ্ন করা হয়।
জবাবে রুহুল কবির রিজভী বলেন, এ ব্যাপারে বিএনপির অবস্থান সবসময় ক্লিয়ার। বিএনপির রাজনীতির মূল যে দর্শন- বাংলাদেশী জাতীয়তাবাদ এই শব্দ দিয়েই সবাইকে একোমেডেট করার একটা পলিটিকাল দর্শন জিয়াউর রহমান করে গেছেন।
তিনি বলেন, এই দেশে বসবাস করি বাংলাদেশের নাগরিকদের যাতে যথার্থ বিকাশ হয়। কোনো পশ্চাৎপদ জনগোষ্ঠী যাতে না থাকে এখানে নৃগোষ্ঠী থাকতে পারে, বিভিন্ন উপজাতি থাকতে পারে কিন্তু কেউ দেশের নাগরিক হিসেবে যেন বঞ্চনার শিকার না এটা আমরা মনে করি। তবে সাম্প্রতিক ঘটনাগুলো আমি মনে করি এখানে নানা ধরনের উস্কানি আছে, আন্তর্জাতিক থেকে শুরু করে দেশেও। মোট কথা দেশকে অস্থিতিশীল করা।
রিজভী বলেন, বর্তমান যে পরিবর্তনের পরে বাংলাদেশের ইন্টার্নাল রাজনীতিতে কারো সমালোচনা করছি, ডিবেটে মত্ত আছি সেটা থাকতে পারে। কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে উস্কে দেওয়ার পেছনে কোনো কারণ আছে, কারো হস্তক্ষেপ আছে। আদিবাসী মিছিলে আক্রমণ নিয়ে এটা নিন্দনীয়।
আমি গণতান্ত্রিক আন্দোলনের সামান্য একজন সৈনিক হিসেবে এরশাদের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুরুতর আহত হয়েছি উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ব্যাপারে আমার সহানুভূতি আছে। যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বা প্রতিষ্ঠার সংগ্রামে কোনো নৃগোষ্ঠী সে বাঙালী হোক বা চাকমা হোক বা ত্রিপুরা হোক কেউ যেন বঞ্চনার শিকার না হয়। সবাই বাংলাদেশী প্রত্যেকের সামগ্রিক বিকাশ সাধন করতে হবে, আমি এটা মনে করি। কিন্তু কোনো দিক থেকে যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে বা অন্য কিছু করার ইচ্ছা থাকে সেটা বিরুদ্ধে বলবো সেখানে যারা সশস্ত্র সংগ্রাম করে তারা অস্ত্র পায় কথা থেকে, কে অস্ত্র দেয় এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে।
উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠী ইস্যুতে রিজভী বলেন, তারা আদিবাসী হলে আমরা কি? আমরা কি আদিবাসী নই? আমাদের তো বসবাসের কোনো ডেট-তারিখ নেই। যেমন আমেরিকান সাদা চামড়ার মানুষেরা ১৪৯২ সালে তারা আমেরিকা খুজে পেয়েছে। তারা আদিবাসী হলে আমরা কি পরবাসী?
তিনি আরও বলেন, জাতীয়তাবাদের যে ধারণা সে অনুযায়ী আমারা সবাই এক জাতি। আমরা প্রত্যেকেই নাগরিক। বায়োলজিকাল কারনে তাদের একধরনের পার্থক্য হতে পারে। কিন্তু সেই জনগোষ্ঠীকে আদিবাসী বলতে হবে সেটা আমার কাছে মনে হয় দ্বিধার বিষয়। নাগরিক হিসেবে আমরা সবাই সমান। নৃগোষ্ঠীর অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমাদের রাজনৈতিক সংগ্রাম যখন এক। তারা কোনোভাবে আক্রান্ত হলে এটা নিন্দনীয়।
সাক্ষাৎকারটি নিয়েছেন দৈনিক ইনকিলাবের সহাকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিংগাইরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা-মোরেলগঞ্জে বিএনপি নেতা কাজী মনির
মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দ
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
দুর্নীতির অভিযোগে ইফার কর্মকর্তা শফিকুর সাময়িকভাবে বরখাস্ত
উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে : আসিফ মাহমুদ
চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র
বাগেরহাট জেলা হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের প্রমাণ
ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর
বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন
মাদক ব্যবসায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
চাটখিলে থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
লাকসামে সমবায়ের বার্ষিক সাধারণ সভায় -এড.সুজন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
কুয়াশার চাদরে ঢাকা সিলেটে, শীতের দাপটে কাহিল জনজীবন
মুজিবনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ