সেঞ্চুরিতে তামিমের পাশে মুশফিক
০৫ এপ্রিল ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৬ পিএম
সাকিব আল হাসানের সেঞ্চুরিকে মনে হচ্ছিল ¯্রফে সময়ের ব্যাপার। কিন্তু বাজে এক শট খেলে বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ৮৭ রানে। নন স্ট্রাইক পান্তে হতাশার ভঙ্গি করলেন মুশফিকুর রহিম। যেন বোঝাতে চাইলেন, সেঞ্চুরিটা কেউ এভাবে ফেলে দিয়ে আসে! মুশফিক নিজে তেমন কোনো ভুল করলেন না। দারুণ ব্যাটিংয়ে ঠিকই পৌঁছে গেলেন তিন অঙ্কের ঠিকানায়।
ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি দিনের শুরুতেই। আগের দিন শেষ বলে আউট হন তামিম ইকবাল। গতকাল সকালে মুমিনুল হকের সঙ্গে ক্রিজে যান মুশফিক। চার নম্বরে তিনি সচরাচর ব্যাট করেন না। এ দিন দুর্দান্ত সব শটের পসরা সাজিয়ে সেঞ্চুরি করে ফেললেন দ্বিতীয় সেশনেই। এই পজিশনে যা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে দশম টেস্ট সেঞ্চুরিতে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে এই দুজনের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল আর মুমিনুল হকের (১১টি)।
সকালে খেলা শুরুর পরপরই আল শটে লেগ স্টাম্পে বোল্ড হন মুমিনুল। ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে তখন বেশ বিপদে বাংলাদেশ। সাকিব ও মুশফিকের জুটিই তখন উদ্ধার করে দলকে। সেই উদ্ধারপর্ব মানে সেফ টেনে তোলা নয়, দুজনের ব্যাটে দারুণ গতিতে ছুটতে থাকে রানের চাকা। মুশফিক ছন্দে থাকলে যেমন খেলেন, সেসবের সবটুকুই ছিল এ দিন। দারুণ সব ড্রাইভ, পুল, কাটের সঙ্গে ছিল তার প্রিয় সুইপ ও রিভার্স সুইপ। সুইপ শটে চার মেরেই ফিফটি স্পর্শ করেন তিনি ৬৯ বলে। টেস্টে যথেষ্টই দ্রুতগতির ফিফটি। তার পরও মুশফিককে মনে হচ্ছিল কিছুটা মন্থর, আরেকপাশে সাকিবের ফিফটি যে ছিল ৪৫ বলে!
দুজনের জুটির শতরান আসে ¯্রফে ১০৯ বলেই। তাতে একটি রেকর্ডে নাম লেখা হয়ে যায় তাদের। দুজনের একসঙ্গে পঞ্চম শতরানের জুটি এটি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটির রেকর্ডে ছুঁয়ে ফেলেন তারা জাভেদ ওমর বেলিম ও হাবিবুল বাশার জুটিকে। ফিফটির পরও একই গতিতে ছুটতে থাকেন দুজন। কিন্তু সাকিব থমকে যান শতরানের কাছাকাছি গিয়ে। তবে মুশফিক নির্ভরতার ছড়িয়েই সেঞ্চুরিতে পা রাখেন ১৩৫ বলে। তার ইনিংসে তখন চার ১৩টি, ছক্কা ১টি।
ব্যাটিংয়ে বেশি মনোযোগ দেওয়ার জন্য তিনি টেস্টে কিপিং করছেন না কয়েক বছর ধরেই। ২০১৮ সালের পর একটি টেস্টেই তিনি কেবল কিপিং করেছেন, ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে। তবে কিপিং না করার এই সময়টাতেও বেশির ভাগ সময় নম্বরেই ব্যাটিং করতে দেখা গেছে তাকে। এবারে চারে ব্যাট করে পেলেন সাফল্য। চার নম্বরে ১৬ ইনিংস খেলে তার প্রথম সেঞ্চুরি এটি। আগের ৯ সেঞ্চুরির ৪টি ছিল পাঁচে, ৪টি ছয়ে আর একটি সাতে।
সেঞ্চুরির পরও এগিয়ে যাচ্ছেন তিনি। আরেকপ্রান্তে লিটন কুমার দাস দারুণ কিছু শট খেলার পর আউট হয়ে গেছেন আল গা শট খেলে। কিন্তু মুশফিকের মনোযোগে চিড় ধরেনি। চা বিরতির সময় তিনি অপরাজিত ১২৪ রানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ