টেস্টে নিজেদের চূড়ায় মুশফিক-তাইজুল
১২ এপ্রিল ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪১ পিএম
চৈত্রের খরতাপে যেখানে বাইরো বেরুনোই দুষ্কর, সেখানে রোজা রেখে প্রথম ইনিংসে করলেন ঝলমলে ১২৬ রানের ইনিংস। সেই ধারাবাহিতকা ধরে রাখলেন দ্বিতীয় ইনিংসেও, এবারও রোজা রেখে করলেন জয় ছিনিয়ে আনা অপরাজিত ৫১। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টে দুই ইনিংসেই ছন্দে ছিলেন মুশফিকুর রহিম। একই ম্যাচে বল হাতে তাইজুল ইসলাম নিয়েছিলেন যথাক্রমে ৫ ও ৪টি করে মোট ৯ উইকেট। মিরপুর টেস্টে আইরিশদের বিপক্ষে নৈপুণ্যের ফলে দুজনেরই রেটিং বেড়েছে। উঠে গেছেন ক্যারিয়ার-সেরা টেস্ট র্যাঙ্কিংয়েও। গতকাল প্রকাশিত আইসিরি আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেখা যায় ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে মুশফিক ১৭ নম্বরে, বোলারদের র্যাঙ্কিংয়ে তাইজুল ২০ নম্বরে।
মুশফিক এর আগেও একবার ১৭ নম্বরে উঠেছিলেন। সেটি গত বছরের মে মাসে শ্রীলঙ্কা সিরিজের পর। তাইজুলের ক্যারিয়ার–সেরা র্যাঙ্কিং ছিল ২১, ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জেতা মুশফিক মোট ৫ ধাপ এগিয়েছেন, রেটিং ৬৭৪। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬৮৪ রেটিং নিয়ে ১৫ নম্বরে আছেন লিটন দাস। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৮ নম্বরে। দ্বিতীয় ইনিংসে বল হাতে ২ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়েছেন সাকিব, আছেন ২৬ নম্বরে।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে শীর্ষে এখন তাইজুলই। তবে হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ১৫ ধাপ এগিয়েছেন ইবাদত হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ডানহাতি এ পেসার এখন ৬৭ নম্বরে অবস্থান করছেন। এটি তার ক্যারিয়ার–সেরাও। এর আগে গত বছরের এপ্রিলে সর্বোচ্চ ৭৯ নম্বরে উঠেছিলেন।
বাংলাদেশের ব্যাটসম্যান-বোলার বাদ দিলে টেস্ট র্যাঙ্কিংয়ের ওপরের দিকে পরিবর্তন একদমই হয়নি। ব্যাটসম্যানদের প্রথম তিনে যথারীতি মারনাস লাবুশেন, কেইন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। আর বোলারদের সেরা তিনে রবিচন্দ্রন অশ্বিন, জিমি অ্যান্ডারসন ও প্যাট কামিন্স।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন (ব্যাটিংয়ে) বাবর আজম, রেসি ফন ডার ডুসেন ও ইমাম উল হক এবং (বোলিংয়ে) জশ হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট ও মোহাম্মদ সিরাজ। আর টি-টোয়েন্টিতে (ব্যাটিংয়ে) সূর্যকুমার যাদব, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম এবং (বোলিংয়ে) রশিদ খান, ফজলহক ফারুকি ও জশ হ্যাজলউড। ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। টেস্টে আছেন তিনে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ