চার সেঞ্চুরির দুটিই ডাবল!
২৭ এপ্রিল ২০২৩, ০৯:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান ৯৫২। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। চলমান গল টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক লঙ্কানরা যেভাবে ব্যাটিং করছিল, তাতে চাইলেই চার অংকের রান স্পর্ষ করতে পারতো তারা। তবে আধুনিক ক্রিকেটে ম্যাচ জেতাটা জরুরী। তাই গতকাল চতুর্থ দিনে নিশান মাদুশঙ্কা ও কুশল মেন্ডিসের দ্বিশতক ও অ্যাঞ্জেলো ম্যাথুসের শতকের পর প্রথম ইনিংসে ৩ উইকেটে ৭০৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে ৫৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড। আজ শেষ দিন ইনিংস হার এড়াতে আরও ১৫৮ রান করতে হবে তাদের।
মাদুশঙ্কা ও মেন্ডিস চতুর্থ দিনের খেলা শুরু করেন ১ উইকেটে ৩৫৭ রান নিয়ে। গ্রাহাম হিউমের বলে সিঙ্গেল নিয়ে মেন্ডিস তিন অংক স্পর্ষ করেন ১৩১ বলে। ১ উইকেটে ৪৮৯ রানের স্কোর নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় শ্রীলঙ্কা। তবে বিরতির আগেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবলে পরিণত করলেন মাদুশকা। বিরতির পরে অবশ্য তিনি ২০৫ করে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে কাটা পড়েন।
মাদুশঙ্কা ফেরার আগেই ১৫০ পেরিয়েছিলেন মেন্ডিস, ছুটতে থাকেন এরপরও। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি পেতে তাকে খেলতে হয়েছে ২৬৩ বল। দ্বিশতকের পরই ২৮ বলেই তোলেন ৪৫ রান। হিউমকে তুলে মারতে গিয়ে লং অফে ম্যাথু হামফ্রিসের দারুণ ক্যাচে পরিণত হন ২৯১ বলে ২৪৫ রানের ইনিংস খেলে। ইনিংসে মেন্ডিস মারেন ১১টি ছক্কা। আর একটি হলেই ওয়াসিম আকরামের এক ইনিংসে ১২ ছক্কার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলতেন তিনি।
ম্যাথুসকে সঙ্গ দিতে নেমেছিলেন দিনেশ চান্ডিমাল, যদিও চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। এরপর শ্রীলঙ্কাকে নিয়ে ছোটা ম্যাথুস ৭৭ বলে ফিফটি পূর্ণ করেন। আর সেঞ্চুরি করতে খেলেন ১১৪ বল। টেস্টে এ নিয়ে মাত্র তৃতীয়বার কোনো দলের প্রথম চার ব্যাটসম্যান একই ইনিংসে সেঞ্চুরি পেলেন। ম্যাথুসের সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করে দেন করুনারতেœ। শ্রীলঙ্কা তাদের ইতিহাসে সপ্তমবারের মতো ৭০০ রানের স্কোর ছুঁয়ে ফেলে আগেই।
২১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড জেমস ম্যাককলামকে হারায় পঞ্চম ওভারেই। পিটার মুরকে ফিরতে হয় প্রবাত জয়াসুরিয়ার বলে ক্যাচ দিয়ে। অধিনায়ক অ্যান্ডি বলবার্নির সঙ্গে হ্যারি টেক্টর আজকে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু