ফখরের সেঞ্চুরিতে ৫০০তম জয়ের মাইলফলক পাকিস্তানের
২৮ এপ্রিল ২০২৩, ০৫:৩৪ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজের প্রথম ওয়ানডে জিতে মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের জয় ৫ উইকেটে। ২৮৯ রানের লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে যায় ৯ বল হাতে রেখে।
এ জয়ের ফলে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের ৫০০তম জয় এটি। অস্ট্রেলিয়া (৫৯৪) ও ভারতের (৫৩৯) পর তৃতীয় দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করল তারা।
এই সংস্করণে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ১১৪ বলে ১৩ চার ও এক ছক্কায় ১১৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ফখর। রাওয়ালপিন্ডিতে কিউইদের দেয়া ২৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
জয়ের লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতেই স্বাগতিকদের দুর্দান্ত শুরু এনে দেন ফখর জামান ও ইমাম-উল-হক। দলীয় ১২৪ রানে ইমাম-উল-হক ৬০ রানের ইনিংস খেলে আউট হলেও জামান তুলে নেন শতক। দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে তিনি আউট হন ১১৪ বলে ১১৭ রানের ইনিংস খেলে। তার ইনিংসটি ১৩ চার ও ১ ছক্কার মারে সাজানো ছিল।
মাঝে বাবর আজম ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৪৬ বলে ৩ চার ও ১ ছক্কায় তিনি ৪৯ রান করে অ্যাডাম মিলনের শিকার হন। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৩৪ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। কিউইদের হয়ে ৬০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। একটি করে উইকেট দখলে নেন ব্লাইর টিকনার, ইশ সোদি ও রাচিন রবীন্দ্র।
এর আগে কিউইদের হয়ে ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়েছিলেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। দলীয় ৪৮ রানে ওপেনার চাদ বোয়েস আউট হলে দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েন ইয়ং-মিচেল। শাদাব খানের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৭৮ বলে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন ইয়ং।
দলকে ২৬০ রানে পৌঁছে দিয়ে ১১৩ রানে আউট হন মিচেল। তার ইনিংসটি ১১ চার ও ১ ছক্কায় সাজানো ছিল। কিন্তু বাকিরা খুব একটা সুবিধা করতে না পারায় দলীয় সংগ্রহ ৩০০ পার করা সম্ভব হয়নি। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
এ জয়ের ফলে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দুদলের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৯ এপ্রিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা