আইরিশদের উড়িয়ে শ্রীলঙ্কার ‘সেঞ্চুরি’
২৮ এপ্রিল ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম
প্রথম ইনিংসে আয়ারল্যান্ড যে দাপুটে ব্যাটিং করেছিল তার লেশ মাত্রও দেখা গেল না দ্বিতীয় ইনিংসে। আইরিশদের এবারের এশিয়া সফরে দারুণ ছন্দে থাকা হ্যারি টেক্টর অবশ্য চেষ্টার ত্রুটি রাখলেন না। তবে অন্য প্রান্ত থেকে কেউ সেভাবে সমর্থন দিতে না পারায় হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। টেক্টর অবশ্য নবম উইকেট জুটিতে ম্যাথিউ হামফ্রিসকে নিয়ে ইনিংস হার এড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু আসিথা ফার্নান্দোর পরপর দুই ইউর্কারে উড়ে গেল টেক্টর ও বেন হোয়াইটের স্টাম্প। আইরিশদের ইনিংস শেষ ২০২ রানে। গতকাল গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১০ রানে জিতল স্বাগতিক শ্রীলঙ্কা। যা ছিল লাল বলের ক্রিকেটে তাদের শততম জয়।
পঞ্চম দিনে ২ উইকেটে ৫৪ রান নিয়ে খেলা শুরু করে আয়ারল্যান্ড। দিনের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর বাউন্সার হেলমেটে লাগলে মাঠ ছেড়ে যান অ্যান্ডি বালবার্নি। পরের ওভারেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পল স্টার্লিংকে ফিরিয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট পূর্ণ করেন প্রবাথ জয়াসুরিয়া। ১৮৯৩ সালে ইংল্যান্ডের থমাস রিচার্ডসন ৫০ উইকেট নেন ৭ টেস্টে। এরপর ২০১২ সালে ৭ টেস্টে উইকেটের পঞ্চাশ পূরণ করেন দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডার। ১৮৮৮ সালে মাত্র ৬ টেস্টে ৫০ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার চার্লি টার্নার। এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। তবে স্পিনারদের মধ্যে দ্রুতগতিতে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ডটা প্রবাথেরই।
দলীয় ৭৮ রানে ফিরে যান লরকান টাকারও। আর দলীয় ১০৩ রানে কার্টিস ক্যম্ফার সাজঘরে ফিরলে বিপদেই পড়ে যায় সফরকারীরা। এরপর কাপ্তান বালবার্নির সঙ্গে ৪০ রানের জুটি গড়েছিলেন টেক্টর। হাফসেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে রমেশ মেন্ডিসের বলে আউট হন আইরিশ অধিনায়ক। তবে এক প্রান্ত আগলে এগিয়ে যেতে থাকেন টেক্টর। আইরিশরা ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখলেও, আসিথার গতিতে উড়ে যায় তা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। শ্রীলঙ্কার পক্ষে ৫টি উইকেট পান রমেশ মেন্ডিস। এছাড়া আসিথা ৩টি ও প্রবাথ ২টি উইকেট পান। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৪৯২ রান। জবাবে ঝরো গতিতে ৩ উইকেটে ৭০৪ রান তুলে নিজেরদের প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
এক ইনিংসে সাড়ে চারশর বেশি রান করে চতুর্থ দল হিসেবে হারল আয়ারল্যান্ড। বাকি তিন দল- ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টেও ইনিংস ও ২৮০ রানের ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ৩১১ ম্যাচে এসে শততম জয় পেল লঙ্কানরা। টেস্টে অষ্টম দল হিসেবে এই কীর্তি গড়ল তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা