হায়দরাবাদ নয়, যেন রাওয়ালপিন্ডিতে খেলেছেন রিজওয়ান

‘গাজার ভাইবোনদের’ সেঞ্চুরি উৎসর্গ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে যেন উড়ছেন! প্রথম ম্যাচে ফিফটির পর শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ওয়ানডে বিশ্বকাপে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। যেভাবে অপরাজিত থেকে ৩৪৪ রান তাড়া করে দলকে জিতিয়েছেন, স্বাভাবিকভাবেই এই সেঞ্চুরির বিশেষ তাৎপর্য আছে রিজওয়ানের কাছে। ‘বিশেষ’ এই সেঞ্চুরি গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।
গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে ইসরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক শ মানুষ নিহত হন। এ ঘটনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। গতকাল টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’
আগের রাতে রিজওয়ানের অপরাজিত সেঞ্চুরি ও আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতেই পাহাড়সম রান তাড়া করে পাকিস্তান। শুরুতেই দুই উইকেট খোয়ানো পাকিস্তানকে পথ দেখান আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। শফিক আউট হয়ে ফিরে গেলেও থামেননি রিজওয়ান। শরীরও বেঁকে বসেছিল। তবে সব বাধা সামলে জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন তিনি। হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দলের ৬ উইকেটের জয়ে অপরাজিত ১৩১ রান করেন রিজওয়ান। ১২১ বলের অনবদ্য ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। এমন সেঞ্চুরিতে ম্যাচসেরাও হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রিজওয়ান। টুইটে তিনি লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।’
হায়দরাবাদে আসার পর থেকেই উষ্ণ আতিথেয়তা পেয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সেই আতিথেয়তার ছবি ও ভিডিওতে ভরে গেছে সামাজিকমাধ্যম। শুধু মাঠের বাইরে নয়, মাঠেও দারুণ আতিথেয়তা পেয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা। গ্যালারীতে বড় অংশের সমর্থন ছিল তাদের পক্ষেই। যেন ঘরের মাঠের আমেজই পেয়েছেন তারা। এদিন ৩৯ হাজার দর্শক ধারণ ক্ষমতার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারীতে উপস্থিত ছিলেন ২৪ হাজার ১৮১ জন। যার অধিকাংশ সমর্থক চিৎকার করেছেন পাকিস্তানের পক্ষে। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে উপস্থিত ৯০০০ সমর্থকের প্রায় পুরো সমর্থনই পেয়েছেন তারা।
পাকিস্তানি সমর্থকদের এমন সমর্থন পাওয়া দেখে অনেকেই গুঞ্জন চলছে, আসলেই কি তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে খেলছেন? অন্তত রিজওয়ান মনে করছেন এমন কিছুই। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলে সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেছেন, ‘আমার মনে হয়েছে আমি রাওয়ালপিন্ডিতে একটা ম্যাচ খেলছি।’ হায়দরাবাদের জনতা মূলত ক্রিকেটকে সমর্থন করেছেন বলেই মনে করেন রিজওয়ান, ‘দর্শক আজ যেভাবে ভালোবাসা দিয়েছে, আর শুধু আমাকে নয়, পুরো পাকিস্তান দলকে ভালোবাসা দিয়েছে। আসলে তারা শ্রীলঙ্কাকেও সমর্থন করেছিল। আমি খুশি যে হায়দরাবাদের জনতা ক্রিকেটকে সমর্থন করেছে, শ্রীলঙ্কা এবং আমরা উভয়ই। আমি তাদের সঙ্গে অনেক মজা করেছি।’
বিশ্বকাপে এবার প্রথম দুটি জয় তুলে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ব্যাটাররা সে অর্থে জ্বলে না উঠলেও আগের তো বিশ্বকাপে নতুন নজির গড়েছেন তারা। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন তাদের। এমন জয়ের পর উজ্জীবিত দলটি এখন নজর দিচ্ছেন স্বাগতিকদের উপর। কারণ পরের ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচ নিয়ে রিজওয়ান বলেন, ‘আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছি এবং এখন শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি। আহমেদাবাদে আমাদের পরবর্তী ম্যাচ। আমাদের মধ্যে এখন গতি আছে। আগামীকাল (আসলে শনিবার), আমাদের পরবর্তী ম্যাচ, সবাই জানে এটা ভারতের সঙ্গে। তবে তারাও আসবে তাদের পরিকল্পনা নিয়ে, আমরাও আসব আমাদের পরিকল্পনা নিয়ে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক
নাহিদের দুর্দান্ত স্পেলে টানা দ্বিতীয় জয় রংপুরের
নাহিদ তোপে বিধ্বস্ত সিলেট
টিভিতে দেখুন
অ্যাডহক কমিটির মেয়াদ আসলে কতদিন?
আরও

আরও পড়ুন

জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর-ধানমন্ডিতে আগুন

জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর-ধানমন্ডিতে আগুন

অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল

অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল

দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা

দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা

হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র

হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত

প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত

হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত

সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে

সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে

ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি

ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি

আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান

আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল

ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক

ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক

রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি

রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি

খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক

খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক

মেহেরপুরে প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন

মেহেরপুরে প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন

সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সৈয়দপুরে -বেবী নাজনীন

সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সৈয়দপুরে -বেবী নাজনীন

কিশোরগঞ্জের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্চায় ব্যস্ত

কিশোরগঞ্জের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্চায় ব্যস্ত