ওয়াইডের ‘বাদশাহ’ পাথিরানা
১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
শ্রীলঙ্কা দলে মাতিশা পাথিরানার কাজটা কী? সিøঙ্গিং অ্যাকশনে ব্যাটসম্যানকে চমকে দিয়ে উইকেট নেবেন, এক প্রান্তে ব্যাটসম্যানদের আটকে রাখবেন। ২০ বছর বয়সী পাথিরানা যেন করছেন এর উল্টোটা। ব্যাটসম্যানদের এক প্রান্তে আটকে রাখবেন কী, পাথিরানা তো নিজের লাইন-লেংথই ঠিক রাখতে পারছেন না। একের পর এক অতিরিক্ত রান দিয়ে ব্যাটসম্যানদের চাপ আরও কমিয়ে দিচ্ছেন। একটি পরিসংখ্যান দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
পাথিরানার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে এ বছরের ২ জুন। এরপর এই পেসার খেলেছেন ১২টি ওয়ানডে। এই ১২ ম্যাচে পাথিরানা ওয়াইড দিয়েছেন ৫৭টি। অর্থাৎ ম্যাচপ্রতি প্রায় ৫টি ওয়াইড দিচ্ছেন এই পেসার। জুন থেকে এখন পর্যন্ত তার চেয়ে বেশি ওয়াইড দেননি আর কোনো বোলার। এই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়াইড দিয়েছেন যিনি, সেই আলজারি জোসেফও পাথিরানার চেয়ে অনেক পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পেসার জোসেফ ৭ ম্যাচে ওয়াইড দিয়েছেন ২২টি।
তালিকায় পরের দুটি নাম আফগানিস্তানের বোলারদের। এই সময়ে ১২ ইনিংসে আফগান পেসার ফজলহক ফারুকি ওয়াইড দিয়েছেন ২১টি। সমান ম্যাচে একই পরিমাণ ওয়াইড দিয়েছেন মুজিব উর রেহমান। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ১০ ম্যাচে ওয়াইড দিয়েছেন ২১টি।
ওয়াইডের ‘বাদশাহ’ বনে যাওয়া পাথিরানার দিশাহীন বল এতটাই বাইরে থেকে যায় যে কিপার ধরতে পারেন না। বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে এমন ঘটনা ঘটেছে একাধিকবার। আর এ ঘটনা পাকিস্তান ম্যাচেই প্রথম হয়নি; জুনের পর পাথিরানার করা ৫৭ ওয়াইড থেকে রান এসেছে ৯১। এই খরচের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ মুজিব, তার খরচ ৩৪ রান। বাকি তিন বোলারের কেউই ৩০ রানের ঘরে পৌঁছাননি। পাথিরানার দিশাহীন বোলিংয়ের কারণে শ্রীলঙ্কাকে চড়া মাশুল দিতে হচ্ছে।
শ্রীলঙ্কা এরই মধ্যে বিশ্বকাপে তাদের প্রথম দুটি ম্যাচে হেরেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ করেও হেরেছে। সোমবার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে মাঠে নামার আগে ‘পাথিরানা সমস্যা’র সমাধান করতে হবে লঙ্কান টিম ম্যানেজমেন্টকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর-ধানমন্ডিতে আগুন
অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল
দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা
হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র
ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত
প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত
সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে
ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি
আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল
ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক
রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি
খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক
মেহেরপুরে প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন
সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সৈয়দপুরে -বেবী নাজনীন
কিশোরগঞ্জের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্চায় ব্যস্ত