শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২০ এএম
অ্যান্টিগায় দিনের শুরু এবং শেষে যেন দারুণ মিল। টসে জিতে ওয়েস্ট উইন্ডিজকে খোলসবন্দী রেখে দ্রুত দুই উইকেট তুলে নেন টাইগার পেসাররা।শেষেও স্পিনারদের শিকার ক্রিজে দুই সেট ব্যাটসম্যান। তবে এর মাঝে পুরো সময় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ময়।আরও বিশেষভাবে বলতে গেলে লুইস ও অ্যাথানেজের।দারুণ ব্যাটিংয়ে দুজনেই ছিলেন সেঞ্চুরির পথে।এ দুজনের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল স্বাগতিকদের হাতে তবে শেষে বিকেলে দুজনকে শতক থেকে অল্প দূরত্বে ফিরিয়ে লাগাম টানে টাইগররা।
আলোকস্বল্পতায় আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২৫০।২১ বলে দুই চারে ১৪ রানে খেলছেন কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা। এক চারে ২৬ বলে জাস্টিন গ্রিভসের রান ১১।
এদিন টস হেরে ব্যাট করতে নামা দুই ওয়েস্ট ব্যাটসম্যান ছিলেন সাবধানী।নতুন বলে লাইন-লেংথেও নিয়ন্ত্রণ দেখিয়েছেন টাইগার পেসাররা।ফলে প্রথম ১২ ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে স্বাগতিকরা।
১৪তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মিরাজ। আর তৃতীয় বলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরে ফাঁদে ফেলে দলকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন।৩৮ বলে মাত্র ৪ রান করেন শুরু থেকে খোলসের ভেতর চলে যাওয়া এই
টস হেরে ব্যাট করতে নামা দুই ওয়েস্ট ব্যাটসম্যান ছিলেন সাবধানী।নতুন বলে লাইন-লেংথেও নিয়ন্ত্রণ দেখিয়েছেন টাইগার পেসাররা।ফলে প্রথম ১২ ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে স্বাগতিকরা।
১৪তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মিরাজ। আর তৃতীয় বলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরে ফাঁদে ফেলে দলকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন।৩৮ বলে মাত্র ৪ রান করেন শুরু থেকে খোলসের ভেতর চলে যাওয়া এই ক্যারিবিয়ান ওপেনার।
পরের ওভারে নতুন ব্যাটার কেসি কার্টিতেও তুলে নেন তাসকিন। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবিয়ান ব্যাটার। দলীয় স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই ২ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ।কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মিকাইল লুইস। ১০৪ বলে ফিফটি তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভেম হজ।
কিন্তু ইনিংস বড় করতে পারেননি হজ। ৩৮তম ওভারে রান মিরাজের বলে ডাবল নিতে গিয়ে আউটের ফাঁদে পা দেন এই ডান হাতি ব্যাটার। তাইজুলের থ্রোয়িং থেকে হজকে আউট করতে ভুল করেননি লিটন। এতে ৮৪ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেট জুটিতে অ্যালিক অ্যাথানেজকে সাথে নিয়ে এগোতে থাকেন মিকাইল লুইস।জুটির প্রথম দিকে দুজনে ছিলেন সাবধানী।ফলে আর কোন উইকেট না হারিয়েই চা বিরতিতে যায় ক্যারিবিয়রা।শেষ সেশনে দুজনেই খোলস থেকে বের হন।তবে এর মধ্যে অ্যাথানেজে ছিলেন বেশি সাবলীল। দারুণ সব শটে দ্রুত শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই প্রতিভাবান বাঁহাতি। সেঞ্চুরির খুব কাছে ছিলেন লুইসও।
তবে মেহেদী মিরাজের স্পিনে স্বপ্ন ভাঙে দুজনেরই।৯৭ রানে শাহাদাত হোসেন দিপুকে ক্যাচ দেন লুইস। ৯০ রান করে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন আথানেজ। দুজন চতুর্থ উইকেটে ১৪০ রান যোগ করেন। তাদের ক্রিজ ছাড়া করে শেষ সেশনে ম্যাচে ফেরার আভাস দিয়েছে বাংলাদেশ। এই সেশনে তারা পেয়েছে দুটি উইকেট, দিয়েছে ১৩৪ রান। প্রথম দুই সেশনের চেয়েও বেশ রান করেছে তারা বিকালের সময়টাতে।
জাস্টিন গ্রিভস ও জশুয়া ডা সিলভা ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন। গ্রিভস ১১ ও ডা সিলভা ১৪ রানে অপরাজিত আছেন।
আলোকসল্পতায় দিনের খেলা শেষ হয়েছে ছয় ওভার আগে।ফলে দ্বিতীয় নতুন বল মাত্র চার ওভার পুরোনো হয়েছে।সেটিকে কাজে লাগিয়ে দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে যত দ্রুত সম্ভব অলআউট করতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন তাসকিন। ১টি করে উইকেট তাইজুল ও মিরাজের।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংস: ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ (লুইস ৯৭, অ্যাথানেজ ৯০, হজ ২৫, সিলভা ১৪*, গ্রিভস ১১, ব্রাফেট ৪, কার্টি ০; তাসকিন ২/৪৬, মিরাজ ১/৪৭, তাইজুল ১/৬৭, শরীফুল ০/২৭ ও হাসান ০/৫৪)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন
নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান
‘ফিফা ছিল খুবই দুর্বল, আমিই একে বিশাল প্রতিষ্ঠানে রূপান্তর করেছি’
ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন: রিজভী
স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: রফিকুল ইসলাম খান
জমিয়ত সভাপতি রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক
অনুপ্রবেশ তত্ত্বে কাজ হল না, ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া
পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে গেছে; মাওলানা শাহজাহান আল মাদানী
পঞ্চম কিস্তি আসতে চলছে জনপ্রিয় সিরিজ 'আউটার ব্যাংকস' এর, কি আছে সিরিজটিতে?
জয়সোয়ালের রেকর্ডে পার্থে ভারতের দাপুটে দিন
ভোটবাক্স বোঝালো মমতাতেই ভরসা বাংলার
সংসদে আরও এক গান্ধী, অভিষেকেই বড় জয়ের পথে প্রিয়াঙ্কা
ছ’মাসেই পুরো বদল! মহারাষ্ট্রে ঝড় বিজেপির
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ
জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা